কলকাতা: গ্রীষ্মের প্রখর রোদে মুক্তি পেয়েছিল শিলাদিত্য মৌলিক পরিচালিত নতুন ছবি 'সোয়েটার'। গল্পের প্রেক্ষাপট ছিল আধুনিক সময় দাঁড়িয়েও কীভাবে বাড়ির বউ নির্বাচনের ক্ষেত্রে তার গুনকে প্রাধান্য দেওয়া হয়। মানুষটা কেমন বা সে কি আদৌ ঘর সংসার সামলাতে পারবে কি না সেটা হয়ে যায় নগণ্য। এমনই এক গল্প হল 'সোয়েটার'। যেখানে সোয়েটার বোনা থেকে শুরু করে অ্যারেঞ্জ ম্যারেজ ও টুকুর জীবনের পরিবর্তনকে তুলে ধরা হয়েছে। ছবিটি ইতিমধ্যেই হলে মুক্তি পেয়েছে। দর্শকের প্রশংসা কুড়িয়েছেন শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, ইশা ও সৌরভের অনবদ্য অভিনয়ের জন্য। তাই গতকাল দমদম সংলগ্ন এক মাল্টিপ্লেক্সে একটানা 25 দিন ছবি চলা উপলক্ষ্য়ে কেক কেটে নিজেদের আনন্দ ভাগ করলেন শ্রীলেখা মিত্র, ইশা সাহা, অনুরাধা মুখার্জি সহ আরও অনেকে।
নতুন এই ছবির সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, "ছবিটি একটানা 25 দিন চলল। এটা শুধুমাত্র দর্শকের ভালোবাসার জন্যই হয়েছে। ধন্যবাদ দেব এই ছবির প্রযোজকদের যাঁরা, এই রকম একটা ছবি করার ভাবনা ভেবেছেন। এত শিল্পীদেরকে তাঁদের ছবিতে নিয়েছেন। এই ছবির গল্পটা কোথাও গিয়ে আমার খুব ভালো লেগেছিল। এর মধ্যে পাঁচটা মেয়ের জীবনকে তুলে ধরা হয়েছে। সবাই তো জীবনে দৌড়েই চলেছি। কিন্তু, কোথাও গিয়ে এই ছবি মানুষদের সেই পুরোনো দিনে ফেরত নিয়ে যাবে।"
অভিনেত্রী ইশা সাহা বলেন, "25 দিন ছবিটা চলল, এর থেকেই বোঝা যায় যে মানুষ এই ছবিটিকে কতটা পছন্দ করেছেন। গরমকালে সোয়েটার পড়ছেন, সোয়েটার দেখছেন। আর এখন আমরা ভাবছি যে কবে আমরা 50 দিন পালন করব। এই ছবিটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ, অনেক বাধা প্রতিকূলতা পেরিয়ে আমরা এই ছবির শুটিং করেছিলাম। দার্জিলিংয়ে গিয়ে বৃষ্টির সময় আমরা শুট করেছিলাম যা নিয়ে অনেক বিপত্তি ঘটেছিল। কিন্তু, সবকিছুর পরেও মানুষ আজ 'সোয়েটার' দেখে পছন্দ করছেন। তাদের ভালোবাসা দিয়েছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।"
গত মার্চে মুক্তি পেয়েছিল 'সোয়েটার' ছবিটি। ছবিটি প্রযোজনা করেছে PSS এন্টারটেইনমেন্ট সংস্থা। এর আগে এই সংস্থার আরও একটি ছবি এসেছে। যদিও সিনেমা হলে সেটি মুক্তি পাইনি। ফিল্ম ফেস্টিভালে ঘুরছে সেই ছবি। ছবির নাম 'উইনিকর্ন'।