কলকাতা : কথা ছিল বলিউডের অভিনেত্রী সায়নী গুপ্ত এবং আবির চট্টোপাধ্যায় জুটি হিসেবে অভিনয় করবেন অরিন্দম শীলের ছবি 'খেলা যখন'-এ। সেই সময় ঠিক ছিল ছবিটি প্রযোজনা করবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। কিন্তু পরিবর্তন আসে প্রধান কাস্টিংয়ে। সায়নী গুপ্তর জায়গায় মিমি চক্রবর্তীকে চরিত্রটি অফার করা হয়। চরিত্রটির নাম উর্মী।
এই ছবিটি নিয়ে শুরু থেকেই খুব উচ্ছ্বসিত ছিলেন অরিন্দম শীল। কিন্তু আরও কিছু পরিবর্তন আসে। উর্মীর স্বামীর চরিত্রে অভিনয় করার কথা আবির চট্টোপাধ্যায়ের। সেই অফারটি যায় অনির্বাণ ভট্টাচার্যর কাছে। সঙ্গে সঙ্গে প্রযোজনা থেকে পিছিয়ে যায় SVF। খোঁজ শুরু হয় নতুন প্রযোজকের। এখন 'খেলা যখন'এর প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রডাকশনস। আগামী জানুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং।
অরিন্দম প্রথম থেকেই জানিয়েছিলেন মিমি ছবি না করলে তিনিও ছবিটি বানাবেন না। ভেঙ্কটেশ যখন প্রযোজনা থেকে সরে আসে, মন ভেঙে যায় মিমির। কিন্তু ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে ছবিটি শুটিং যখন আবার শুরু হচ্ছে, স্বাভাবিকভাবেই মিমি উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। তিনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ছবির ওয়ার্কশপ।