ETV Bharat / sitara

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়, মিরাকলের ভরসায় চিকিৎসকরা

author img

By

Published : Nov 14, 2020, 5:29 PM IST

Updated : Nov 14, 2020, 7:37 PM IST

প্রায় 40 দিন ধরে হাসপাতালে বিছানায় শুয়ে লড়াই করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁকে সুস্থ করে তুলতে কোনও খামতি রাখছেন না মেডিকেল টিম । তবে তাঁরাও এবার আশা হারাচ্ছেন একটু একটু করে । ডাক্তার অরিন্দম কর জানালেন, "একমাত্র মীরাকল পারে সৌমিত্রবাবুকে সুস্থ করে তুলতে..."

Soumitra chatterjee not responding
Soumitra chatterjee not responding

কলকাতা : চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায় । বিকেলের মেডিকেল বুলেটিনে এমনটাই জানানো হল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে । প্রায় চল্লিশ দিন ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে সৌমিত্রর । কখনও শোনা গেছে একটু ভালো আছেন, কখনও শোনা গেছে তাঁর শারীরিক অবনতির কথা । তবে এবার তাবড় ডাক্তারদের কপালেও চিন্তার ভাঁজ । কারণ কোনও থেরাপিই আর কাজ করছে না অভিনেতার উপর ।



চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে গত 6 অক্টোবর থেকে 85 বছর বয়সি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে । চিকিৎসক বলেন, "গত 24 ঘণ্টা ধরে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা ভালো নেই । বিভিন্ন ধরনের লাইফ সাপোর্টের মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলার জন্য আমাদের চেষ্টা চলছে । তবে চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্রবাবু । খুব সংকটে রয়েছেন তিনি ।"

"একমাত্র মিরাকলই পারে সৌমিত্রবাবুকে সুস্থ করে তুলতে", যোগ করেছেন অরিন্দম ।

আরও পড়ুন : শারীরিক অবস্থার অবনতি, হার্টের অবস্থা ভালো নয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের

গতকাল অর্থাৎ শুক্রবার রাতে অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে বেসরকারি ওই হাসপাতাল থেকে জানানো হয়েছিল, বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে । তাঁর পরিস্থিতি ভালো নয় । নিউরোলজিকাল সমস্যার কারণে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে । সিটি স্ক্যান করে সমস্যা খোঁজার চেষ্টা করা হয়েছে । তবে, তাঁর EEG করে দেখা গিয়েছে ব্রেন খুব সামান্য পরিমাণে কাজ করছে । সৌমিত্র হার্টের অবস্থাও ভালো নয় জানিয়েছিলেন চিকিৎসকেরা ।

আজও সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা । তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পরিবারের সদস্যদের জানানো হচ্ছে । তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন তার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

কলকাতা : চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায় । বিকেলের মেডিকেল বুলেটিনে এমনটাই জানানো হল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে । প্রায় চল্লিশ দিন ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে সৌমিত্রর । কখনও শোনা গেছে একটু ভালো আছেন, কখনও শোনা গেছে তাঁর শারীরিক অবনতির কথা । তবে এবার তাবড় ডাক্তারদের কপালেও চিন্তার ভাঁজ । কারণ কোনও থেরাপিই আর কাজ করছে না অভিনেতার উপর ।



চিকিৎসক অরিন্দম করের অধীনে মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে গত 6 অক্টোবর থেকে 85 বছর বয়সি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে । চিকিৎসক বলেন, "গত 24 ঘণ্টা ধরে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা ভালো নেই । বিভিন্ন ধরনের লাইফ সাপোর্টের মাধ্যমে তাঁকে সুস্থ করে তোলার জন্য আমাদের চেষ্টা চলছে । তবে চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্রবাবু । খুব সংকটে রয়েছেন তিনি ।"

"একমাত্র মিরাকলই পারে সৌমিত্রবাবুকে সুস্থ করে তুলতে", যোগ করেছেন অরিন্দম ।

আরও পড়ুন : শারীরিক অবস্থার অবনতি, হার্টের অবস্থা ভালো নয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের

গতকাল অর্থাৎ শুক্রবার রাতে অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে বেসরকারি ওই হাসপাতাল থেকে জানানো হয়েছিল, বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে । তাঁর পরিস্থিতি ভালো নয় । নিউরোলজিকাল সমস্যার কারণে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে । সিটি স্ক্যান করে সমস্যা খোঁজার চেষ্টা করা হয়েছে । তবে, তাঁর EEG করে দেখা গিয়েছে ব্রেন খুব সামান্য পরিমাণে কাজ করছে । সৌমিত্র হার্টের অবস্থাও ভালো নয় জানিয়েছিলেন চিকিৎসকেরা ।

আজও সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা । তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পরিবারের সদস্যদের জানানো হচ্ছে । তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন তার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

Last Updated : Nov 14, 2020, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.