ETV Bharat / sitara

Super Singer Season 3: রিয়ালিটি শো-এ লালনের আগমন, থাকছে ঋষি-পিহুর রোম্যান্স - সুপার সিঙ্গার সিজন 3

এ বার রিয়ালিটি শোতে (Reality Show) আগমন ঘটছে 'ধুলোকণা'র লালনের ৷ এ ছাড়াও দেখা যাবে টেলিভিশনের আর এক জুটি ঋষি-পিহুর প্রেম ৷ এ সপ্তাহে জমজমাট পর্ব 'সুপার সিঙ্গার-সিজন 3' (Super singer season 3)-এর ৷

Actors of Bengali serials to participate Super singer season 3 this week
রিয়ালিটি শো-এ লালনের আগমন, থাকছে ঋষি-পিহুর রোম্যান্স
author img

By

Published : Nov 23, 2021, 10:44 PM IST

কলকাতা, 23 নভেম্বর: চলতি সপ্তাহে প্রেমের জোয়ারে ভাসবে 'সুপার সিঙ্গার সিজন 3' (Super singer season 3)-এর মঞ্চ । টেলি দর্শকের প্রিয় নায়ক-নায়িকারা (Actors of Bengali serials) মেতে উঠবেন নাচে, গানে, মজায় ।

'সুপার সিঙ্গার সিজন থ্রি'র মঞ্চে এই সপ্তাহে বইবে প্রেমের হাওয়া । অন্য স্বাদ মিলবে সঙ্গীতের মঞ্চে । কতটা অন্য স্বাদ ? মঞ্চে হাজির হবেন সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের কপোত-কপোতীরা । টেলিদর্শকের কাছে তাঁরা চোখের মণি। 'বরণ', ' ধুলোকণা', 'গ্রামের রানি বীণাপানি', 'মন ফাগুন'-এর কুশীলবেরা আসবেন জোড়ায় জোড়ায় ।

ঋষি-পিহুর প্রেম হয় হয় করেও আর হয় না । এই নিয়ে বেশ চিন্তায় টেলিদর্শক । তাঁরা পর্দায় ঋষি-পিহুর প্রেম দেখতে চায় । ওরা একে অপরকে চিনে ফেলুক, এ যেন তাঁদের একমাত্র চাওয়া । এই দু'জনের কাছাকাছি আসা দেখেই হয় দিলখুশ । সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য পোস্ট করে চলে মতামত এবং অনুভূতি জ্ঞাপন । এহেন ঋষি-পিহু এ বার রোম্যান্সে ভাসবেন গানের মঞ্চে । 'বাতাসে গুনগুন' গানের সঙ্গে দু'জনে ভাসবেন প্রেমের সিকোয়েন্সে । এখানেই শেষ নয়, ফুচকার কাউন্টার খুলবেন ঋষি, মানে শন বন্দ্যোপাধ্যায় । নিজে হাতে তিনি ফুচকা বিলোবেন প্রতিযোগী এবং বিচারকদের মধ্যে ।

Actors of Bengali serials to participate Super singer season 3 this week
রোম্যান্টিক মুডে ঋষি-পিহু

আরও পড়ুন: Bob Biswas Trailer Reaction : 'বব বিশ্বাস'-এর ট্রেলার নিয়ে দু'ভাগ টলিপাড়া

'ধুলোকণা'র লালন গাইবেন র‍্যাপ । ধারাবাহিকে এই চরিত্রটি একজন র‍্যাপ গাইয়ের । সে আবার গাড়িও চালায় । ভালোবাসে পরিচারিকা ফুলঝুরিকে । লালনের জীবনে আছে ত্রিকোণ প্রেমের হাতছানি । সুপার সিঙ্গারের মঞ্চে এ বার লালন চট্টোপাধ্যায়, অর্থাৎ ইন্দ্রাশিস রায় কী কামাল দেখান সেটাই দেখার ।

আরও পড়ুন: Ena Shieladitya Interview: যশ-নুসরতের আসন্ন ছবি নিয়ে একান্ত আড্ডায় শিলাদিত্য-এনা

অন্যান্যরাও চুপ করে বসে থাকবেন না ৷ নাচে-গানে মেতে উঠবেন সকলেই । সবমিলিয়ে জমজমাট পর্ব আসতে চলেছে চলতি সপ্তাহের শনি ও রবিবার ।

আরও পড়ুন: Bollywood on Farm Laws: "শিক্ষা নিক ভবিষ্যতের সরকার", কৃষি আইন প্রত্যাহারে খুশি বলিউড

কলকাতা, 23 নভেম্বর: চলতি সপ্তাহে প্রেমের জোয়ারে ভাসবে 'সুপার সিঙ্গার সিজন 3' (Super singer season 3)-এর মঞ্চ । টেলি দর্শকের প্রিয় নায়ক-নায়িকারা (Actors of Bengali serials) মেতে উঠবেন নাচে, গানে, মজায় ।

'সুপার সিঙ্গার সিজন থ্রি'র মঞ্চে এই সপ্তাহে বইবে প্রেমের হাওয়া । অন্য স্বাদ মিলবে সঙ্গীতের মঞ্চে । কতটা অন্য স্বাদ ? মঞ্চে হাজির হবেন সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের কপোত-কপোতীরা । টেলিদর্শকের কাছে তাঁরা চোখের মণি। 'বরণ', ' ধুলোকণা', 'গ্রামের রানি বীণাপানি', 'মন ফাগুন'-এর কুশীলবেরা আসবেন জোড়ায় জোড়ায় ।

ঋষি-পিহুর প্রেম হয় হয় করেও আর হয় না । এই নিয়ে বেশ চিন্তায় টেলিদর্শক । তাঁরা পর্দায় ঋষি-পিহুর প্রেম দেখতে চায় । ওরা একে অপরকে চিনে ফেলুক, এ যেন তাঁদের একমাত্র চাওয়া । এই দু'জনের কাছাকাছি আসা দেখেই হয় দিলখুশ । সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য পোস্ট করে চলে মতামত এবং অনুভূতি জ্ঞাপন । এহেন ঋষি-পিহু এ বার রোম্যান্সে ভাসবেন গানের মঞ্চে । 'বাতাসে গুনগুন' গানের সঙ্গে দু'জনে ভাসবেন প্রেমের সিকোয়েন্সে । এখানেই শেষ নয়, ফুচকার কাউন্টার খুলবেন ঋষি, মানে শন বন্দ্যোপাধ্যায় । নিজে হাতে তিনি ফুচকা বিলোবেন প্রতিযোগী এবং বিচারকদের মধ্যে ।

Actors of Bengali serials to participate Super singer season 3 this week
রোম্যান্টিক মুডে ঋষি-পিহু

আরও পড়ুন: Bob Biswas Trailer Reaction : 'বব বিশ্বাস'-এর ট্রেলার নিয়ে দু'ভাগ টলিপাড়া

'ধুলোকণা'র লালন গাইবেন র‍্যাপ । ধারাবাহিকে এই চরিত্রটি একজন র‍্যাপ গাইয়ের । সে আবার গাড়িও চালায় । ভালোবাসে পরিচারিকা ফুলঝুরিকে । লালনের জীবনে আছে ত্রিকোণ প্রেমের হাতছানি । সুপার সিঙ্গারের মঞ্চে এ বার লালন চট্টোপাধ্যায়, অর্থাৎ ইন্দ্রাশিস রায় কী কামাল দেখান সেটাই দেখার ।

আরও পড়ুন: Ena Shieladitya Interview: যশ-নুসরতের আসন্ন ছবি নিয়ে একান্ত আড্ডায় শিলাদিত্য-এনা

অন্যান্যরাও চুপ করে বসে থাকবেন না ৷ নাচে-গানে মেতে উঠবেন সকলেই । সবমিলিয়ে জমজমাট পর্ব আসতে চলেছে চলতি সপ্তাহের শনি ও রবিবার ।

আরও পড়ুন: Bollywood on Farm Laws: "শিক্ষা নিক ভবিষ্যতের সরকার", কৃষি আইন প্রত্যাহারে খুশি বলিউড

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.