ETV Bharat / sitara

শ্রীলেখা আরও অনেকের নাম নেয়নি, হয়তো ভুলে গেছে : অনীক দত্ত

author img

By

Published : Jun 20, 2020, 5:45 PM IST

এই ইন্ডাস্ট্রি থেকে অনেক না পাওয়া শ্রীলেখা মিত্রর । আর সেই না পাওয়ার কথা বলতে গিয়ে তিনি একাধিক বড় তারকাদের বিরুদ্ধে আঙুল তুলেছেন, ইন্ডাস্ট্রিতে ক্ষমতা বা সম্পর্কের জোরে হওয়া অন্যায়গুলোর কথা সামনে এনেছেন । পাশে পেলেন পরিচালক অনীক দত্তকে ।

Anik Dutta on Sreelekha Mitra
Anik Dutta on Sreelekha Mitra

কলকাতা : 17 জুন রাত 10টায় লাইভে এসে অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই ইন্ডাস্ট্রিতে তাঁর কিছু তিক্তকথা অভিজ্ঞতার কথা বলেন । সরাসরি অভিযোগ তোলেন বাংলা বিনোদন জগতের স্বনামধন্যদের বিরুদ্ধে । কে নেই সেই তালিকায় ? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রযোজক অশোক ধানুকা থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, সৌকর্য ঘোষাল...। শ্রীলেখার অভিযোগ, ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে নানাভাবে বঞ্চিত করেছে বাংলা ছবির জগত । এমনকি ধারাবাহিকেও কোণঠাসা হতে হয়েছে তাঁকে । অভিযোগ, তিনি ইন্ডাস্ট্রির কারও প্রেমিকা নন, কারও তাবেদারি করেননি বলেই এই পরিণতি । এসব শুনে পরিচালক অনীক দত্তর কী মতামত ? জানালেন ETV ভারত সিতারাকে ।


অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বিস্ফোরক হয়ে ওঠেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । অনীক বললেন, "এসব সবারই জানা, সবাই জানে । শ্রীলেখা আগেও এই কথা বলেছে । হয়তো লাইভ করে এভাবে বলেনি, কিন্তু খোলাখুলি অনেকবারই বলেছে । আরও অনেকের নাম নেয়নি, ভুলে গেছে । আরও অনেকের নাম নিয়ে তাদের শুইয়ে দেওয়া যায় । এরকম নাম আমিও জানি । অনেক সাংবাদিকদেরও নাম জানি । যদি নামগুলো বলি, পালানোর পথ পাবে না । এই কেচ্ছা কীর্তিতে আমার কোনও আগ্রহ নেই । তারা খুব ভালো করে জানে যে আমি অভিনয় করতে পারি না ।"

আরও পড়ুন : 'অন্নদাতা' সুপারহিট হওয়ার পরেও বুম্বাদা ডাকেনি : বিস্ফোরক শ্রীলেখা

অনীকের প্রথম ছবি 'ভূতের ভবিষ্যৎ'এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীলেখা । তারপর পরিচালকে 'আশ্চর্য প্রদীপ' বা 'বরুণবাবুর বন্ধু' ছবিতে অভিনয় করেছেন তিনি । অনীক বলেন, "শ্রীলেখা খুব ভালো অভিনেত্রী । কীসের জন্যে রোল পায়নি, কম্প্রমাইজ় করেনি বলে পায়নি, সেটা আমি জানি না । তবে আমি ওঁকে 'আশ্চর্য প্রদীপ'-এ খুব কমপ্লেক্স একটি চরিত্রে নিয়েছিলাম, যেটা সবার দ্বারা হত না । 'ভূতের ভবিষ্যৎ'র একটা খুব ছোট্ট রোল করেছিল । তাতেই আমি দেখেছিলাম ও খুব ভালো । একবারেই টেক ওকে করে দিয়েছিল ।"


টলিউডে নেপোটিজ়ম নিয়ে শ্রীলেখার আগে সেভাবে কেউ কথা বলেননি, নাম উল্লেখ করে তো একেবারেই বলেননি । সেই সাহসী মানুষগুলোকে খুঁজছেন শ্রীলেখা, যাঁরা তাঁর মতো সবার সামনে সত্যিটা বলতে পারেন ।

কলকাতা : 17 জুন রাত 10টায় লাইভে এসে অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই ইন্ডাস্ট্রিতে তাঁর কিছু তিক্তকথা অভিজ্ঞতার কথা বলেন । সরাসরি অভিযোগ তোলেন বাংলা বিনোদন জগতের স্বনামধন্যদের বিরুদ্ধে । কে নেই সেই তালিকায় ? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রযোজক অশোক ধানুকা থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, সৌকর্য ঘোষাল...। শ্রীলেখার অভিযোগ, ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে নানাভাবে বঞ্চিত করেছে বাংলা ছবির জগত । এমনকি ধারাবাহিকেও কোণঠাসা হতে হয়েছে তাঁকে । অভিযোগ, তিনি ইন্ডাস্ট্রির কারও প্রেমিকা নন, কারও তাবেদারি করেননি বলেই এই পরিণতি । এসব শুনে পরিচালক অনীক দত্তর কী মতামত ? জানালেন ETV ভারত সিতারাকে ।


অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বিস্ফোরক হয়ে ওঠেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র । অনীক বললেন, "এসব সবারই জানা, সবাই জানে । শ্রীলেখা আগেও এই কথা বলেছে । হয়তো লাইভ করে এভাবে বলেনি, কিন্তু খোলাখুলি অনেকবারই বলেছে । আরও অনেকের নাম নেয়নি, ভুলে গেছে । আরও অনেকের নাম নিয়ে তাদের শুইয়ে দেওয়া যায় । এরকম নাম আমিও জানি । অনেক সাংবাদিকদেরও নাম জানি । যদি নামগুলো বলি, পালানোর পথ পাবে না । এই কেচ্ছা কীর্তিতে আমার কোনও আগ্রহ নেই । তারা খুব ভালো করে জানে যে আমি অভিনয় করতে পারি না ।"

আরও পড়ুন : 'অন্নদাতা' সুপারহিট হওয়ার পরেও বুম্বাদা ডাকেনি : বিস্ফোরক শ্রীলেখা

অনীকের প্রথম ছবি 'ভূতের ভবিষ্যৎ'এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীলেখা । তারপর পরিচালকে 'আশ্চর্য প্রদীপ' বা 'বরুণবাবুর বন্ধু' ছবিতে অভিনয় করেছেন তিনি । অনীক বলেন, "শ্রীলেখা খুব ভালো অভিনেত্রী । কীসের জন্যে রোল পায়নি, কম্প্রমাইজ় করেনি বলে পায়নি, সেটা আমি জানি না । তবে আমি ওঁকে 'আশ্চর্য প্রদীপ'-এ খুব কমপ্লেক্স একটি চরিত্রে নিয়েছিলাম, যেটা সবার দ্বারা হত না । 'ভূতের ভবিষ্যৎ'র একটা খুব ছোট্ট রোল করেছিল । তাতেই আমি দেখেছিলাম ও খুব ভালো । একবারেই টেক ওকে করে দিয়েছিল ।"


টলিউডে নেপোটিজ়ম নিয়ে শ্রীলেখার আগে সেভাবে কেউ কথা বলেননি, নাম উল্লেখ করে তো একেবারেই বলেননি । সেই সাহসী মানুষগুলোকে খুঁজছেন শ্রীলেখা, যাঁরা তাঁর মতো সবার সামনে সত্যিটা বলতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.