ETV Bharat / sitara

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বিশেষ পরিকল্পনা বইমেলায় - bookfair

এ প্রসঙ্গে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "2021 সালে যদি বইমেলা হয় অবশ্যই সৌমিত্রবাবুকে নিয়ে বড় করে চিন্তাভাবনা করা হবে । তিনি তো কেবল একজন অভিনেতা কিংবা সিনেমা-নাটকের লোক ছিলেন না । তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত কবি, গদ্য-শিল্পী, প্রাবন্ধিক এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন । এছাড়াও, তিনদিন ব্যাপী কলকাতার সাহিত্য উৎসবের উদ্বোধনও করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সুতরাং, ওঁকে নিয়ে তো আমাদের বিশেষ ভাবনাচিন্তা থাকবেই ।"

asd
asd
author img

By

Published : Nov 18, 2020, 5:51 PM IST

কলকাতা : 2021 সালের বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকতে পারেন সৌমিত্র চট্টোপাধ্যায় । একথা জানিয়েছেন বুক ফেয়ার গিল্ডের ত্রিদিব চট্টোপাধ্যায় । সৌমিত্রবাবু শুধুমাত্র চলচ্চিত্র জগতের মানুষ নন । তিনি ছিলেন সাহিত্যের অনুরাগীও । কবিতা, প্রবন্ধ, নাটক... সবকিছুই রচনা করেছেন বহুমুখী প্রতিভার এই মানুষটি । তাই যদি এবছর বইমেলা পালিত হয়, মানুষ সেখানে বিশেষভাবে পারবেন তাঁকেও ।

এ প্রসঙ্গে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "2021 সালে যদি বইমেলা হয় অবশ্যই সৌমিত্রবাবুকে নিয়ে বড় করে চিন্তাভাবনা করা হবে । তিনি তো কেবল একজন অভিনেতা কিংবা সিনেমা-নাটকের লোক ছিলেন না । তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত কবি, গদ্য-শিল্পী, প্রাবন্ধিক এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন । এছাড়াও, তিনদিন ব্যাপী কলকাতার সাহিত্য উৎসবের উদ্বোধনও করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সুতরাং, ওঁকে নিয়ে তো আমাদের বিশেষ ভাবনাচিন্তা থাকবেই ।"

তবে কোরোনা পরিস্থিতিতে 2021 সালে বইমেলা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে । যদি এই প্যানডেমিকের মধ্যে বইমেলা অনুষ্ঠিত হয়, তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা থাকবে সেখানে ।

কলকাতা : 2021 সালের বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকতে পারেন সৌমিত্র চট্টোপাধ্যায় । একথা জানিয়েছেন বুক ফেয়ার গিল্ডের ত্রিদিব চট্টোপাধ্যায় । সৌমিত্রবাবু শুধুমাত্র চলচ্চিত্র জগতের মানুষ নন । তিনি ছিলেন সাহিত্যের অনুরাগীও । কবিতা, প্রবন্ধ, নাটক... সবকিছুই রচনা করেছেন বহুমুখী প্রতিভার এই মানুষটি । তাই যদি এবছর বইমেলা পালিত হয়, মানুষ সেখানে বিশেষভাবে পারবেন তাঁকেও ।

এ প্রসঙ্গে ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, "2021 সালে যদি বইমেলা হয় অবশ্যই সৌমিত্রবাবুকে নিয়ে বড় করে চিন্তাভাবনা করা হবে । তিনি তো কেবল একজন অভিনেতা কিংবা সিনেমা-নাটকের লোক ছিলেন না । তিনি যথেষ্ট প্রতিষ্ঠিত কবি, গদ্য-শিল্পী, প্রাবন্ধিক এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন । এছাড়াও, তিনদিন ব্যাপী কলকাতার সাহিত্য উৎসবের উদ্বোধনও করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । সুতরাং, ওঁকে নিয়ে তো আমাদের বিশেষ ভাবনাচিন্তা থাকবেই ।"

তবে কোরোনা পরিস্থিতিতে 2021 সালে বইমেলা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে । যদি এই প্যানডেমিকের মধ্যে বইমেলা অনুষ্ঠিত হয়, তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা থাকবে সেখানে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.