ETV Bharat / sitara

গান গল্পের মধ্যে দিয়ে নস্ট্যালজিয়ায় ভাসলেন তারকারা

সিজ়ন ৩-এ নতুন রূপে ফিরল 'গান, গল্প অ্যান্ড নস্ট্যালজিয়া'।

গান, গল্প অ্যান্ড নস্ট্যালজিয়া
author img

By

Published : Jun 12, 2019, 7:44 PM IST

কলকাতা : গান মানুষকে অনেক কিছু ভুলিয়ে দিতে সাহায্য করে। তাই গান যে কোনও মানুষের কাছে খুব নীরব এক সঙ্গী। তাই গানের অনুষ্ঠান সবসময়ই খুব প্রিয় দর্শকের কাছে। সেটা লাইভ অনুষ্ঠান হোক বা টেলিভিশন শো। তাই 'গান, গল্প অ্যান্ড নস্ট্যালজিয়া'-র সিজ়ন ৩ মন কাড়তে পারবে দর্শকের। কারণ এখানে গানের সঙ্গে সঙ্গে থাকবে সেই গান তৈরি হওয়ার ইতিহাস।

এই শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব দেবশংকর হালদারকে। এছাড়াও গায়ক হিসেবে দেখা যাবে রূপঙ্কর, উজ্জয়িনী, মিস জোজো, শোভন গাঙ্গুলি, সিধু সহ আরও অনেককে।

দেখে নিন ভিডিয়ো।

দেখে নিন ভিডিয়ো

কলকাতা : গান মানুষকে অনেক কিছু ভুলিয়ে দিতে সাহায্য করে। তাই গান যে কোনও মানুষের কাছে খুব নীরব এক সঙ্গী। তাই গানের অনুষ্ঠান সবসময়ই খুব প্রিয় দর্শকের কাছে। সেটা লাইভ অনুষ্ঠান হোক বা টেলিভিশন শো। তাই 'গান, গল্প অ্যান্ড নস্ট্যালজিয়া'-র সিজ়ন ৩ মন কাড়তে পারবে দর্শকের। কারণ এখানে গানের সঙ্গে সঙ্গে থাকবে সেই গান তৈরি হওয়ার ইতিহাস।

এই শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব দেবশংকর হালদারকে। এছাড়াও গায়ক হিসেবে দেখা যাবে রূপঙ্কর, উজ্জয়িনী, মিস জোজো, শোভন গাঙ্গুলি, সিধু সহ আরও অনেককে।

দেখে নিন ভিডিয়ো।

দেখে নিন ভিডিয়ো
Intro:সিজেন থ্রি তে নতুন রূপে আসছে গান,গল্প এন্ড নস্টালজিয়া গানের অনুষ্ঠান

অমিত চক্রবর্তী,কলকাতা: কথায় আছে গান মানুষের জীবনের সমস্ত দুঃখ-কষ্টকে ভুলিয়ে দিতে পারে। তাই আমরা সবসময় চেষ্টা করি ভালো গান শুনে মনকে খুশিতে রাখার।আর তার সঙ্গেই যদি জানা যায় এই গান তৈরি হওয়ার নানান ইতিহাস এবং নামকরা শিল্পীদের জীবনের অনেক না জানা কাহিনী তবে কিন্তু মন্দ হয় না। আর এই সমস্ত কিছু উঠে আসতে চলেছে গান কে কেন্দ্র করে নতুন রিয়েলিটি শো গান গল্প এন্ড নস্টালজিয়া সিজেন 3 তে। নতুন এই শোয়ের সঞ্চালক হিসেবে দেখা যাবে অভিনেতা তথা নাট্যব্যক্তিত্ব দেবশংকর হালদার কে। আর এই শোতে গায়ক হিসেবে দেখা যাবে রূপঙ্কর, উজ্জয়িনী মিস জোজো,শোভন গাঙ্গুলি, সিধু সহ আরো অনেকে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.