কলকাতা : 10 জুন থেকে শুটিং শুরু করার বিষয়েকে কেউ জানাচ্ছেন সাধুবাদ, আবার কেউ বলছেন আরও অপেক্ষা করার প্রয়োজন ছিল । এই বিষয় নিয়ে সিঙ্গাপুর থেকে মন্তব্য করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । লকডাউন জারি হওয়ার সময় থেকেই পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তিনি । ফের শুটিং শুরু হওয়ার বিষয়টি তিনি কীভাবে দেখছেন ? জানালেন ETV ভারত সিতারাকে ।
সিঙ্গাপুর থেকে ঋতুপর্ণা বলেন, "আমি শুনলাম 10 তারিখ থেকে শুটিং শুরু হওয়ার কথা । অনেক নিয়ম করা হয়েছে । এটা খুব ভালো খবর, যে একটু একটু করে সবকিছু খুলছে । বাংলা ইন্ডাস্ট্রির মানুষ অনেকদিন ধরে অপেক্ষা করছে । যাঁদের সত্যি টাকার প্রয়োজন, যাঁরা দৈনন্দিন জীবিকার উপর বেঁচে থাকেন, তাঁদের কাজের সুরাহা অবশ্যই করতে হবে । আমরাও দিনের পর দিন বন্ধ করা বাক্সের মধ্যে তো থাকতে পারি না । কোথাও না কোথাও শুরু করতে হবে । তবে যতক্ষণ না শুটিং হচ্ছে, যতক্ষণ না এই নিয়মগুলো মানুষ মানছে, সেগুলো যতক্ষণ না দেখতে পাচ্ছি, ততক্ষণ ঠিক বলতে পারব না, এটা একেবারে খুব সঠিক সিদ্ধান্ত । আমি চাইব সবাই যেন সুরক্ষা মেনে শুটিং করে ।"
তিনি আরও বলেন, "আমি চাইব ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাক । আশা করব, যে এই পরিস্থিতিতে কাজ করে, আরও বড়ভাবে আমরা কাজ করতে পারি । সিনেমা অনেক বড় ব্যাপার । এটা একটা বিরাট টিমওয়ার্ক । খুব অল্প আর্টিস্ট এবং বয়েসেরও অনেক বিধিনিষেধ আছে । এগুলো খুব ভাবনাচিন্তার বিষয় । তবে কয়েকদিন গেলেই বোঝা যাবে এই নিয়ম মেনে শুটিং করা সঠিক কি না । সব মিলিয়ে খুব কঠিন পরিস্থিতি । তবে যাই হোক এই পরিস্থিতি আমরা নিশ্চয়ই পেরিয়ে আসব । আশা করব আমরা ভালো কিছু দেখব । শুটিং শুরুর জন্য অনেক শুভেচ্ছা রইল ।"