ETV Bharat / sitara

'সিজ়ন গ্রিটিংস'-এর প্রথম পোস্টার সামনে আনছেন বিগ বি

রামকমল মুখোপাধ্যায়র পরবর্তী ছবি 'সিজ়ন গ্রিটিংস'-এর ফার্স্টলুক প্রকাশ করবেন স্বয়ং অমিতাভ বচ্চন। ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করা এই ছবি। লুক প্রকাশের আগে ঋতুপর্ণ ঘোষকে নিয়ে কয়েকটি কথা বললেন অমিতাভ, রেকর্ড করলেন বিশেষ ভিডিয়ো।

অমিতাভ বচ্চন
author img

By

Published : Aug 29, 2019, 1:50 PM IST

কলকাতা : ঋতুপর্ণর ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে, অর্থাৎ অগাস্ট মাসের ৩১ তারিখ 'সিজন গ্রিটিংস'-এর প্রথম লুক প্রকাশ করতে চলেছেন অমিতাভ বচ্চন। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সেলিনা জেটলি ও লিলেট দুবে। থাকবেন শ্রী ঘটক, প্রথম রূপান্তরকামী, যাঁকে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন ও রামকমল মুখোপাধ্যায়

পরিচালক রামকমল বললেন, "ভারতবর্ষের আইকন অমিতাভ বচ্চন আমাদের ছবির প্রথম লুক প্রকাশ্যে আনছেন, এটা আমাদের জন্য খুবই স্পেশাল। আমি অমিতজির কাছে গিয়েছিলাম, কারণ তিনি ঋতুর সঙ্গে 'দ্য লাস্ট লিয়ার' ছবিতে কাজ করেছিলেন, যেটি 'আজকের শাহজাহান' নাটক থেকে অনুপ্রাণিত। একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতার সম্পর্কে যখন অমিতজির মতো একজন আইকন কথা বলেন, তখন অবশ্যই তাঁর একটা বিশেষ জায়গা থাকে।"

অমিতাভ বচ্চন
শুটিংয়ে ব্যস্ত সেলিনা ও লিলেট...

'সিজ়ন গ্রিটিংস' প্রথম ভারতীয় ফিচার ছবি যেটা ইউনাইটেড নেশনসের সঙ্গে হাত মিলিয়েছে। ছবিতে মা ও মেয়ের সম্পর্ককে দেখানো হয়েছে। এছাড়া গল্পে আরও অনেক টুইস্ট থাকবে। পুরো ছবির শুটিং কলকাতাতেই হয়েছে। কুমার শানুর ছেলে জান কুমার শানু এই ছবির মাধ্যমেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে ডেবিউ করতে চলেছেন। এছাড়াও দৃষ্টিহীন ভোকালিস্ট সায়নী পালিত যুক্ত রয়েছেন এই ছবির সঙ্গে।

অমিতাভ বচ্চন
শুটিং ফ্লোরে...

লুক প্রকাশের আগে ঋতুপর্ণর স্মরণে কয়েকটি কথা বলে একটি বিশেষ ভিডিয়ো রেকর্ড করলেন অমিতাভ বচ্চন। ETV ভারত সিতারার কাছে এল সেই ভিডিয়ো...

শুনে নিন অমিতাভের বক্তব্য...

কলকাতা : ঋতুপর্ণর ৫৬তম জন্মদিন উপলক্ষ্যে, অর্থাৎ অগাস্ট মাসের ৩১ তারিখ 'সিজন গ্রিটিংস'-এর প্রথম লুক প্রকাশ করতে চলেছেন অমিতাভ বচ্চন। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সেলিনা জেটলি ও লিলেট দুবে। থাকবেন শ্রী ঘটক, প্রথম রূপান্তরকামী, যাঁকে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন ও রামকমল মুখোপাধ্যায়

পরিচালক রামকমল বললেন, "ভারতবর্ষের আইকন অমিতাভ বচ্চন আমাদের ছবির প্রথম লুক প্রকাশ্যে আনছেন, এটা আমাদের জন্য খুবই স্পেশাল। আমি অমিতজির কাছে গিয়েছিলাম, কারণ তিনি ঋতুর সঙ্গে 'দ্য লাস্ট লিয়ার' ছবিতে কাজ করেছিলেন, যেটি 'আজকের শাহজাহান' নাটক থেকে অনুপ্রাণিত। একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতার সম্পর্কে যখন অমিতজির মতো একজন আইকন কথা বলেন, তখন অবশ্যই তাঁর একটা বিশেষ জায়গা থাকে।"

অমিতাভ বচ্চন
শুটিংয়ে ব্যস্ত সেলিনা ও লিলেট...

'সিজ়ন গ্রিটিংস' প্রথম ভারতীয় ফিচার ছবি যেটা ইউনাইটেড নেশনসের সঙ্গে হাত মিলিয়েছে। ছবিতে মা ও মেয়ের সম্পর্ককে দেখানো হয়েছে। এছাড়া গল্পে আরও অনেক টুইস্ট থাকবে। পুরো ছবির শুটিং কলকাতাতেই হয়েছে। কুমার শানুর ছেলে জান কুমার শানু এই ছবির মাধ্যমেই প্লেব্যাক সিঙ্গার হিসেবে ডেবিউ করতে চলেছেন। এছাড়াও দৃষ্টিহীন ভোকালিস্ট সায়নী পালিত যুক্ত রয়েছেন এই ছবির সঙ্গে।

অমিতাভ বচ্চন
শুটিং ফ্লোরে...

লুক প্রকাশের আগে ঋতুপর্ণর স্মরণে কয়েকটি কথা বলে একটি বিশেষ ভিডিয়ো রেকর্ড করলেন অমিতাভ বচ্চন। ETV ভারত সিতারার কাছে এল সেই ভিডিয়ো...

শুনে নিন অমিতাভের বক্তব্য...
Intro:রামকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি 'সিজন গ্রিটিংস'এর প্রথম লুক প্রবাদ প্রকাশ করবেন অমিতাভ বচ্চন। অমিতাভ একান্তভাবে কথা বললেন 'সিজন গ্রিটিংস' সম্পর্কে।


Body:প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে ছবিটি উৎসর্গ করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ঋতুপর্ণর ৫৬তম জন্মদিন উপলক্ষে, অর্থাৎ অগাস্টের ৩১ তারিখ সিজন গ্রিটিংসের প্রথম লুক প্রকাশ করবেন সকলের প্রিয় অমিতাভ বচ্চন।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সেলিনা জেটলি এবং লিলিট ডুবে। রয়েছেন শ্রী ঘটক, তিনিই প্রথম রূপান্তরকামী যাঁকে হিন্দি ছবিতে দেখা যাবে। ছবিতে ডেবিউ করেছেন অভিনেতা আজহার খান। কলকাতার লোকেশন তৈরি হয়েছে ছবিটি। মা ও মেয়ের সম্পর্ককে দেখান হবে। গল্পে টুইস্টও আছে। ছবির প্রযোজক অরিত্র দাস এবং শৈলেন্দ্র কুমার। ছবিটি যেই ব্যানারে মুক্তি পাচ্ছে সেটি অ্যাসর্টেড মোশন পিকচারস এবং SS1 এন্টারটেনমেন্ট। এই ছবিতে আরও একজন ডেবিউ করেছেন। বিখ্যাত গায়ক কুমার শানুর পুত্র জান কুমার সানু ছবিতে প্লেব্যাক করেছেন। দৃষ্টিহীন ভোকালিস্ট সায়নী পালিত কাজ করেছেন ছবির সঙ্গে রয়েছেন। ডেবিউ করেছেন শর্বাণী মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহার করা হয়েছে ছবিতে এবং সেটি কম্পোজ করেছেন শৈলেন্দ্র এবং সায়ন্তী।

এই ছবিটি ভারতবর্ষের প্রথম ফিচার ছবি, যেটি ইউনাইটেড নেশনের সঙ্গে হাত মিলিয়েছে। যাতে সেটিকে LGBTQIA কারণের জন্য ফ্রি এবং ইকুয়াল করা যায়।

নিজের ব্যস্ততম সিডিউল থেকে সময় বের করে শুধু যে ছবির প্রথম লুক প্রকাশ করছেন অমিতাভ তা নয়, তিনি রামকমল ও তাঁর গোটা টিমকে উৎসাহ দিতে একটি বিশেষ ভিডিও রেকর্ড করেছেন।

পরিচালক রামকমল মুখোপাধ্যায় বলেছেন, "ভারতবর্ষের আইকন অমিতাভ বচ্চন আমাদের ছবির প্রথম লুক প্রকাশ্যে আনছেন, এটা আমাদের জন্য বিশেষ মুহূর্ত। আমি অমিতজির কাছে গিয়েছিলাম, কারণ তিনি ঋতুর সঙ্গে 'দা লাস্ট লিয়ার' ছবিতে কাজ করেছিলেন, যেটি 'আজকের সাজাহান' নাটক থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল। একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতার সম্পর্কে যখন অমিতজির মতো একজন আইকন কথা বলেন, তখন তার একটা বিশেষ জায়গা থাকে।"

সোশ্যাল মিডিয়ার ক্ষমতা সম্পর্কেও আশাবাদী পরিচালক রামকমল। বললেন, "পাঁচ দশক জুড়ে অমিতজির কিছু জেনুইন ভক্ত রয়েছে। তিনি ভালো সিনেমা এবং ভালো সাহিত্যকে সব সময় এগিয়ে রাখেন সেটা আমাদের সকলেরই জানা। আমরা এখন ডিজিটাল দুনিয়ায় বাস করছি। ডিজিটাল রেভলিউশন হচ্ছে। তাই এই প্রথম লোক ডিজিটাল প্লাটফর্মে প্রথম সামনে আসবে।"

ছবির প্রযোজক এবং সঙ্গীত পরিচালক শৈলেন্দ্র কুমার বললেন, "আমি কিশোরকুমারের ভক্ত এবং অমিতাভ বচ্চনের ছবি দেখে বড় হয়েছি। অমিতজির ছবির সবক'টি ব্লকবাস্টার গান আমার মুখস্থ। রামদা যখন বললেন, যে অমিতজি আমাদের ছবির পোস্টার রিলিজ করছেন, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম মজা করছেন।"






Conclusion:ভিডিওতে শুনুন অমিতাভ বচ্চন কী বললেন :
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.