কলকাতা : মাঘ মাস পড়তে না পড়তেই ফের শুরু হল শীতকালীন বিয়ের দ্বিতীয় সিজ়ন। আর সেই সিজ়ন শুরু হল সেলেব্রিটি বিয়ের গুড নিউজ় দিয়ে। বিয়ে করলেন অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায়।
টলিউডের হ্যাপি কাপলদের মধ্যে অন্যতম দীপঙ্কর ও দোলন। বয়েসের ব্যবধান থাকা সত্ত্বেও, দীর্ঘদিন প্রেমের বন্ধনে আবদ্ধ রয়েছেন তাঁরা। ছিলেন লিভ-ইন রিলেশনশিপে । তবে এবার এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন দু'জনে। খুব ঘরোয়া পরিবেশে, কাছের বন্ধু বান্ধবদের উপস্থিতিতে এক রোস্তোরাঁয় রেজিস্ট্রি করলেন দোলন-দীপঙ্কর।
বিয়েতে সাদা পাঞ্জাবি ও ধুতি পরেছিলেন দীপঙ্কর, দোলন পড়েছিলেন লাল টুকটুকে বেনারসি । বিয়েতে উপস্থিত ছিলেন মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব সৌমিত্র মিত্র, এবং পরিবারের কাছের কিছু মানুষ ।
ETV ভারত সিতারার তরফ থেকে দোলনের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন যে, "আমি চাইনি খবরটা ছড়িয়ে যাক । তাও জানাজানি হয়ে গেল ।"
ETV ভারত সিতারার পক্ষ থেকে দোলন আর দীপঙ্করের জন্য রইল অনেক শুভেচ্ছা।