ETV Bharat / sitara

সৌমিত্র চ্যাটার্জির চরিত্রে জিশু, রবি ঘোষে প্রাণ দেবেন রুদ্রনীল - Parambrata directs Soumitra Biopic

সৌমিত্র চ্যাটার্জির বায়োপিক তৈরি করছেন পরমব্রত চ্যাটার্জি । ছবির নাম 'অভিযান' ।

Parambrata directs Soumitra Biopic
Parambrata directs Soumitra Biopic
author img

By

Published : Jan 20, 2020, 6:44 PM IST

কলকাতা : 19 জানুয়ারি 85 বছরে পা দিয়েছেন সৌমিত্র চ্যাটার্জি । এই বিশেষ দিনে বিশেষ ঘোষণা করলেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চ্য়াটার্জি । জানালেন যে, সৌমিত্রর বায়োপিক তৈরি করছেন তিনি । সৌমিত্রের চরিত্রে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত ।

Parambrata directs Soumitra Biopic
এভারগ্রীন

যৌথভাবে এই বায়োপিকের চিত্রনাট্য লিখছেন পরম ও পদ্মলাভ দাশগুপ্ত । পদ্মনাভ আমাদের জানালেন, "জিশু সেনগুপ্তকে দেখা যাবে সৌমিত্রর অল্প বয়সের চরিত্রে । এটা জিশুর কাছেও চ্যালেঞ্জিং বিষয় । কেননা, তিনি 'মহালয়া' ছবিতে উত্তমকুমারের চরিত্রেও অভিনয় করেছেন । আবার এই ছবিতে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন । তবে কোন চরিত্রে জিশু বেশি মানানসই, সে সিদ্ধান্ত দর্শকের হাতে ছেড়ে দেওয়াই ভালো ।"

Parambrata directs Soumitra Biopic
পরিচালক পরম

সৌমিত্রবাবুর জীবনকে নিয়ে ছবি করা মানে বাংলা চলচ্চিত্র দুনিয়ার এক বিরাট ব্যাপ্তিকে তুলে আনা । সেখানে সত্যজিৎ রায় থেকে শুরু করে উত্তমকুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, রবি ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো চরিত্রদেরও থাকার কথা । রবি ঘোষের চরিত্রে কে অভিনয় করবেন, তা নির্ধারিত হয়েছে। পদ্মনাভ জানালেন, "ছবিতে রবি ঘোষের চরিত্রে অভিনয় করার কথা রুদ্রনীল ঘোষের ।"

পদ্মনাভ এটাও জানিয়েছেন, আসন্ন ফেব্রুয়ারি থেকে শুটিং ফ্লোরে যাত্রা শুরু 'অভিযান'এর।

কলকাতা : 19 জানুয়ারি 85 বছরে পা দিয়েছেন সৌমিত্র চ্যাটার্জি । এই বিশেষ দিনে বিশেষ ঘোষণা করলেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চ্য়াটার্জি । জানালেন যে, সৌমিত্রর বায়োপিক তৈরি করছেন তিনি । সৌমিত্রের চরিত্রে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত ।

Parambrata directs Soumitra Biopic
এভারগ্রীন

যৌথভাবে এই বায়োপিকের চিত্রনাট্য লিখছেন পরম ও পদ্মলাভ দাশগুপ্ত । পদ্মনাভ আমাদের জানালেন, "জিশু সেনগুপ্তকে দেখা যাবে সৌমিত্রর অল্প বয়সের চরিত্রে । এটা জিশুর কাছেও চ্যালেঞ্জিং বিষয় । কেননা, তিনি 'মহালয়া' ছবিতে উত্তমকুমারের চরিত্রেও অভিনয় করেছেন । আবার এই ছবিতে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন । তবে কোন চরিত্রে জিশু বেশি মানানসই, সে সিদ্ধান্ত দর্শকের হাতে ছেড়ে দেওয়াই ভালো ।"

Parambrata directs Soumitra Biopic
পরিচালক পরম

সৌমিত্রবাবুর জীবনকে নিয়ে ছবি করা মানে বাংলা চলচ্চিত্র দুনিয়ার এক বিরাট ব্যাপ্তিকে তুলে আনা । সেখানে সত্যজিৎ রায় থেকে শুরু করে উত্তমকুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, রবি ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো চরিত্রদেরও থাকার কথা । রবি ঘোষের চরিত্রে কে অভিনয় করবেন, তা নির্ধারিত হয়েছে। পদ্মনাভ জানালেন, "ছবিতে রবি ঘোষের চরিত্রে অভিনয় করার কথা রুদ্রনীল ঘোষের ।"

পদ্মনাভ এটাও জানিয়েছেন, আসন্ন ফেব্রুয়ারি থেকে শুটিং ফ্লোরে যাত্রা শুরু 'অভিযান'এর।

Intro:বাংলা তথা বিশ্বের অন্যতম কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯ জনুয়ারি ৮৫তে পা রাখলেন কিংবদন্তি। তাঁর জন্মদিন যে সিনেমানুরাগীদের কাছে বিশেষ উদযাপনের দিন, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর জন্মদিনে ইন্ডাস্ট্রির আরেক চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, সৌমিত্রবাবুর বায়োপিক তৈরি করবেন তিনি। অর্থাৎ, পরিচালনার দায়িত্বে থাকবেন। তিনি আর কেউ নন, অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম 'অভিযান'।


Body:অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সমান পারদর্শিতা অর্জন করেছেন পরমব্রত। এমনকী, তিনি একজন সুদক্ষ প্রযোজকও। তবে এই ছবির চিত্রনাট্যের দায়িত্ব এসে পড়েছে পদ্মনাভ দাশগুপ্তর উপরও। পরমব্রত এবং পদ্মনাভ দু'জনে মিলে ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন সম্প্রতি। কথাটা আমাদের জানিয়েছেন পদ্মনাভ নিজেই।

পদ্মনাভ আমাদের বললেন, "সৌমিত্রবাবুর বায়োপিক তৈরি করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই ছবির পরিচালক তিনি। পরম এবং আমি দু'জনে মিলে ছবির চিত্রনাট্য লিখেছি।"

কাকে দেখা যাবে সৌমিত্রর চরিত্রে? উত্তরে পদ্মনাভ বললেন, "জিশু সেনগুপ্তকে দেখা যাবে সৌমিত্রর অল্প বয়সে।" এটা জিশুর কাছেও চ্যালেঞ্জিং বিষয়। কেননা, তিনি মহানায়ক ছবিতে উত্তমকুমারের চরিত্রেও অভিনয় করেছেন। আবার এই ছবিতে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন। কোন চরিত্রে জিশু বেশি মানানসই, সে সিদ্ধান্ত দর্শকের হাতে ছেড়ে দেওয়াই ভালো।




Conclusion:সৌমিত্রবাবুর জীবনকে নিয়ে ছবি করা মানে বাংলা চলচ্চিত্রের বিরাট ব্যাপ্তিকে তুলে আনা। সেখানে সত্যজিৎ রায় থেকে শুরু করে উত্তমকুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, রবি ঘোষ, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো চরিত্রগুলিরও থাকার কথা। যদিও এখনও পর্যন্ত শুধুমাত্র রবি ঘোষের চরিত্রে কে অভিনয় করবেন, তা মোটামুটি নির্ধারিত হয়েছে। পদ্মনাভ জানিয়েছেন, "ছবিতে রবি ঘোষের চরিত্রে অভিনয় করার কথা রুদ্রনীল ঘোষের।" তিনি এও জানিয়েছেন, আসন্ন ফেব্রুয়ারি থেকেই শুটিং ফ্লোরে যাত্রা শুরু 'অভিযান'এর।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.