ETV Bharat / sitara

"আশাবাদী" মিমি - through this tough time mimi is very hopeful

পরনে কালো টি শার্ট, খোলা চুল । আর দূর পানে তাকিয়ে রয়েছেন মিমি । সম্প্রতি ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন তিনি । তার ক্যাপশনে লেখেন, "আশাবাদী"।

dfg
dfg
author img

By

Published : Apr 16, 2020, 3:28 PM IST

কলকাতা : লকডাউনের মধ্যে বাড়িতেই বসে রয়েছেন মিমি চক্রবর্তী । পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখন বাকিদের মতো সেই দিকেই তাকিয়ে রয়েছেন তিনি । যদিও পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী ।

পরনে কালো টি শার্ট, খোলা চুল । আর দূর পানে তাকিয়ে রয়েছেন মিমি । সম্প্রতি ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন তিনি । তার ক্যাপশনে লেখেন, "আশাবাদী"।

এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মিমি । যদিও এই সময় সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তিনি । মাঝে মধ্যেই বিভিন্ন পোস্ট করতে দেখা যাচ্ছে তাঁকে । বাড়িতে কীভাবে মাস্ক তৈরি করতে হয়ে সেটা কিছু দিন আগেই ফ্যানদের শেখান তিনি ।

তার আগে আরও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি । সেখানে তিনি দেখান যে এই অবসরে তিনি অনেক কিছুই করবেন বলে ভেবেছিলেন । কিন্তু, যা ভেবেছিলেন তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই ।

তিনি ভেবেছিলেন, এই অবসর সময়টা কাটাবেন বই পড়ে । ভেবেছিলেন, একান্তে ব্যালকনিতে বসে দূর পানে চেয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেবেন । কিন্তু, বাস্তব ? সেই সময় কাটাতে হচ্ছে রান্নাঘরে । অ্যাপ্রন পরে একের পর এক বাসন মাজতে হচ্ছে । করতে হচ্ছে রান্না । আবার ভেবেছিলেন, হালকা মেজাজে ব্যালকনিতে বসে চা বা কফি খাবেন । কিন্তু, বাস্তব ? সেই সময়টা খাওয়াতে হচ্ছে প্রিয় পোষ্যটিকে । তার দেখভাল করতে হচ্ছে । এত কিছু সত্ত্বেও তিনি যথেষ্ট আশাবাদী বলেই জানিয়েছেন ।

কলকাতা : লকডাউনের মধ্যে বাড়িতেই বসে রয়েছেন মিমি চক্রবর্তী । পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এখন বাকিদের মতো সেই দিকেই তাকিয়ে রয়েছেন তিনি । যদিও পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদী ।

পরনে কালো টি শার্ট, খোলা চুল । আর দূর পানে তাকিয়ে রয়েছেন মিমি । সম্প্রতি ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন তিনি । তার ক্যাপশনে লেখেন, "আশাবাদী"।

এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মিমি । যদিও এই সময় সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তিনি । মাঝে মধ্যেই বিভিন্ন পোস্ট করতে দেখা যাচ্ছে তাঁকে । বাড়িতে কীভাবে মাস্ক তৈরি করতে হয়ে সেটা কিছু দিন আগেই ফ্যানদের শেখান তিনি ।

তার আগে আরও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি । সেখানে তিনি দেখান যে এই অবসরে তিনি অনেক কিছুই করবেন বলে ভেবেছিলেন । কিন্তু, যা ভেবেছিলেন তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই ।

তিনি ভেবেছিলেন, এই অবসর সময়টা কাটাবেন বই পড়ে । ভেবেছিলেন, একান্তে ব্যালকনিতে বসে দূর পানে চেয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেবেন । কিন্তু, বাস্তব ? সেই সময় কাটাতে হচ্ছে রান্নাঘরে । অ্যাপ্রন পরে একের পর এক বাসন মাজতে হচ্ছে । করতে হচ্ছে রান্না । আবার ভেবেছিলেন, হালকা মেজাজে ব্যালকনিতে বসে চা বা কফি খাবেন । কিন্তু, বাস্তব ? সেই সময়টা খাওয়াতে হচ্ছে প্রিয় পোষ্যটিকে । তার দেখভাল করতে হচ্ছে । এত কিছু সত্ত্বেও তিনি যথেষ্ট আশাবাদী বলেই জানিয়েছেন ।

For All Latest Updates

TAGGED:

mimi
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.