ETV Bharat / sitara

6দিনের গল্প নিয়ে আসছে 'লকডাউন ডায়েরিজ়'

কোরোনা যোদ্ধাদের সম্মান জানাতে আজ থেকে টেলিভিশনে শুরু হচ্ছে 'লকডাউন ডায়েরিজ়'। অভিনয় করেছেন গৌরব, দেবলীনা, বিদিপ্তা, বিশ্বজিৎ, সায়নী, রাহুল, তনিমা, সাহেব এবং শাওন ।

author img

By

Published : May 25, 2020, 2:56 PM IST

Updated : May 27, 2020, 8:48 AM IST

sdf
dsaf

কলকাতা : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । গৃহবন্দী সবাই । তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন সারাক্ষণ । আর সেই সব কোরোনা যোদ্ধাদের সম্মান জানাতে আজ থেকে টেলিভিশনে শুরু হচ্ছে 'লকডাউন ডায়েরিজ়'।

sdf
.

এই কঠিন সময়ে দাঁড়িয়ে কিছু মানুষের অদম্য লড়াইকে কুর্নিশ জানানো হচ্ছে এই ছয়দিন ব্যাপী শোয়ের মাধ্যমে । ছয়দিনের গল্প বলা হবে । মানষের সঙ্গে মানুষের সম্পর্ক, পরিবারের বন্ধন ও ইতিবাচকতায় পরিপূর্ণ এই গল্পগুলিতে অভিনয় করেছেন গৌরব, দেবলীনা, বিদিপ্তা, বিশ্বজিৎ, সায়নী, রাহুল, তনিমা, সাহেব এবং শাওন । বাড়িতে বসেই শুটিং করেছেন তারকারা । এছাড়াও এই শোতে অভিনয় করেছে সাত বছরের মার্গঋষি ও এগারো বছরের অরিত্র । বাড়ি থেকে শুট করেছে তারাও ।

sdf
.

শো সম্পর্কে সম্রাট ঘোষ বলেন, "এক ভিন্ন ধরনের ভিউয়ারশিপের মাধ্যমে দিয়ে আমরা যাচ্ছি । সেখানে কতবেশি পরিমাণ অভিনবত্ব আনতে পারব, সেটাই দেখতে হবে । সেইজন্য আমরা আনতে চলেছি 'লকডাউন ডায়েরিজ়'। এটিকে 6টি এপিসোডের মিনি সিরিজ় বলা যেতে পারে । গল্পগুলো উঠে এসেছে বিভিন্ন পর্যায়ের মানুষের থেকে, যেমন স্বাস্থ্যকর্মী, তরুণ কাপল, কল্পনাপ্রবণ শিশু...। দর্শক নিজেদের সঙ্গে মেলাতে পারবেন এই গল্পগুলো । তাঁদেরও মনে হবে 'গল্প হলেও সত্যি'।"

dfg
.

কলকাতা : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । গৃহবন্দী সবাই । তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন সারাক্ষণ । আর সেই সব কোরোনা যোদ্ধাদের সম্মান জানাতে আজ থেকে টেলিভিশনে শুরু হচ্ছে 'লকডাউন ডায়েরিজ়'।

sdf
.

এই কঠিন সময়ে দাঁড়িয়ে কিছু মানুষের অদম্য লড়াইকে কুর্নিশ জানানো হচ্ছে এই ছয়দিন ব্যাপী শোয়ের মাধ্যমে । ছয়দিনের গল্প বলা হবে । মানষের সঙ্গে মানুষের সম্পর্ক, পরিবারের বন্ধন ও ইতিবাচকতায় পরিপূর্ণ এই গল্পগুলিতে অভিনয় করেছেন গৌরব, দেবলীনা, বিদিপ্তা, বিশ্বজিৎ, সায়নী, রাহুল, তনিমা, সাহেব এবং শাওন । বাড়িতে বসেই শুটিং করেছেন তারকারা । এছাড়াও এই শোতে অভিনয় করেছে সাত বছরের মার্গঋষি ও এগারো বছরের অরিত্র । বাড়ি থেকে শুট করেছে তারাও ।

sdf
.

শো সম্পর্কে সম্রাট ঘোষ বলেন, "এক ভিন্ন ধরনের ভিউয়ারশিপের মাধ্যমে দিয়ে আমরা যাচ্ছি । সেখানে কতবেশি পরিমাণ অভিনবত্ব আনতে পারব, সেটাই দেখতে হবে । সেইজন্য আমরা আনতে চলেছি 'লকডাউন ডায়েরিজ়'। এটিকে 6টি এপিসোডের মিনি সিরিজ় বলা যেতে পারে । গল্পগুলো উঠে এসেছে বিভিন্ন পর্যায়ের মানুষের থেকে, যেমন স্বাস্থ্যকর্মী, তরুণ কাপল, কল্পনাপ্রবণ শিশু...। দর্শক নিজেদের সঙ্গে মেলাতে পারবেন এই গল্পগুলো । তাঁদেরও মনে হবে 'গল্প হলেও সত্যি'।"

dfg
.
Last Updated : May 27, 2020, 8:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.