ETV Bharat / sitara

বাংলাদেশি লেখকের উপন্যাস অবলম্বনে নতুন ওয়েব সিরিজ় সৃজিতের - rabindranath

সৃজিতের পরবর্তী ওয়েব সিরিজটির নাম 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক মহম্মদ নাজ়িমউদ্দিনের উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছে এই সিরিজ় ।

asd
asd
author img

By

Published : Sep 18, 2020, 11:34 PM IST

কলকাতা : 'ফেলুদা ফেরত' তৈরি হয়ে গিয়েছে । ফেলুদার উপর তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক । তারই মাঝে জানা গেল, পরবর্তী কোন ওয়েব সিরিজ়টি পরিচালনা করতে চলেছেন তিনি ।

ওয়েব সিরিজটির নাম 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক মহম্মদ নাজ়িমউদ্দিনের উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছে সৃজিতের এই সিরিজ় ।

asd
সিরিজ়ের পোস্টার

এটিও একটি ডিটেকটিভ গল্প । সেই ডিটেকটিভ এমন একটি রেস্তরাঁয় ঢোকে, যার নাম 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। সেই রেস্তরাঁর মালকিন খুবই রহস্যময়ী । তার নাম মুসকান জুবেরী । তাকেই ঘিরেই রহস্যের উদঘাটন হতে চলেছে ।

সৃজিত 'ফেলুদা ফেরত' তৈরি করেছেন আড্ডা টাইমস OTT প্ল্যাটফর্মের জন্য । আর এই ওয়েব সিরিজ়টি তিনি তৈরি করছেন হইচই-এর জন্য ।

asdf
সৃজিত ও মিথিলা

গত বছরই বাংলাদেশের নায়িকা ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছেন সৃজিত । যদিও তার আগে থেকেই বাংলাদেশে বেশ জনপ্রিয় তিনি । এবার ওপার বাংলার জামাই হয়ে এই সিরিজ় পরিচালনা করতে চলেছেন ।

কলকাতা : 'ফেলুদা ফেরত' তৈরি হয়ে গিয়েছে । ফেলুদার উপর তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক । তারই মাঝে জানা গেল, পরবর্তী কোন ওয়েব সিরিজ়টি পরিচালনা করতে চলেছেন তিনি ।

ওয়েব সিরিজটির নাম 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক মহম্মদ নাজ়িমউদ্দিনের উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছে সৃজিতের এই সিরিজ় ।

asd
সিরিজ়ের পোস্টার

এটিও একটি ডিটেকটিভ গল্প । সেই ডিটেকটিভ এমন একটি রেস্তরাঁয় ঢোকে, যার নাম 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। সেই রেস্তরাঁর মালকিন খুবই রহস্যময়ী । তার নাম মুসকান জুবেরী । তাকেই ঘিরেই রহস্যের উদঘাটন হতে চলেছে ।

সৃজিত 'ফেলুদা ফেরত' তৈরি করেছেন আড্ডা টাইমস OTT প্ল্যাটফর্মের জন্য । আর এই ওয়েব সিরিজ়টি তিনি তৈরি করছেন হইচই-এর জন্য ।

asdf
সৃজিত ও মিথিলা

গত বছরই বাংলাদেশের নায়িকা ও গায়িকা রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছেন সৃজিত । যদিও তার আগে থেকেই বাংলাদেশে বেশ জনপ্রিয় তিনি । এবার ওপার বাংলার জামাই হয়ে এই সিরিজ় পরিচালনা করতে চলেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.