ETV Bharat / sitara

আসছে 'বারদীর লোকনাথ'

কোনও শোনা কথা নয়। কোনও প্রচলিত কথা নয়। লোকনাথের জীবনের শেষ ২৭ বছরকেই এবার পরদায় তুলে ধরতে আসছে 'বারদীর লোকনাথ'।

প্রেস মিট
author img

By

Published : May 11, 2019, 6:18 PM IST

কলকাতা : শাশুড়ি-বউমার ধারাবাহিকের বাইরেও বিভিন্ন ধরনের ধারাবাহিক তৈরি হচ্ছে। তার মধ্যে অন্যতম 'বারদীর লোকনাথ'। দর্শক এখানে লোকনাথের জীবনের শেষ ২৭ বছরের সাক্ষী থাকবেন। ধারাবাহিকটি পরিচালনা করছেন অরিন্দম বসু।

ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে শুভাশিস গাঙ্গুলি, দোলন রায়, লাবনী ভট্টাচার্য, স্বর্ণাভ সান্যাল, রাহুল দাস, শেখর ব্যানার্জি, চিরঞ্জিত ভদ্র, প্রণব চ্যাটার্জি, সুমন দে, তনুশ্রী চক্রবর্তী, শুভজিৎ ব্যানার্জি ও আবির ঘোষকে। শ্রী গুরুবে নামাহা ধারাবাহিকেই এবারের গল্প 'বারদীর লোকনাথ'। 15 মে থেকে শুরু হচ্ছে ধাবরাবাহিকটি।

বাবা লোকনাথের চরিত্রে অভিনয় করছেন শুভাশিস গাঙ্গুলি। তিনি বলেন, "লোকনাথ বাবার বিষয় জনসাধারণের মনে যে ধ্যানধারণা রয়েছে, তার থেকে আমাদের ধারাবাহিক খুব আলাদা কিছু নয়। তবে ইতিহাসের অনেক না জানাকাহিনিকে এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি এই বারদীর গ্রামে জীবনের শেষ 27 বছর যেভাবে কাটিয়েছিলেন সেই ঘটনাকে ধারাবাহিকে দর্শক দেখবেন।"

গতকাল ছিল ধারাবাহিকের প্রেস মিট। কী বললেন দোলন রায় ও অরিন্দম বসু, দেখুন ভিডিয়োয়...

ভিডিয়ো

কলকাতা : শাশুড়ি-বউমার ধারাবাহিকের বাইরেও বিভিন্ন ধরনের ধারাবাহিক তৈরি হচ্ছে। তার মধ্যে অন্যতম 'বারদীর লোকনাথ'। দর্শক এখানে লোকনাথের জীবনের শেষ ২৭ বছরের সাক্ষী থাকবেন। ধারাবাহিকটি পরিচালনা করছেন অরিন্দম বসু।

ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে শুভাশিস গাঙ্গুলি, দোলন রায়, লাবনী ভট্টাচার্য, স্বর্ণাভ সান্যাল, রাহুল দাস, শেখর ব্যানার্জি, চিরঞ্জিত ভদ্র, প্রণব চ্যাটার্জি, সুমন দে, তনুশ্রী চক্রবর্তী, শুভজিৎ ব্যানার্জি ও আবির ঘোষকে। শ্রী গুরুবে নামাহা ধারাবাহিকেই এবারের গল্প 'বারদীর লোকনাথ'। 15 মে থেকে শুরু হচ্ছে ধাবরাবাহিকটি।

বাবা লোকনাথের চরিত্রে অভিনয় করছেন শুভাশিস গাঙ্গুলি। তিনি বলেন, "লোকনাথ বাবার বিষয় জনসাধারণের মনে যে ধ্যানধারণা রয়েছে, তার থেকে আমাদের ধারাবাহিক খুব আলাদা কিছু নয়। তবে ইতিহাসের অনেক না জানাকাহিনিকে এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি এই বারদীর গ্রামে জীবনের শেষ 27 বছর যেভাবে কাটিয়েছিলেন সেই ঘটনাকে ধারাবাহিকে দর্শক দেখবেন।"

গতকাল ছিল ধারাবাহিকের প্রেস মিট। কী বললেন দোলন রায় ও অরিন্দম বসু, দেখুন ভিডিয়োয়...

ভিডিয়ো
Intro:লোকনাথ বাবার জীবনের শেষ 27 বছর এর অজানা গল্প উঠে আসছে বারদীর লোকনাথ ধারাবাহিকে

অমিত চক্রবর্তী,কলকাতা: মা-বৌমা ও ছোটদের মজার কান্ড কারখানা নিয়ে এ ধারাবাহিকের পাশাপাশি আধ্যাত্মিক ধারাবাহিক দেখার দর্শক সংখ্যা নেহাত কম নয়।তাই সেই ধারাকে অক্ষুন্ন রাখতে বেশ কিছুদিন আগে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল নতুন আধ্যাত্মিক ধারাবাহিক শ্রী গুরুবে নামাহা। যার প্রথম ভাগ ইতিমধ্যেই শেষ হতে চলেছে এবং সেই জায়গায় আসতে চলেছে বাবা লোকনাথের জীবনী অবলম্বনে নতুন গল্প বারদীর লোকনাথ। এবারের গল্পে অভিনয় করতে দেখা যাবে শুভাশিস গাঙ্গুলী, দোলন রয়, লাবনী ভট্টাচার্যী, স্বর্ণাভ সান্যাল, রাহুল দাস, শেখর ব্যানার্জি, চিরঞ্জিত ভদ্র, প্রণব চ্যাটার্জী, সুমন দে, তনুশ্রী চক্রবর্তী, শুভজিৎ ব্যানার্জি ও আবির ঘোষ কে। শ্রী গুরুবে নামাহা ধারাবাহিকের এই দ্বিতীয় গল্প বারদীর লোকনাথ আগামী 15 ই মে থেকে দর্শকরা দেখতে পাবেন।


Body:নতুন এই ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী দোলন রায় জানালেন, সত্যি কথা বলতে এই ধারাবাহিকে কাজ করতে গিয়ে আমি মানসিকভাবে যুক্ত হয়ে পড়েছি।এর আগে আমি আধ্যাত্বিক ধারাবাহিকে কাজ করেছি, যেমন অর্জুনের মা, অর্জুনের স্ত্রী ও পার্বতী চরিত্রে। সেই জায়গা থেকে কোথাও গিয়ে লোকনাথ বাবার মায়ের চরিত্র করতে গিয়ে আমি আরো বেশি করে এ সঙ্গে যুক্ত হয়ে পড়েছি। আর ধারাবাহিকের গল্পে আমাকে দুভাবেই দেখা যাবে। একটা লোকনাথ বাবার ছোটবেলায় তার কমলা মায়ের সঙ্গে তার সম্পর্ক। এরপর লোকনাথ বাবা যখন সিদ্ধিলাভ করে বারদী তে আসেন তখন আমি গোয়ালিনী মায়ের চরিত্রে রয়েছি।

বাবা লোকনাথের চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা শুভাশিস গাঙ্গুলী জানালেন, লোকনাথ বাবার বিষয় জনসাধারণের মনে যে ধ্যান ধারণা রয়েছে তার থেকে আমাদের ধারাবাহিক খুব আলাদা কিছু নয়। তবে আমাদের এখানে ইতিহাসের অনেক না জানা কাহিনী কে এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি এই বারদীর গ্রামে জীবনের শেষ 27 বছর যে ভাবে কাটিয়ে ছিলেন সেই পুরো ঘটনা বলি ধারাবাহিকের পর্দা দর্শকরা দেখবেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.