কলকাতা : শাশুড়ি-বউমার ধারাবাহিকের বাইরেও বিভিন্ন ধরনের ধারাবাহিক তৈরি হচ্ছে। তার মধ্যে অন্যতম 'বারদীর লোকনাথ'। দর্শক এখানে লোকনাথের জীবনের শেষ ২৭ বছরের সাক্ষী থাকবেন। ধারাবাহিকটি পরিচালনা করছেন অরিন্দম বসু।
ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে শুভাশিস গাঙ্গুলি, দোলন রায়, লাবনী ভট্টাচার্য, স্বর্ণাভ সান্যাল, রাহুল দাস, শেখর ব্যানার্জি, চিরঞ্জিত ভদ্র, প্রণব চ্যাটার্জি, সুমন দে, তনুশ্রী চক্রবর্তী, শুভজিৎ ব্যানার্জি ও আবির ঘোষকে। শ্রী গুরুবে নামাহা ধারাবাহিকেই এবারের গল্প 'বারদীর লোকনাথ'। 15 মে থেকে শুরু হচ্ছে ধাবরাবাহিকটি।
বাবা লোকনাথের চরিত্রে অভিনয় করছেন শুভাশিস গাঙ্গুলি। তিনি বলেন, "লোকনাথ বাবার বিষয় জনসাধারণের মনে যে ধ্যানধারণা রয়েছে, তার থেকে আমাদের ধারাবাহিক খুব আলাদা কিছু নয়। তবে ইতিহাসের অনেক না জানাকাহিনিকে এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি এই বারদীর গ্রামে জীবনের শেষ 27 বছর যেভাবে কাটিয়েছিলেন সেই ঘটনাকে ধারাবাহিকে দর্শক দেখবেন।"
গতকাল ছিল ধারাবাহিকের প্রেস মিট। কী বললেন দোলন রায় ও অরিন্দম বসু, দেখুন ভিডিয়োয়...