ETV Bharat / sitara

ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভালে অংশ নিতে কলকাতায় 15 টি দেশের ডান্সার্স - foreign participants

গতকাল থেকে কলকাতার হোচিমিন সরণিতে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের । তাতে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে, আমাদের দেশের বিভিন্ন কোণা থেকে এসেছেন নৃত্যশিল্পীরা । এই ফেস্টিভালটি চলবে 5 অগাস্ট পর্যন্ত ।

ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভাল
author img

By

Published : Aug 2, 2019, 5:55 PM IST

Updated : Aug 2, 2019, 8:25 PM IST

কলকাতা : মিউজ়িক সারা দুনিয়াকে এক সুতোয় বেঁধে রেখেছে । মিউজ়িকের কোনও ভাষা নেই । তাই কলকাতার হোচিমিন সরণিতে ঢুঁ মারলেই দেখা যাবে বিভিন্ন দেশের নৃত্যশিল্পীদের । খোঁজ নিয়ে জানা গেল 'ডান্স ব্রিজেস ফেস্টিভাল' নামে একটি নৃত্য উৎসবে অংশ নিতেই তারা এসেছেন এতদূরে ।

ফেস্টিভালটি গতকাল থেকে শুরু হয়েছে । চলবে 5 অগাস্ট পর্যন্ত । উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকল ETV ভারত সিতারা ।

তৃতীয় বর্ষে পা দিল এই ফেস্টিভাল । প্রতি দু'বছর অন্তর এই অনুষ্ঠানটি পালিত হয় । প্রত্যেকবার নতুন নতুন থিমের উপর ভিত্তি করে চলে ফেস্টিভাল । এবছরের বিষয় 'দা সেন্স অফ ইন্টিমেসি' ।

উৎসবে অংশগ্রহণকারীরা এক-একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী । তাইওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্তিনার মতো মোট 15 টি দেশ থেকে কলকাতায় এসেছেন শিল্পীরা ।

ভিডিয়োয় দেখুন ফেস্টিভাল উদ্বোধনের কিছু ঝলক

প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় ও তৃতীয় দিন অলকা জালান ফাউন্ডেশন আয়োজন করেছে ওয়ার্কশপ ও আর্টিস্ট টকের । রয়েছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলকাতার পারফরম্যান্স ও জাম সেশন । অ্যালায়েন্স ফ্রসেঁ দেখাবে সিনেমাও । সেখানেও হবে আর্টিস্ট টক । চতুর্থ দিনে থাকছে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির পারফরমেন্স । সেই দিনই একটি ওয়ার্কশপ আয়োজন করেছে এই সংস্থা । শেষ দিন আমেরিকান সেন্টার থেকে থাকছে শোকেস এবং আর্টিস্ট টক । থাকছে ফ্রি ওপেন ওয়ার্কশপ এবং একটি শপিং মলে উৎসবের ক্লোজ়িং সেরেমনি ।

বিভিন্ন দেশ থেকে আসা শিল্পীরা কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে । জানালেন তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা ।

কলকাতা : মিউজ়িক সারা দুনিয়াকে এক সুতোয় বেঁধে রেখেছে । মিউজ়িকের কোনও ভাষা নেই । তাই কলকাতার হোচিমিন সরণিতে ঢুঁ মারলেই দেখা যাবে বিভিন্ন দেশের নৃত্যশিল্পীদের । খোঁজ নিয়ে জানা গেল 'ডান্স ব্রিজেস ফেস্টিভাল' নামে একটি নৃত্য উৎসবে অংশ নিতেই তারা এসেছেন এতদূরে ।

ফেস্টিভালটি গতকাল থেকে শুরু হয়েছে । চলবে 5 অগাস্ট পর্যন্ত । উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকল ETV ভারত সিতারা ।

তৃতীয় বর্ষে পা দিল এই ফেস্টিভাল । প্রতি দু'বছর অন্তর এই অনুষ্ঠানটি পালিত হয় । প্রত্যেকবার নতুন নতুন থিমের উপর ভিত্তি করে চলে ফেস্টিভাল । এবছরের বিষয় 'দা সেন্স অফ ইন্টিমেসি' ।

উৎসবে অংশগ্রহণকারীরা এক-একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী । তাইওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্তিনার মতো মোট 15 টি দেশ থেকে কলকাতায় এসেছেন শিল্পীরা ।

ভিডিয়োয় দেখুন ফেস্টিভাল উদ্বোধনের কিছু ঝলক

প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় ও তৃতীয় দিন অলকা জালান ফাউন্ডেশন আয়োজন করেছে ওয়ার্কশপ ও আর্টিস্ট টকের । রয়েছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলকাতার পারফরম্যান্স ও জাম সেশন । অ্যালায়েন্স ফ্রসেঁ দেখাবে সিনেমাও । সেখানেও হবে আর্টিস্ট টক । চতুর্থ দিনে থাকছে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির পারফরমেন্স । সেই দিনই একটি ওয়ার্কশপ আয়োজন করেছে এই সংস্থা । শেষ দিন আমেরিকান সেন্টার থেকে থাকছে শোকেস এবং আর্টিস্ট টক । থাকছে ফ্রি ওপেন ওয়ার্কশপ এবং একটি শপিং মলে উৎসবের ক্লোজ়িং সেরেমনি ।

বিভিন্ন দেশ থেকে আসা শিল্পীরা কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে । জানালেন তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা ।

Intro:সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ভারতবর্ষের মাটিতে প্রবেশ করেছেন একঝাঁক বিদেশি নৃত্যশিল্পী। এবং তাঁদের ঠাঁই হয়েছে স্বপ্নের মহানগরী কলকাতায়। 'ডান্স ব্রিজেস ফেস্টিভাল' নামক একটি নৃত্য উৎসবে অংশগ্রহণ করতে এসেছেন তাঁরা। উৎসবের সূচনা হয় ১ অগাস্ট হোচিমিন সরণীর ICCR'এ। চলবে ৫ অগাস্ট পর্যন্ত। উৎসবের উদ্বোধন উপস্থিত ছিল ETV ভারত সিতারা।


Body:এর আগেও দু'বার এই নৃত্যোৎসব পালিত হয়েছে শহরে। প্রত্যেক দু'বছর অন্তর পালিত হয়। প্রতি বছরই কোনও না কোনও বিষয়কে কেন্দ্র করে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এবছরের বিষয় 'দা সেন্স অফ ইন্টিমেসি'।

উৎসবের অংশগ্রহণকারীরা একেকজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী। তাইওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনার মতো দেশ থেকে শহর কলকাতায় এসেছেন তাঁদের নৃত্যশিল্পকে তুলে ধরতে। বিদেশিদের পাশাপাশি অংশগ্রহণ করেছে কলকাতার নৃত্যশিল্পীও।




Conclusion:লাগানোর লাগাতার ৫ দিন ধরে চলবে উৎসব। প্রথম দিন উদ্বোধন হওয়ার পর, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আলকা জালান ফাউন্ডেশন আয়োজন করেছে ওয়ার্কশপ এবং আর্টিস্ট টকের। রয়েছে ইন্টার্নেশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলকাতার পারফরম্যান্স ও জাম সেশন। অ্যালায়েন্স ফ্রসেঁ দেখাবে সিনেমাও। সেখানেও হবে আর্টিস্ট টক। চতুর্থ দিনে থাকছে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির পারফরম্যান্স। সেই দিনই একটি ওয়ার্কশপ আয়োজন করেছে এই সংস্থা। পঞ্চম দিন আমেরিকান সেন্টার থেকে থাকছে শোকেস এবং আর্টিস্ট টক। থাকছে ফ্রি ওপেন ওয়ার্কশপ এবং কোয়েস্ট মলে উৎসবের ক্লোসিং সেরেমনি।

ETV ভারত সিতারার সঙ্গে সকলেই কথা বললেন তাঁরা। শেয়ার করলেন তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা।
Last Updated : Aug 2, 2019, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.