ETV Bharat / sitara

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি সৌমিত্র চট্টোপাধ্যায়

শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভরতি হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় । তবে অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা ।

সৌমিত্র চট্টোপাধ্যায়
author img

By

Published : Aug 14, 2019, 1:25 PM IST

Updated : Aug 14, 2019, 3:02 PM IST

কলকাতা : বেশ কয়েকদিন ধরেই শরীর ভালো নেই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের । আজ সকাল সাড়ে ন'টায় তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ।

সৌমিত্রবাবুর অত্যন্ত কাছের পরিচালক শ্যামল বোস ETV ভারত সিতারাকে বলেন, "আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে । তবে কথা বলার মতো অবস্থায় এখন তিনি নেই । তাঁর মেয়ের সঙ্গে কথা হয়েছে । সে জানিয়েছে, ভয় পাওয়ার মতো কিছু নেই । তবে শ্বাসকষ্ট আছে তাই এখন হাসপাতালে রাখা হয়েছে ।"

হাসপাতালের তরফে জানানো হয়, শ্বাসনালীতে সংক্রমণের কারণে তাঁকে ভরতি করা হয়েছে । চিকিৎসক সুনীপ ব্যানার্জির তত্ত্বাবধানে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । বর্তমানে ICU-তে বিশেষ নজরের মধ্যে রয়েছেন তিনি ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেননি ।

কলকাতা : বেশ কয়েকদিন ধরেই শরীর ভালো নেই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের । আজ সকাল সাড়ে ন'টায় তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ।

সৌমিত্রবাবুর অত্যন্ত কাছের পরিচালক শ্যামল বোস ETV ভারত সিতারাকে বলেন, "আগের থেকে অবস্থার উন্নতি হয়েছে । তবে কথা বলার মতো অবস্থায় এখন তিনি নেই । তাঁর মেয়ের সঙ্গে কথা হয়েছে । সে জানিয়েছে, ভয় পাওয়ার মতো কিছু নেই । তবে শ্বাসকষ্ট আছে তাই এখন হাসপাতালে রাখা হয়েছে ।"

হাসপাতালের তরফে জানানো হয়, শ্বাসনালীতে সংক্রমণের কারণে তাঁকে ভরতি করা হয়েছে । চিকিৎসক সুনীপ ব্যানার্জির তত্ত্বাবধানে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । বর্তমানে ICU-তে বিশেষ নজরের মধ্যে রয়েছেন তিনি ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেননি ।

Intro:হাসপাতালে ভর্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

অমিত চক্রবর্তী, কলকাতা: আচমকা রুবি হাসপাতাল এ ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এখনো পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। হাসপাতালে তরফ থেকে একটি দল গঠন করে যার চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রাখাহয়েছে ।


Body:স্টিল কপি


Conclusion:
Last Updated : Aug 14, 2019, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.