ETV Bharat / sitara

ইমনের কণ্ঠে 'নয়ন তোমারে'

আমাদের অনেকের মতো 'নয়ন তোমারে' গানটি ইমনেরও ভীষণ প্রিয় । তবে ইমনের আগেও অনেক শিল্পী এই গানটি গেয়েছেন । তাঁদের মধ্যে সায়ন অর্ণবের গাওয়া ভার্শনটি খুব জনপ্রিয় হয়েছে সাম্প্রতিক কালে ।

Iman chakrabarty latest news
Iman chakrabarty latest news
author img

By

Published : Aug 20, 2020, 9:18 PM IST

কলকাতা : আজ সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর একটি গান প্রকাশ্যে এল । গানটি রবি ঠাকুরের, 'নয়ন তোমারে' । আর কে না জানে, ইমনের গলায় রবীন্দ্রসংগীত কতখানি ফুটে ওঠে । তবে এই সময় কেন এই গানটিকেই মিউজ়িক ভিডিয়োর জন্য বেছে নিলেন শিল্পী ? ETV ভারত সিতারাকে জানালেন ইমন ।


আমাদের অনেকের মতো 'নয়ন তোমারে' গানটি ইমনেরও ভীষণ প্রিয় । তবে ইমনের আগেও অনেক শিল্পী এই গানটি গেয়েছেন । তাঁদের মধ্যে সায়ন অর্ণবের গাওয়া ভার্শনটি খুব জনপ্রিয় হয়েছে সাম্প্রতিক কালে ।

এই বাদলা দিনে লকডাউনের মধ্যে এই গানটি কেন বাছলেন ইমন ? উত্তরে তাঁর জবাব, "এই মুহূর্তে একটা অদ্ভুত মন খারাপের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি । এই গানে একটা মন খারাপ রয়েছে । তবে রবীন্দ্রনাথের কোনও গানেই মন খারাপ প্রাধান্য পায় না । সেখানে সব কিছু পেরিয়ে একটা উত্তরণের পথ তিনি দেখান । এই গানে বলা হয়েছে, তুমি আমার মনে মনে রয়েছ, নয়নে নয়নে রয়েছ, চোখের সামনে আমি তোমায় দেখতে নাই পেলাম । এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি । সেই জন্যই এই গানটাই বাছলাম ।"

Iman chakrabarty latest news
.
গানটি আজই ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউজ় থেকে মুক্তি পেয়েছে । গানটির অ্যারেঞ্জমেন্ট করেছেন নীলাঞ্জন ঘোষ, ভিডিয়ো করেছেন শুভদীপ ।

কলকাতা : আজ সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর একটি গান প্রকাশ্যে এল । গানটি রবি ঠাকুরের, 'নয়ন তোমারে' । আর কে না জানে, ইমনের গলায় রবীন্দ্রসংগীত কতখানি ফুটে ওঠে । তবে এই সময় কেন এই গানটিকেই মিউজ়িক ভিডিয়োর জন্য বেছে নিলেন শিল্পী ? ETV ভারত সিতারাকে জানালেন ইমন ।


আমাদের অনেকের মতো 'নয়ন তোমারে' গানটি ইমনেরও ভীষণ প্রিয় । তবে ইমনের আগেও অনেক শিল্পী এই গানটি গেয়েছেন । তাঁদের মধ্যে সায়ন অর্ণবের গাওয়া ভার্শনটি খুব জনপ্রিয় হয়েছে সাম্প্রতিক কালে ।

এই বাদলা দিনে লকডাউনের মধ্যে এই গানটি কেন বাছলেন ইমন ? উত্তরে তাঁর জবাব, "এই মুহূর্তে একটা অদ্ভুত মন খারাপের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি । এই গানে একটা মন খারাপ রয়েছে । তবে রবীন্দ্রনাথের কোনও গানেই মন খারাপ প্রাধান্য পায় না । সেখানে সব কিছু পেরিয়ে একটা উত্তরণের পথ তিনি দেখান । এই গানে বলা হয়েছে, তুমি আমার মনে মনে রয়েছ, নয়নে নয়নে রয়েছ, চোখের সামনে আমি তোমায় দেখতে নাই পেলাম । এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি । সেই জন্যই এই গানটাই বাছলাম ।"

Iman chakrabarty latest news
.
গানটি আজই ইমন চক্রবর্তী প্রোডাকশন হাউজ় থেকে মুক্তি পেয়েছে । গানটির অ্যারেঞ্জমেন্ট করেছেন নীলাঞ্জন ঘোষ, ভিডিয়ো করেছেন শুভদীপ ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.