ETV Bharat / sitara

১৫ হাজার ফুট উচ্চতা থেকে অভিনব অনুরোধ স্বস্তিকার

স্বস্তিকা মুখার্জি টলিউডের অন্যতম উজ্জ্বল এক নাম। নিজের জীবনটা তিনি নিজের টার্মসেই চলেন। কে কী বলল পাত্তা দেন না। সামাজিক কোনও ক্ষেত্রে যদি কিছু বলার থাকে তো চুপ থাকেন না স্বস্তিকা। ভয় পান না নিজের ইমেজ নষ্ট হওয়ার।

স্বস্তিকা মুখার্জি
author img

By

Published : Jul 2, 2019, 9:45 PM IST

কলকাতা : কার্গিলের একটা সরকারি স্কুল। পরিকাঠামোর দিক থেকে হয়তো অনেক পিছিয়ে সেই স্কুল, তবে স্কুলের সামনে বসে থাকা হাসিমুখগুলো ভুলিয়ে দেয় সেই অভাবের কথা। হাসিটাকে আরও একটু চওড়া করতে এক অভিনব আবেদন করলেন স্বস্তিকা মুখার্জি।

ইনস্টাগ্রামে স্কুলের বাচ্চাদের একটি ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, "১৫ হাজার ফুট উচ্চতা থেকে একটা অনুরোধ সবাইকে। আপনাদের কাছে যদি অতিরিক্ত ইংরেজি বা হিন্দি বই থাকে তাহলে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে তা কুরিয়ার করুন দয়া করে।"

স্কুলের ঠিকানা দিয়েছেন স্বস্তিকা। সঙ্গে এটাও লিখেছেন, "আপনাদের একটুখানি সাহায্য, দেশের প্রান্তে থাকা কয়েকটা ছোটো মেয়েকে অনেকটা আনন্দ দিতে পারে।"

দেখে নিন স্বস্তিকার সেই মানবিক পোস্ট...

কলকাতা : কার্গিলের একটা সরকারি স্কুল। পরিকাঠামোর দিক থেকে হয়তো অনেক পিছিয়ে সেই স্কুল, তবে স্কুলের সামনে বসে থাকা হাসিমুখগুলো ভুলিয়ে দেয় সেই অভাবের কথা। হাসিটাকে আরও একটু চওড়া করতে এক অভিনব আবেদন করলেন স্বস্তিকা মুখার্জি।

ইনস্টাগ্রামে স্কুলের বাচ্চাদের একটি ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, "১৫ হাজার ফুট উচ্চতা থেকে একটা অনুরোধ সবাইকে। আপনাদের কাছে যদি অতিরিক্ত ইংরেজি বা হিন্দি বই থাকে তাহলে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে তা কুরিয়ার করুন দয়া করে।"

স্কুলের ঠিকানা দিয়েছেন স্বস্তিকা। সঙ্গে এটাও লিখেছেন, "আপনাদের একটুখানি সাহায্য, দেশের প্রান্তে থাকা কয়েকটা ছোটো মেয়েকে অনেকটা আনন্দ দিতে পারে।"

দেখে নিন স্বস্তিকার সেই মানবিক পোস্ট...

Intro:Body:

১৫ হাজার ফুট উচ্চতা থেকে অভিনব অনুরোধ স্বস্তিকার



স্বস্তিকা মুখার্জি টলিউডের অন্যতম উজ্জ্বল এক নাম। নিজের জীবনটা তিনি নিজের টার্মসেই চলেন। কে কী বলল পাত্তা দেন না। সামাজিক কোনও ক্ষেত্রে যদি কিছু বলার থাকে তো চুপ থাকেন না স্বস্তিকা। ভয় পান না নিজের ইমেজ নষ্ট হওয়ার।



কলকাতা : কার্গিলের একটা সরকারি স্কুল। পরিকাঠামোর দিক থেকে হয়তো অনেক পিছিয়ে সেই স্কুল, তবে স্কুলের সামনে বসে থাকা হাসিমুখগুলো ভুলিয়ে দেয় সেই অভাবের কথা। হাসিটাকে আরও একটু চওড়া করতে এক অভিনব আবেদন করলেন স্বস্তিকা মুখার্জি।



ইনস্টাগ্রামে স্কুলের বাচ্চাদের একটি ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, "১৫ হাজার ফুট উচ্চতা থেকে একটা অনুরোধ সবাইকে। আপনাদের কাছে যদি অতিরিক্ত ইংরেজি বা হিন্দি বই থাকে তাহলে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে তা কুরিয়ার করুন দয়া করে।"



স্কুলের ঠিকানা দিয়েছেন স্বস্তিকা। সঙ্গে এটাও লিখেছেন, "আপনাদের একটুখানি সাহায্য, দেশের প্রান্তে থাকা কয়েকটা ছোটো মেয়েকে অনেকটা আনন্দ দিতে পারে।"



দেখে নিন স্বস্তিকার সেই মানবিক পোস্ট...






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.