কলকাতা : মাত্র কয়েকদিন আগেই প্রয়াত হন "ফেলুদা" সৌমিত্র চট্টোপাধ্যায় । আর সেই শোক কাটতে না কাটতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন "মছলিবাবা" মনু মুখোপাধ্যায় । আজ সকাল 9টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলি পাড়ায় ।
পরমব্রত : কয়েকটা মুখকে বড় পরদায় কখনও পরিবর্তন করা যাবে না...
-
Some faces have been, and shall remain irreplaceable on the screen...RIP Manu Mukherjee.
— parambrata (@paramspeak) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Some faces have been, and shall remain irreplaceable on the screen...RIP Manu Mukherjee.
— parambrata (@paramspeak) December 6, 2020Some faces have been, and shall remain irreplaceable on the screen...RIP Manu Mukherjee.
— parambrata (@paramspeak) December 6, 2020
রুদ্রনীল ঘোষ : চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখার্জি । বয়স হয়েছিল 90 !
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
জিৎ : মনু মুখোপাধ্যায়ের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই । তাঁর আত্মার শান্তি কামনা করছি ।
-
Actor Manu Mukherjee passed away. Condolences to his family and his loved ones. May his soul rest in peace. 🙏 pic.twitter.com/rIJCDLTv9X
— Jeet (@jeet30) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Actor Manu Mukherjee passed away. Condolences to his family and his loved ones. May his soul rest in peace. 🙏 pic.twitter.com/rIJCDLTv9X
— Jeet (@jeet30) December 6, 2020Actor Manu Mukherjee passed away. Condolences to his family and his loved ones. May his soul rest in peace. 🙏 pic.twitter.com/rIJCDLTv9X
— Jeet (@jeet30) December 6, 2020
1930 সালে কলকাতায় জন্ম হয়েছিল মনু মুখোপাধ্যায়ের । জন্মসূত্রে তাঁর নাম সৌরেন্দ্রনাথ । কিন্তু, ডাক নামেই বেশি পরিচিত ছিলেন তিনি । 1957 সালে একজন প্রম্পটার হিসেবে যোগ দিয়েছিলেন শ্রীরাঙ্গম থিয়েটারে । যা পরে বিশ্বরূপা মুভি থিয়েটার নামে পরিচিত হয় । ষাটের দশকের শেষের দিকে সরকারিনা, সুজাতা সদন, মিনার্ভা, বিশ্বনাথ মঞ্চ, রংমহল এবং স্টার থিয়েটারের মতো বিখ্যাত প্রেক্ষাগৃহে কাজ করেন তিনি । থিয়েটারে তাঁর প্রথম উল্লেখযোগ্য চরিত্র "ক্ষুধা" নাটকে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত শিল্পী হিসেবে । বিখ্যাত তবলাশিল্পী কৃষ্ণকুমার গঙ্গোপাধ্যায়, যিনি নুটুবাবু বলে বিখ্যাত, তাঁর কাছে তবলার শিক্ষাও নিয়েছিলেন তিনি ।
অভিনেতা তরুণ চট্টোপাধ্যায়ের কাছের বন্ধু ছিলেন । তরুণবাবু তাঁকে ডাকতেন বুড়ো বলে । মনু মুখোপাধ্যায় প্রথম অভিনীত ছবি মৃণাল সেনের "নীল আকাশের নীচে"। এরপর একে একে "অশনি সংকেত", "মৃগয়া", "গণদেবতা", "জয় বাবা ফেলুনাথ", "দাদার কীর্তি", "গণশত্রু"-র মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি ।
এই বর্ষীয়ান শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।