কলকাতা : 14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, আত্মহত্যা করেছেন তিনি । এরপর কেটে গিয়েছে 2 মাস । কিন্তু, তাঁর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি । এই ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছিলেন অনেকেই । গতকাল এই মামলার তদন্তভার CBI-এর হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট । এই রায়কে স্বাগত জানিয়েছেন একাধিক টলি তারকা ।
শ্বেতা ভট্টাচার্য : আমি সুশান্ত সিং রাজপুতের খুব বড় ফ্যান । ঋত্বিক রোশন বা শাহরুখ খানের পরে আমি যদি কারও ফ্যান হয়ে থাকি, তাহলে সেটা সুশান্ত সিং রাজপুতের । ওঁর মৃত্যুর খবরটা শুনে আমি খুব কেঁদেছিলাম । মনে প্রাণে বিশ্বাস করি মানুষটি আত্মহত্যা করতেই পারে না । 'পবিত্র রিস্তা' থেকে শুরু করে তাঁর একটাও ছবি মিস করিনি । হলে গিয়ে ওঁর ছবি দেখেছি । তবে এখনও 'দিল বেচারা' দেখা হয়নি । অবশ্য ওই ছবিটা দেখতে চাই না । খুব কষ্ট হচ্ছিল আমার । আমরা সবাই চাইছিলাম CBI তদন্ত হোক । আর সত্যিটা বেরিয়ে আসুক ।
শ্রীমা ভট্টাচার্য : এটা তো আমরা প্রথমদিন থেকে বিশ্বাস করি যে সুশান্ত আত্মহত্যা করেননি । আমরা সবাই ওঁর মৃত্যুতে CBI তদন্ত চেয়েছিলাম । আমি তো এখনও বিশ্বাস করি না, যে সুশান্তের মৃত্যু হয়েছে । তাঁর ভিডিয়োগুলো যখন সোশাল মিডিয়াতে দেখি, মনে হয় যিনি এতটা প্রাণবন্ত তিনি কখনওই আত্মহত্যা করতে পারেন না । নিজের মানুষ চলে গেলে যেরকম কষ্ট হয়, আমার হয়েছে । শেষ এরকম কষ্ট আমার হয়েছিল, যখন ঠাম্মা মারা গিয়েছিল । ভিতর থেকে আমার মন কেঁপে উঠেছে ।
বিক্রম চট্টোপাধ্যায় : দেশের বিচার ব্যবস্থার উপর আমাদের বিশ্বাস রাখা উচিত । যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে । ভালো হচ্ছে । এতগুলো মানুষের যখন মনে হয়, যে CBI তদন্ত হওয়া উচিত ছিল, তখন নিশ্চয়ই তার কোনও কারণ আছে ।
স্বস্তিকা মুখার্জি : অবশেষে । সূর্যকিরণ । আশা ।
-
FINALLY.
— Swastika Mukherjee (@swastika24) August 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Sunshine. Hope. Justice 🙏🏼🙏🏼#CBITakesOver #CBIForSushant
">FINALLY.
— Swastika Mukherjee (@swastika24) August 19, 2020
Sunshine. Hope. Justice 🙏🏼🙏🏼#CBITakesOver #CBIForSushantFINALLY.
— Swastika Mukherjee (@swastika24) August 19, 2020
Sunshine. Hope. Justice 🙏🏼🙏🏼#CBITakesOver #CBIForSushant
সুশান্ত মৃত্যু মামলার তদন্তভার CBI-এর তুলে দেওয়ায় খুশি রুদ্রনীল ঘোষ । সম্প্রতি এ নিয়ে একটি কবিতা লেখেন তিনি ।
- View this post on Instagram
ধুপ জ্বলা এক ফটোর কাছে চোখ মোছে এক বাবা, তদন্ত আর বিচার যেন আর না খেলুক দাবা!🙏
">
শ্রীলেখা মিত্র : এটা সত্যিই ভালো । মানুষ সত্যিটা জানুক । কারণ মনে হচ্ছিল মুম্বই পুলিশ কোনও চাপের মধ্যে আছে । সত্যিটাকে গোপন করছে । 2020 এমন একটা সময় যখন অনেক কিছু খারাপ হচ্ছে । কিন্তু, অনেক কিছু মানুষকে চিনিয়ে দিচ্ছে । অনেকগুলো প্রশ্ন মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছিল । তাই এটা ভালো হয়েছে ।