কলকাতা, 24 সেপ্টেম্বর: পুজো (Durga Puja) মানে শুধুই তো পুজোর জামা, পুজোয় ঘোরা, পুজোর খাওয়া দাওয়া, প্যাণ্ডেল হপিং নয় ৷ পুজো মানে শারদীয়া পুজো সংখ্যা, পুজো মানে পুজোর গান । সেই পুজোর গান কি সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে ? প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay) ও জয়তী চক্রবর্তী (Jayati Chakraborty) কিন্তু তা একেবারেই মানতে নারাজ ৷
একটা সময় ছিল যখন পুজোর ক্যাসেটের অপেক্ষায় থাকতাম আমরা । খবরের কাগজের দৌলতে আমরা জানতে পারতাম কোন ক্যাসেট কবে রিলিজ করছে । বাজারে এলেই কিনে নিয়ে টেপ-রেকর্ডারে চালিয়ে শুনতাম । এরপর এল সিডি-তে গানের অ্যালবাম । আর এখন এ সবকিছুর জায়গা দখল করেছে ইউ টিউব চ্যানেল । শিল্পীদের নতুন গান আজ আসে ইউ টিউবেই । ফেসবুকে আসে গানের টিজ়ার । আসলে সময়টা এগিয়ে গিয়েছে ৷ প্রযুক্তিতে এসেছে পরিবর্তন । এ হেন সব আলোচনাকে সামনে রেখেই আশা অডিয়োর তরফে আয়োজন করা হয় 'গান ই-আড্ডা ই-পুজো' শীর্ষক একটি আলোচনা সভার । এই আড্ডায় অংশ নেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী, সঙ্গীত শিল্পী পিউ মুখোপাধ্যায়, সঙ্গীত আয়োজক-সুরকার প্রত্যুষ ভট্টাচার্য । সঞ্চালনায় ছিলেন সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্ত ।
আরও পড়ুন: Dadagiri Season 9: দাদাগিরিতে এবার করোনাকালের বন্ধুদের কুর্নিশ
এই মিউজিক অডিয়ো কোম্পানি থেকেই এসেছে জয়তী চক্রবর্তীর কণ্ঠে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথা এবং প্রত্যুষ ভট্টাচার্যের সঙ্গীত পরিচালনা এবং আয়োজনে 'এ সময়'। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে শ্রীজাত'র কলম, নিঃসন্দেহে দুঃসাহসিক এক প্রয়াস । এ কথা নিজমুখেই জনসমক্ষে স্বীকার করলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় । মজা করে বললেন, "আমি ভাবছিলাম সোশ্যাল মিডিয়া থেকে ক'দিনের জন্য বেরিয়ে যাব । কেননা গানটার জন্য কত না তিরষ্কার আমায় সইতে হবে ।..."
পুজোর গান নিয়ে তিনি বলেন, "পুজোর গান আসছে না কোথায় ? আসছে তো । শ্রোতাও আছে । তাঁদের উন্মাদনাও আছে । নাহলে গান আসতো না । তবে হ্যাঁ, শ্রোতার উন্মাদনার প্রকাশ বদলেছে । মাধ্যম বদলেছে ।"
আরও পড়ুন: Madan Mitra: আঙুর ফল টক, লাইভে এসে ট্রোলের জবাব ‘কালারফুল’ মদনের
সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর কথায়, "পুজোর সময় শ্রোতাকে একটা গান উপহার দেওয়াকে আমরা শিল্পীরা একটা কর্তব্য বলে মনে করি । সারা বছরই কত না গান আসে । তবু পুজোর সময় একটা গান আসবেই । নিজের গান এলে ভাল লাগাটা আরও বেড়ে যায় । পুজোতে আমার গাওয়া গান আসছে - এই অনুভূতিটাই অন্যরকম তৃপ্তি দেয় ।"
সবশেষে তাই বলতেই হয়, পুজোর গান আছে পুজোর গানেই । পুজো আসবে, পুজো স্পেশাল গানও আসবে । সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাধ্যম বদলালেও হারিয়ে যাবে না পুজোর গান ।
আরও পড়ুন: Yohani De Silva: ভারতে আসছেন 'ম্যানিকে মাগে হিথে' খ্যাত ইয়োহানি, কবে কোথায় পারফরম্যান্স ?