কলকাতা, 15 জানুয়ারি : নতুন বছরে দর্শকদের নতুন উপহার দিতে চলেছেন পরিচালক সৌম্যজিৎ আদক (Soumyajit Adak is coming with his New film Ekla Ghor)। শীঘ্রই মুক্তি পেতে চলেছে টিম সৌম্যজিতের নতুন ছবি 'একলা ঘর' । প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক । এই ছবিটির প্রযোজনায় হোয়াইট ফেদার্স' সংস্থার কর্ণধার প্রদীপ বাজাজ । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু এবং ঐশ্বর্য সেন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নিকিতা ধামিজা, হিয়া রায়, সমর দাস-সহ অন্যরা ।
পরিচালনার পাশাপাশি ছবির কাহিনিও লিখেছেন সৌম্যজিৎ আদক । ছবির সংলাপ এবং দৃশ্য সজ্জায় রয়েছেন সমীর কৌশিক । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সৌম্যজিৎ পরিচালিত সৌরভ দাস, দর্শনা বণিক, সৃজনী রায় এবং ঋষভ বসু অভিনীত বাংলা ছবি 'অল্প হলেও সত্যি' । এবার আসছে 'একলা ঘর'। বলাবাহুল্য, এই ছবির মাধ্যমেই এক নতুন জুটিকে পেতে চলেছে দর্শক । মঞ্চ অভিনেতা ঋষভ বসু কাজ করেছেন বড় পর্দাতেও । গতবছর কিছুদিনের তাঁকে ছোটপর্দাতেও দেখা গিয়েছিল 'খড়কুটো' ধারাবাহিকে । এরপর সৌম্যজিতের সঙ্গে 'অল্প হলেও সত্যি'তে অভিনয় করেন তিনি । জুটি ছিলেন সৃজনী মিত্র ।
আর এবার তাঁর নতুন জুটি ঐশ্বর্য সেন । ঐশ্বর্য ছোটপর্দার পরিচিত মুখ । তবে, এই মুহূর্তে তিনি অধিক ব্যস্ত ওয়েব সিরিজেই । নানা স্বাদের চরিত্রে অভিনয় করেন ঐশ্বর্য । তাঁর ভক্ত সংখ্যাও নেহাত কম নয় । এবার তাঁকে দেখা যাবে একেবারে অন্য ইমেজে ।
আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসে আসছে রোহন ঘোষের মুক্তি, কী বলছেন কুশীলবরা ?
ছবি প্রসঙ্গে সৌম্যজিৎ ইটিভি ভারতকে জানান, "আমি আগেও ভালবাসার গল্প নিয়ে কাজ করেছি । 'একলা ঘর' বলবে নব্বই দশকের ভালবাসার গল্প । ভালবাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি শব্দ- স্বার্থত্যাগ । স্বার্থত্যাগ করেও ভালবাসাকে বাঁচিয়ে রাখা যায় । ভালবাসা মানেই সব কিছু পাওয়া নয় । কিছু না পেয়েও ভালবাসা যায় । এই দিকটাও তুলে ধরতে চেয়েছি গল্পে । এখানে 90 শতকের ভালবাসার গল্প দেখানো হবে । তখন ভালবাসা প্রকাশের মাধ্যম আলাদা ছিল । বর্তমান জীবনের সঙ্গেও কানেকশন থাকবে সেই সময়কার । বাকিটা চমক হিসেবেই থাক ।"