ETV Bharat / sitara

কাটারি দিয়ে খুনের চেষ্টা, অভিযোগ টলিউড প্রযোজকের বিরুদ্ধে - allegedly accused

PR এজেন্সিরা মহিলা কর্ণধারকে কাটারি দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক টলিউড প্রযোজকের বিরুদ্ধে । বকেয়া টাকা চাইতে যাওয়ায় কাটারি দিয়ে তাঁকে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ ।

রমেশ সিংহল
author img

By

Published : Aug 27, 2019, 6:47 PM IST

Updated : Aug 27, 2019, 9:19 PM IST

কলকাতা : টলিউডের প্রযোজক রমেশ সিংহলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হল বাঁশদ্রোনি থানায় । অভিযোগটি করেন তারই একটি জনপ্রিয় বাংলা ছবির প্রচারের কাজ করা PR এজেন্সির মহিলা কর্ণধার অতসী ভৌমিক ।

অতসীর অভিযোগ, একটি জনপ্রিয় বাংলা ছবির প্রযোজক রমেশ সিংহল তাঁর ছবির প্রচারের জন্য তাঁর PR সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন । কাজ মিটে যাওয়ার পরও বকেয়া ফেরত দেননি তিনি । 5 লাখ 72 হাজার টাকা বাকি ।

আরও পড়ুন : ঘরে আটকে কাটারি দিয়ে খুনের চেষ্টা করে রমেশ : অতসী

গতকাল বেলা 1 টার সময় নিজের বাঁশদ্রোনির অফিস থেকে বেরিয়ে রমেশের বাড়ি যান অতসী । সেখানে গিয়ে বকেয়ারদাবি করতেই রমেশ এবং তার 3 শাগরেদ তাঁর উপর চড়াও হন । তার কাঁধ চেপে ধরে কানের পাশে কাটারি রাখেন তাঁরা । বলেন, এরপর এই নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে । প্রাণভয়ে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন অতসী । ফোন করেন তাঁর স্বামীকে ।

আজ রমেশ সিংহল সহ মোট 4 জনের বিরূদ্ধে বাঁশদ্রোনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অতসী ।

কলকাতা : টলিউডের প্রযোজক রমেশ সিংহলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হল বাঁশদ্রোনি থানায় । অভিযোগটি করেন তারই একটি জনপ্রিয় বাংলা ছবির প্রচারের কাজ করা PR এজেন্সির মহিলা কর্ণধার অতসী ভৌমিক ।

অতসীর অভিযোগ, একটি জনপ্রিয় বাংলা ছবির প্রযোজক রমেশ সিংহল তাঁর ছবির প্রচারের জন্য তাঁর PR সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন । কাজ মিটে যাওয়ার পরও বকেয়া ফেরত দেননি তিনি । 5 লাখ 72 হাজার টাকা বাকি ।

আরও পড়ুন : ঘরে আটকে কাটারি দিয়ে খুনের চেষ্টা করে রমেশ : অতসী

গতকাল বেলা 1 টার সময় নিজের বাঁশদ্রোনির অফিস থেকে বেরিয়ে রমেশের বাড়ি যান অতসী । সেখানে গিয়ে বকেয়ারদাবি করতেই রমেশ এবং তার 3 শাগরেদ তাঁর উপর চড়াও হন । তার কাঁধ চেপে ধরে কানের পাশে কাটারি রাখেন তাঁরা । বলেন, এরপর এই নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে । প্রাণভয়ে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন অতসী । ফোন করেন তাঁর স্বামীকে ।

আজ রমেশ সিংহল সহ মোট 4 জনের বিরূদ্ধে বাঁশদ্রোনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অতসী ।

Intro:টলিউডের নাম করা প্রযোজক রমেশ সিংহল এর বিরূদ্ধে তার ই একটি জনপ্রিয় বাংলা ছবির প্রচারের কাজ করা পি আর এজেন্সির মহিলা কর্ণধার কে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হল বাঁশদ্রোনি থানায়। অতসী ভৌমিক নামের ওই তরুণীর অভিযোগ, একটি জনপ্রিয় বাংলা ছবির এই প্রযোজক তার ছবির প্রচারের জন্য অতসী ভৌমিকের পি আর সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন। কাজ মিটে যায় । টাকা মেটানোর নাম নেই। একশো দুশো নয় । বকেয়া নগদ 5 লক্ষ 72 হাজার টাকা । গতকাল বেলা 1 টায় নিজের বাঁশদ্রোনির অফিস থেকে বেরিয়ে অতসী রমেশ সিংহল নামের ঐ প্রযোজকের বাড়ি যান । বকেয়া টাকা দাবি করতেই রমেশ এবং তার 3 শাগরেদ অতসীর ওপর চড়াও হন। তার কাঁধ চেপে ধরে কানের পাশে কাটারি রাখা হয় । বলা হয় , এরপর এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে। প্রাণভয়ে কোনোক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন অতসী। ফোন করেন তার স্বামীকে। তারপর আজ রমেশ সিংহল সহ মোট 4 জনের বিরূদ্ধে বাঁশদ্রোনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।Body:টলিউডের নাম করা প্রযোজক রমেশ সিংহল এর বিরূদ্ধে তার ই একটি জনপ্রিয় বাংলা ছবির প্রচারের কাজ করা পি আর এজেন্সির মহিলা কর্ণধার কে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হল বাঁশদ্রোনি থানায়। অতসী ভৌমিক নামের ওই তরুণীর অভিযোগ, একটি জনপ্রিয় বাংলা ছবির এই প্রযোজক তার ছবির প্রচারের জন্য অতসী ভৌমিকের পি আর সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন। কাজ মিটে যায় । টাকা মেটানোর নাম নেই। একশো দুশো নয় । বকেয়া নগদ 5 লক্ষ 72 হাজার টাকা । গতকাল বেলা 1 টায় নিজের বাঁশদ্রোনির অফিস থেকে বেরিয়ে অতসী রমেশ সিংহল নামের ঐ প্রযোজকের বাড়ি যান । বকেয়া টাকা দাবি করতেই রমেশ এবং তার 3 শাগরেদ অতসীর ওপর চড়াও হন। তার কাঁধ চেপে ধরে কানের পাশে কাটারি রাখা হয় । বলা হয় , এরপর এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে। প্রাণভয়ে কোনোক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন অতসী। ফোন করেন তার স্বামীকে। তারপর আজ রমেশ সিংহল সহ মোট 4 জনের বিরূদ্ধে বাঁশদ্রোনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।Conclusion:টলিউডের নাম করা প্রযোজক রমেশ সিংহল এর বিরূদ্ধে তার ই একটি জনপ্রিয় বাংলা ছবির প্রচারের কাজ করা পি আর এজেন্সির মহিলা কর্ণধার কে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হল বাঁশদ্রোনি থানায়। অতসী ভৌমিক নামের ওই তরুণীর অভিযোগ, একটি জনপ্রিয় বাংলা ছবির এই প্রযোজক তার ছবির প্রচারের জন্য অতসী ভৌমিকের পি আর সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হন। কাজ মিটে যায় । টাকা মেটানোর নাম নেই। একশো দুশো নয় । বকেয়া নগদ 5 লক্ষ 72 হাজার টাকা । গতকাল বেলা 1 টায় নিজের বাঁশদ্রোনির অফিস থেকে বেরিয়ে অতসী রমেশ সিংহল নামের ঐ প্রযোজকের বাড়ি যান । বকেয়া টাকা দাবি করতেই রমেশ এবং তার 3 শাগরেদ অতসীর ওপর চড়াও হন। তার কাঁধ চেপে ধরে কানের পাশে কাটারি রাখা হয় । বলা হয় , এরপর এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে। প্রাণভয়ে কোনোক্রমে সেখান থেকে বেরিয়ে আসেন অতসী। ফোন করেন তার স্বামীকে। তারপর আজ রমেশ সিংহল সহ মোট 4 জনের বিরূদ্ধে বাঁশদ্রোনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
Last Updated : Aug 27, 2019, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.