ETV Bharat / sitara

'হোটেল মুম্বই' কেমন লাগল স্বস্তিকার - হোটেল মুম্বই

ছবি প্রসঙ্গে স্বস্তিকা বলেন, "এটা এন্টারটেইনিং সিনেমা নয় । তাই আলাদা করে কীরকম লেগেছে, এটা বলা যাবে না । 26/11'র উপর ছবি । অনেকটা ডকু-ফিচারের মতো । খুবই ভয়ঙ্কর । ছবিতে ওরা অনেক রিয়েল ফুটেজ ব্যবহার করেছে । এতটাই টেনশন হচ্ছিল যে ঠিক করে দেখিনি ।"

jhf
author img

By

Published : Nov 22, 2019, 2:15 PM IST

কলকাতা : ভারতে মুক্তি পেতে চলেছে অস্ট্রেলিয়ান পরিচালক অ্যান্টনি মারাসের ছবি 'হোটেল মুম্বই'। মুম্বইয়ের 26/11 জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি । মুম্বইয়ের ওই বিলাসবহুল হোটেলের হামলার দৃশ্যায়ণ কার হয়েছে ছবিতে । মুক্তির আগে কলকাতায় ছবির স্পেশাল স্ক্রিনিং করা হয় । ছবিটি দেখতে এসেছিলেন টলিউডের একাধিক তারকা । ছিলেন স্বস্তিকা মুখার্জিও ।

ছবি প্রসঙ্গে স্বস্তিকা বলেন, "এটা এন্টারটেইনিং সিনেমা নয় । তাই আলাদা করে কীরকম লেগেছে, এটা বলা যাবে না । 26/11'র উপর ছবি । অনেকটা ডকু-ফিচারের মতো । খুবই ভয়ঙ্কর । ছবিতে ওরা অনেক রিয়েল ফুটেজ ব্যবহার করেছে । এতটাই টেনশন হচ্ছিল যে ঠিক করে দেখিনি ।"

ছবিটি দেখতে এসেছিলেন পরিচালক রঞ্জন ঘোষ, অর্জুন দত্ত, সত্রাজিৎ সেন । 2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ের হোটেল তাজমহলে হামলা চালায় জঙ্গিরা । এমন এক ঘটনা ইতিহাসের পাতায় কালো দিন হিসেবে চিহ্নিত । ওই দিনের ঘটনার স্মৃতি আজও কুড়ে কুড়ে খায় মুম্বই তথা দেশবাসীকে । এই ঘটনাকে কেন্দ্র করে ছবি তৈরি করেছেন পরিচালক অ্যান্টনি ।

ছবিতে অভিনয় করেছেন দেব পটেল, নাজানিন বোনিয়াদি, আর্মি হামের, জেসন আইজ্যাকস, অনুপম খের, টিলডা কোভাম-হেরভি, নাতাশা লিউ বর্দিসো, অমনদীপ সিং, কাপিল কুমার নেত্রা, আদিতি কালকুণ্ঠে, মনোজ মেহেরা, আলেক্স পিন্ডারের মতো অভিনেতা-অভিনেত্রীরা ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : ভারতে মুক্তি পেতে চলেছে অস্ট্রেলিয়ান পরিচালক অ্যান্টনি মারাসের ছবি 'হোটেল মুম্বই'। মুম্বইয়ের 26/11 জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি । মুম্বইয়ের ওই বিলাসবহুল হোটেলের হামলার দৃশ্যায়ণ কার হয়েছে ছবিতে । মুক্তির আগে কলকাতায় ছবির স্পেশাল স্ক্রিনিং করা হয় । ছবিটি দেখতে এসেছিলেন টলিউডের একাধিক তারকা । ছিলেন স্বস্তিকা মুখার্জিও ।

ছবি প্রসঙ্গে স্বস্তিকা বলেন, "এটা এন্টারটেইনিং সিনেমা নয় । তাই আলাদা করে কীরকম লেগেছে, এটা বলা যাবে না । 26/11'র উপর ছবি । অনেকটা ডকু-ফিচারের মতো । খুবই ভয়ঙ্কর । ছবিতে ওরা অনেক রিয়েল ফুটেজ ব্যবহার করেছে । এতটাই টেনশন হচ্ছিল যে ঠিক করে দেখিনি ।"

ছবিটি দেখতে এসেছিলেন পরিচালক রঞ্জন ঘোষ, অর্জুন দত্ত, সত্রাজিৎ সেন । 2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ের হোটেল তাজমহলে হামলা চালায় জঙ্গিরা । এমন এক ঘটনা ইতিহাসের পাতায় কালো দিন হিসেবে চিহ্নিত । ওই দিনের ঘটনার স্মৃতি আজও কুড়ে কুড়ে খায় মুম্বই তথা দেশবাসীকে । এই ঘটনাকে কেন্দ্র করে ছবি তৈরি করেছেন পরিচালক অ্যান্টনি ।

ছবিতে অভিনয় করেছেন দেব পটেল, নাজানিন বোনিয়াদি, আর্মি হামের, জেসন আইজ্যাকস, অনুপম খের, টিলডা কোভাম-হেরভি, নাতাশা লিউ বর্দিসো, অমনদীপ সিং, কাপিল কুমার নেত্রা, আদিতি কালকুণ্ঠে, মনোজ মেহেরা, আলেক্স পিন্ডারের মতো অভিনেতা-অভিনেত্রীরা ।

দেখুন ভিডিয়ো
Intro:ভারতে মুক্তি পেতে চলেছে অস্ট্রেলিয়ান পরিচালক অ্যান্টনি মারাসের ছবি 'হোটেল মুম্বই'। মুম্বইয়ের ২৬/১১ জঙ্গি আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। যেখানে পুঙ্খানুপুঙ্খ দৃশ্যায়ন করা হয়েছে মুম্বইয়ের সেই বিলাসবহুল হোটেলের আক্রমণকে। মুক্তির আগেই কলকাতায় একটি স্পেশাল স্ক্রিনিং করা হয়েছে ছবির। সেখানে ছবি দেখতে এসেছিলেন একাধিক সেলিব্রিটি। এসেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। ছবি দেখে স্বস্তিকা তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন ETV ভারত সিতারাকে।


Body:স্বস্তিকা আমাদের বলেছেন, "এটা তো আর এন্টারটেইনিং সিনেমা নয়। তাই আলাদা করে কীরকম লেগেছে, এটা বলা যাবে না। ২৬/১১'র উপর ছবি। অনেকটা ডকু-ফিচারের মতো। খুবই ভয়ঙ্কর। এতই টেনশন হচ্ছিল, যে সিনেমার মতো করে দেখতেও পেলাম না। ওরা প্রচুর রিয়েল ফুটেজ ইউজ করেছে।"

ছবিটি দেখতে এসেছিলেন পরিচালক রঞ্জন ঘোষ, অর্জুন দত্ত, সত্রাজিৎ সেন। ২০০৮ সালের ২৬ নভেম্বর দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে ঘটেছিল এই ভয়ানক জঙ্গিহানার ঘটনা। এমন এক ঘটনা, যা ভারতের ইতিহাসের পাতায় কালোদিন হিসেবে চিহ্নিত। এই দিনের ঘটনার স্মৃতি আজও কুড়ে কুড়ে খায় মুম্বই তথা দেশবাসীকে। আবারও আসতে চলেছে আরেকটি ২৬ নভেম্বর। তার আগেই কলকাতা হয়ে গেল ছবির বিশেষ স্ক্রিনিং। ছবিতে অভিনয় করেছেন 'স্লামডগ মিলিয়নিয়ার'খ্যাত অভিনেতা দেব পাটেল, নাজানিন বোনিয়াদি, আর্মি হামের, জেসন আইজ্যাকস, অনুপম খের, টিলডা কোভাম-হের্ভি, নাতাশা লিউ বর্দিসো, অমনদীপ সিং, কাপিল কুমার নেত্রা, আদিতি কালকুণ্ঠে, মনোজ মেহেরা, আলেক্স পিন্ডারের মতো অভিনেতা-অভিনেত্রীরা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.