কলকাতা : টলিউডের প্রযোজক রমেশ সিংহলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হল বাঁশদ্রোনি থানায় । অভিযোগটি করেন তারই একটি জনপ্রিয় বাংলা ছবির প্রচারের কাজ করা PR এজেন্সির মহিলা কর্ণধার অতসী ভৌমিক ।
অতসীর অভিযোগ, একটি জনপ্রিয় বাংলা ছবির প্রযোজক রমেশ সিংহল তাঁর ছবির প্রচারের জন্য তাঁর PR সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন । কাজ মিটে যাওয়ার পরও বকেয়া ফেরত দেননি তিনি । 5 লাখ 72 হাজার টাকা বাকি ।
আরও পড়ুন : ঘরে আটকে কাটারি দিয়ে খুনের চেষ্টা করে রমেশ : অতসী
গতকাল বেলা 1 টার সময় নিজের বাঁশদ্রোনির অফিস থেকে বেরিয়ে রমেশের বাড়ি যান অতসী । সেখানে গিয়ে বকেয়ারদাবি করতেই রমেশ এবং তার 3 শাগরেদ তাঁর উপর চড়াও হন । তার কাঁধ চেপে ধরে কানের পাশে কাটারি রাখেন তাঁরা । বলেন, এরপর এই নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে । প্রাণভয়ে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন অতসী । ফোন করেন তাঁর স্বামীকে ।
আজ রমেশ সিংহল সহ মোট 4 জনের বিরূদ্ধে বাঁশদ্রোনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অতসী ।