কলকাতা : মিউজ়িক সারা দুনিয়াকে এক সুতোয় বেঁধে রেখেছে । মিউজ়িকের কোনও ভাষা নেই । তাই কলকাতার হোচিমিন সরণিতে ঢুঁ মারলেই দেখা যাবে বিভিন্ন দেশের নৃত্যশিল্পীদের । খোঁজ নিয়ে জানা গেল 'ডান্স ব্রিজেস ফেস্টিভাল' নামে একটি নৃত্য উৎসবে অংশ নিতেই তারা এসেছেন এতদূরে ।
ফেস্টিভালটি গতকাল থেকে শুরু হয়েছে । চলবে 5 অগাস্ট পর্যন্ত । উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকল ETV ভারত সিতারা ।
তৃতীয় বর্ষে পা দিল এই ফেস্টিভাল । প্রতি দু'বছর অন্তর এই অনুষ্ঠানটি পালিত হয় । প্রত্যেকবার নতুন নতুন থিমের উপর ভিত্তি করে চলে ফেস্টিভাল । এবছরের বিষয় 'দা সেন্স অফ ইন্টিমেসি' ।
উৎসবে অংশগ্রহণকারীরা এক-একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী । তাইওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্তিনার মতো মোট 15 টি দেশ থেকে কলকাতায় এসেছেন শিল্পীরা ।
প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় ও তৃতীয় দিন অলকা জালান ফাউন্ডেশন আয়োজন করেছে ওয়ার্কশপ ও আর্টিস্ট টকের । রয়েছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলকাতার পারফরম্যান্স ও জাম সেশন । অ্যালায়েন্স ফ্রসেঁ দেখাবে সিনেমাও । সেখানেও হবে আর্টিস্ট টক । চতুর্থ দিনে থাকছে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির পারফরমেন্স । সেই দিনই একটি ওয়ার্কশপ আয়োজন করেছে এই সংস্থা । শেষ দিন আমেরিকান সেন্টার থেকে থাকছে শোকেস এবং আর্টিস্ট টক । থাকছে ফ্রি ওপেন ওয়ার্কশপ এবং একটি শপিং মলে উৎসবের ক্লোজ়িং সেরেমনি ।
বিভিন্ন দেশ থেকে আসা শিল্পীরা কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে । জানালেন তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা ।