কলকাতা : ভারতে মুক্তি পেতে চলেছে অস্ট্রেলিয়ান পরিচালক অ্যান্টনি মারাসের ছবি 'হোটেল মুম্বই'। মুম্বইয়ের 26/11 জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি । মুম্বইয়ের ওই বিলাসবহুল হোটেলের হামলার দৃশ্যায়ণ কার হয়েছে ছবিতে । মুক্তির আগে কলকাতায় ছবির স্পেশাল স্ক্রিনিং করা হয় । ছবিটি দেখতে এসেছিলেন টলিউডের একাধিক তারকা । ছিলেন স্বস্তিকা মুখার্জিও ।
ছবি প্রসঙ্গে স্বস্তিকা বলেন, "এটা এন্টারটেইনিং সিনেমা নয় । তাই আলাদা করে কীরকম লেগেছে, এটা বলা যাবে না । 26/11'র উপর ছবি । অনেকটা ডকু-ফিচারের মতো । খুবই ভয়ঙ্কর । ছবিতে ওরা অনেক রিয়েল ফুটেজ ব্যবহার করেছে । এতটাই টেনশন হচ্ছিল যে ঠিক করে দেখিনি ।"
ছবিটি দেখতে এসেছিলেন পরিচালক রঞ্জন ঘোষ, অর্জুন দত্ত, সত্রাজিৎ সেন । 2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ের হোটেল তাজমহলে হামলা চালায় জঙ্গিরা । এমন এক ঘটনা ইতিহাসের পাতায় কালো দিন হিসেবে চিহ্নিত । ওই দিনের ঘটনার স্মৃতি আজও কুড়ে কুড়ে খায় মুম্বই তথা দেশবাসীকে । এই ঘটনাকে কেন্দ্র করে ছবি তৈরি করেছেন পরিচালক অ্যান্টনি ।
ছবিতে অভিনয় করেছেন দেব পটেল, নাজানিন বোনিয়াদি, আর্মি হামের, জেসন আইজ্যাকস, অনুপম খের, টিলডা কোভাম-হেরভি, নাতাশা লিউ বর্দিসো, অমনদীপ সিং, কাপিল কুমার নেত্রা, আদিতি কালকুণ্ঠে, মনোজ মেহেরা, আলেক্স পিন্ডারের মতো অভিনেতা-অভিনেত্রীরা ।