ETV Bharat / sitara

Vijay Sethupathi on Merry Christmas : ক্যাটরিনার সঙ্গে কাজ এবং 'মেরি ক্রিসমাস' ছবির গল্প নিয়ে মুখ খুললেন বিজয় - Vijay Sethupathi opens up on Katrina and Sriram Raghavan

দ্বিতীয় পর্বের শ্যুটিংয়ের আগে ক্যাটরিনার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল তা জানালেন বিজয় সেতুপতি ৷ মুখ খুললেন ছবির গল্প এবং পরিচালক রাঘবন প্রসঙ্গেও (Vijay Sethupathi opens up on Katrina and Sriram Raghavan) ৷

Vijay Sethupathi on Merry Christmas
ক্যাটরিনার সঙ্গে কাজ এবং 'মেরি ক্রিসমাস' ছবির গল্প নিয়ে মুখ খুললেন বিজয়
author img

By

Published : Mar 22, 2022, 3:44 PM IST

হায়দরাবাদ, 22 মার্চ: নিজের নতুন ছবি 'মেরি ক্রিসমাস'-এ দক্ষিণী সুপারস্টার সঙ্গে বিজয় সেতুপতির সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য় শ্রীরাম রাঘবন বেছে নিয়েছেন বলিসুন্দরী ক্য়াটরিনা কাইফকে ৷ এবার ছবির দ্বিতীয় পর্যায়ের শ্যুটিং শুরুর আগে ক্যাটরিনার সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন বিজয় ৷ বিজয় জানিয়েছেন, ক্য়াটরিনা তাঁর অভিনয়ের ক্রাফটের প্রতি ভীষণ প্রতিশ্রুতিবদ্ধ (Vijay Sethupathi on working with Katrina Kaif)৷

ছবির দ্বিতীয় পর্বের কাজ এখনও শুরু করেনি মেরি ক্রিসমাস টিম ৷ তবে একটি ওয়েবলয়েডের সঙ্গে কথা বলতে গিয়ে বিজয় জানিয়েছেন, পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করতে পারা তাঁর কাছে 'পুরস্কার লাভ'-এর মত ৷ জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালকের সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি আরও জানান, রাঘবন খুব ভালই জানেন তিনি ঠিক কী চান আর তিনি এও জানেন, অভিনেতার কাছ থেকে কীভাবে তা বের করে নিতে হবে ৷ মেরি ক্রিসমাস ছবির গল্প নিয়ে কথা বলতে গিয়ে বিজয়ের বক্তব্য, "এই ছবি আমি এখনও পর্যন্ত যা করছি তার তুলনায় একেবারে আলাদা ৷"

আরও পড়ুন : এবার আইকনিক হাওড়া ব্রিজের পাশেই ছবির প্রচারে রাজামৌলির 'আরআরআর' টিম

ক্য়াটের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিশদে বলতে গিয়ে বিজয় বলেন, "ওঁর সঙ্গে কাজ করে খুবই ভাল লেগেছে । উনি পেশাদার এবং নিজের অংশে খুব প্রতিশ্রুতিবদ্ধ ।" ইতিমধ্যের তামিল এবং তেলেগু ভাষার ছবির সঙ্গে সঙ্গে হিন্দি ছবিতেও কাজ শুরু করেছেন বিজয় ৷ কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছে 'মুম্বইকার' ছবিতে ৷ এছাড়া শাহিদ কাপুরের সঙ্গে ওটিটিতেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি ৷

হায়দরাবাদ, 22 মার্চ: নিজের নতুন ছবি 'মেরি ক্রিসমাস'-এ দক্ষিণী সুপারস্টার সঙ্গে বিজয় সেতুপতির সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য় শ্রীরাম রাঘবন বেছে নিয়েছেন বলিসুন্দরী ক্য়াটরিনা কাইফকে ৷ এবার ছবির দ্বিতীয় পর্যায়ের শ্যুটিং শুরুর আগে ক্যাটরিনার সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন বিজয় ৷ বিজয় জানিয়েছেন, ক্য়াটরিনা তাঁর অভিনয়ের ক্রাফটের প্রতি ভীষণ প্রতিশ্রুতিবদ্ধ (Vijay Sethupathi on working with Katrina Kaif)৷

ছবির দ্বিতীয় পর্বের কাজ এখনও শুরু করেনি মেরি ক্রিসমাস টিম ৷ তবে একটি ওয়েবলয়েডের সঙ্গে কথা বলতে গিয়ে বিজয় জানিয়েছেন, পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করতে পারা তাঁর কাছে 'পুরস্কার লাভ'-এর মত ৷ জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালকের সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি আরও জানান, রাঘবন খুব ভালই জানেন তিনি ঠিক কী চান আর তিনি এও জানেন, অভিনেতার কাছ থেকে কীভাবে তা বের করে নিতে হবে ৷ মেরি ক্রিসমাস ছবির গল্প নিয়ে কথা বলতে গিয়ে বিজয়ের বক্তব্য, "এই ছবি আমি এখনও পর্যন্ত যা করছি তার তুলনায় একেবারে আলাদা ৷"

আরও পড়ুন : এবার আইকনিক হাওড়া ব্রিজের পাশেই ছবির প্রচারে রাজামৌলির 'আরআরআর' টিম

ক্য়াটের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিশদে বলতে গিয়ে বিজয় বলেন, "ওঁর সঙ্গে কাজ করে খুবই ভাল লেগেছে । উনি পেশাদার এবং নিজের অংশে খুব প্রতিশ্রুতিবদ্ধ ।" ইতিমধ্যের তামিল এবং তেলেগু ভাষার ছবির সঙ্গে সঙ্গে হিন্দি ছবিতেও কাজ শুরু করেছেন বিজয় ৷ কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছে 'মুম্বইকার' ছবিতে ৷ এছাড়া শাহিদ কাপুরের সঙ্গে ওটিটিতেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.