ETV Bharat / sitara

Bengali serials: শ্রীময়ী শেষ, লড়াই চালিয়ে যাচ্ছে সর্বজয়া-ঊর্মি-অপু - এই পথ যদি না শেষ হয়

শ্রীময়ী (Sreemoyee) শেষ ৷ তবে লড়াই চালিয়ে যাচ্ছে সর্বজয়া (Sarbojaya), ঊর্মি, অপু (Aparajita Apu)৷ সামনেই আসছে জমজমাট (Bengali serials) পর্ব ৷

after-sreemoyee-struggles-continue-for-sarbojaya-urmi-and-apu
শ্রীময়ী শেষ, লড়াই চালিয়ে যাচ্ছে সর্বজয়া-ঊর্মি-অপু
author img

By

Published : Dec 20, 2021, 4:41 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: শেষ হল শ্রীময়ীর (Sreemoyee) পথ চলা । পরিবার থেকে এক্কেবারে দূরে সরে গেল সে । ঠিকানা হোম । টানা দুটি বছর শ্রীময়ী শিখিয়েছিল লড়াই কাকে বলে, ত্যাগ কাকে বলে । শ্রীময়ীর পাশাপাশি আছে আরও অনেক নাম - সর্বজয়া (Sarbojaya), অপু এমনকী ঊর্মিও শেখায় অনেক কিছু ।

শ্রীময়ীর লড়াই শেষ হলেও চলছে অপু, ঊর্মি, সর্বজয়ার মতো চরিত্রদের সংগ্রাম । এই যেমন ধরুন সর্বজয়াকে একের পর এক পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে বারবার । একইসঙ্গে আছে অনেক অপমান আর ষড়যন্ত্রের হাতছানি । কিন্তু তাকে হারানো বা টলানো বেশ কঠিন ব্যাপার । সিঙ্গাপুরের ক্লায়েন্টদের অর্ডার পূরণ করার জন্য সর্বজয়াকে কুখ্যাত ব্যবসায়ী নবীন শর্মার সঙ্গে দেখা করতে হবে এবং একটি চুক্তিতে আবদ্ধ হতে হবে । তার পরিবার ধরেই নিয়েছে যে সে ব্যর্থ হবে । কিন্তু সর্বজয়া কি হেরে যাওয়ার পাত্রী ? কী হবে সেটাই দেখার । এই সপ্তাহে 20-22 ডিসেম্বর আছে দারুণ চমক ।

ও দিকে নতুন বিডিও পদে অভিষেক ঘটেছে 'অপরাজিতা অপু' (Aparajita Apu) ধারাবাহিকের অপুর । বিডিও হয়ে অপুকে যেতে হয়েছে ফুলবাড়ি । পরিবারের থেকে দূরে গিয়ে কেমন হবে অপুর প্রথম চাকরির অভিজ্ঞতা ? সেটা দেখার জন্যই আজ মুখিয়ে আছে অপুভক্তরা । তাই এ সপ্তাহে তাদের জন্য 20-22 সে ডিসেম্বর রয়েছে রুদ্ধশ্বাস তিনটি পর্ব ।

আরও পড়ুন: Payel Dey Exclusive: প্রজেক্ট শুরুর আগেই বলে দিই আমায় ঘুরতে যেতে দিতে হবে : পায়েল

আরেকদিকে না বললে চলে না ঊর্মির কথা । ঊর্মি ও সাত্যকী রিনি আর মুমুকে নিয়ে তাজপুর যায় । ঊর্মির পরিকল্পনা অনুসারে, সুমন সেখানে নারকেল বিক্রেতার ছদ্মবেশে মুমুর সঙ্গে দেখা করতে আসে । ঊর্মি সাত্যকীকে রোমান্টিক মেজাজে দেখতে পায় । যেখানে সে তাদের মধ্যে কাউকে আসতে দেবে না বলে প্রতিশ্রুতি দেয় । ঊর্মি এবং সাত্যকীর সান্নিধ্য রিনিকে বিরক্ত করে । ঊর্মির সঙ্গে তার তুমুল তর্ক হয় যেখানে ঊর্মি ঘটনাক্রমে বালির স্তূপ থেকে নিচে পড়ে নিখোঁজ হয় । রিনি মনে করে সে মারা গিয়েছে । রিনি কারও কাছে কিছু প্রকাশ করতে ভয় পায় । এরপর ঊর্মি ভূতের রূপে ফিরে আসে এবং রিনি ভয় পেয়ে সবার সামনে সবকিছু স্বীকার করে । এমনই মজাদার ঘটনা নিয়ে এই সপ্তাহে 20-22 ডিসেম্বর থাকছে 'এই পথ যদি না শেষ হয়' (Ei poth jodi na shes hoy) ধারাবাহিকের জমজমাট পর্ব ।

সেটে সর্বজয়া

আরও পড়ুন: new bengali tv serial: ছোটপর্দায় সোনা রোদের গান গাইবেন পায়েল-ঋষি

সর্বজয়া, ঊর্মি এবং অপুর লড়াইয়ের রকম আলাদা । দর্শকের (Bengali serial) কাছে এরাই যেন ঘরের মেয়ে, আপন কেউ । এদের লড়াই যেন নিজেদের লড়াই । একজনের লড়াই শেষ হলে আরেকজনের লড়াই দেখতে এবং তা থেকে শিক্ষা নিতে পিছপা হয় না কেউই । টিভির পর্দায় খুব শিগগিরই আসছে আরও কিছু চরিত্র । খড়ি, আনন্দী, পিলুকে খুব শিগগিরই দেখবে দর্শক ।

কলকাতা, 20 ডিসেম্বর: শেষ হল শ্রীময়ীর (Sreemoyee) পথ চলা । পরিবার থেকে এক্কেবারে দূরে সরে গেল সে । ঠিকানা হোম । টানা দুটি বছর শ্রীময়ী শিখিয়েছিল লড়াই কাকে বলে, ত্যাগ কাকে বলে । শ্রীময়ীর পাশাপাশি আছে আরও অনেক নাম - সর্বজয়া (Sarbojaya), অপু এমনকী ঊর্মিও শেখায় অনেক কিছু ।

শ্রীময়ীর লড়াই শেষ হলেও চলছে অপু, ঊর্মি, সর্বজয়ার মতো চরিত্রদের সংগ্রাম । এই যেমন ধরুন সর্বজয়াকে একের পর এক পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে বারবার । একইসঙ্গে আছে অনেক অপমান আর ষড়যন্ত্রের হাতছানি । কিন্তু তাকে হারানো বা টলানো বেশ কঠিন ব্যাপার । সিঙ্গাপুরের ক্লায়েন্টদের অর্ডার পূরণ করার জন্য সর্বজয়াকে কুখ্যাত ব্যবসায়ী নবীন শর্মার সঙ্গে দেখা করতে হবে এবং একটি চুক্তিতে আবদ্ধ হতে হবে । তার পরিবার ধরেই নিয়েছে যে সে ব্যর্থ হবে । কিন্তু সর্বজয়া কি হেরে যাওয়ার পাত্রী ? কী হবে সেটাই দেখার । এই সপ্তাহে 20-22 ডিসেম্বর আছে দারুণ চমক ।

ও দিকে নতুন বিডিও পদে অভিষেক ঘটেছে 'অপরাজিতা অপু' (Aparajita Apu) ধারাবাহিকের অপুর । বিডিও হয়ে অপুকে যেতে হয়েছে ফুলবাড়ি । পরিবারের থেকে দূরে গিয়ে কেমন হবে অপুর প্রথম চাকরির অভিজ্ঞতা ? সেটা দেখার জন্যই আজ মুখিয়ে আছে অপুভক্তরা । তাই এ সপ্তাহে তাদের জন্য 20-22 সে ডিসেম্বর রয়েছে রুদ্ধশ্বাস তিনটি পর্ব ।

আরও পড়ুন: Payel Dey Exclusive: প্রজেক্ট শুরুর আগেই বলে দিই আমায় ঘুরতে যেতে দিতে হবে : পায়েল

আরেকদিকে না বললে চলে না ঊর্মির কথা । ঊর্মি ও সাত্যকী রিনি আর মুমুকে নিয়ে তাজপুর যায় । ঊর্মির পরিকল্পনা অনুসারে, সুমন সেখানে নারকেল বিক্রেতার ছদ্মবেশে মুমুর সঙ্গে দেখা করতে আসে । ঊর্মি সাত্যকীকে রোমান্টিক মেজাজে দেখতে পায় । যেখানে সে তাদের মধ্যে কাউকে আসতে দেবে না বলে প্রতিশ্রুতি দেয় । ঊর্মি এবং সাত্যকীর সান্নিধ্য রিনিকে বিরক্ত করে । ঊর্মির সঙ্গে তার তুমুল তর্ক হয় যেখানে ঊর্মি ঘটনাক্রমে বালির স্তূপ থেকে নিচে পড়ে নিখোঁজ হয় । রিনি মনে করে সে মারা গিয়েছে । রিনি কারও কাছে কিছু প্রকাশ করতে ভয় পায় । এরপর ঊর্মি ভূতের রূপে ফিরে আসে এবং রিনি ভয় পেয়ে সবার সামনে সবকিছু স্বীকার করে । এমনই মজাদার ঘটনা নিয়ে এই সপ্তাহে 20-22 ডিসেম্বর থাকছে 'এই পথ যদি না শেষ হয়' (Ei poth jodi na shes hoy) ধারাবাহিকের জমজমাট পর্ব ।

সেটে সর্বজয়া

আরও পড়ুন: new bengali tv serial: ছোটপর্দায় সোনা রোদের গান গাইবেন পায়েল-ঋষি

সর্বজয়া, ঊর্মি এবং অপুর লড়াইয়ের রকম আলাদা । দর্শকের (Bengali serial) কাছে এরাই যেন ঘরের মেয়ে, আপন কেউ । এদের লড়াই যেন নিজেদের লড়াই । একজনের লড়াই শেষ হলে আরেকজনের লড়াই দেখতে এবং তা থেকে শিক্ষা নিতে পিছপা হয় না কেউই । টিভির পর্দায় খুব শিগগিরই আসছে আরও কিছু চরিত্র । খড়ি, আনন্দী, পিলুকে খুব শিগগিরই দেখবে দর্শক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.