কেকার বিপরীতে যিনি অভিনয় করছিলেন তিনি হলেন দাপুটে অভিনেত্রী অঞ্জনা বসু। তিনিই এই ধারাবাহিকের ভিলেন বলা যেতে পারে। প্রধানত তার সঙ্গেই লড়ার কেকার। ফলে অঞ্জনার সঙ্গে ছন্দ মিলিয়ে অভিনয় করার প্রয়োজন ছিল। সেই জায়গায় পিছিয়ে পড়ছিলেন লেখা। তার উপর লেখার সঙ্গে ধারাবাহিকের নায়ক ইমতিয়াজ হকের রসায়নও মনে ভরাতে পারছিল না দর্শকের। সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর এদিকে স্বস্তিকাকে এর আগে দেখা গেছে 'ভজ গোবিন্দ' ও 'দুগ্গা দুগ্গা' ধারাবাহিকে। বেশ জনপ্রিয় মুখ তিনি টেলিভিশনের। বাংলা ছবি 'অভিমান' ও 'পারব না আমি ছাড়তে তোকে'-তেও দেখা গেছে তাঁকে। তিনি কি পারবেন 'বিজয়িনী'-র পড়ন্ত TRP কে তুলে ধরতে? জানা যাবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে।