ETV Bharat / sitara

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পেল 'অভিযান'-এর টিজ়ার

মুক্তি পেল 'অভিযান'-এর টিজ়ার । সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে টিজ়ার মুক্তির জন্য আজকের দিনটিকেই বেছে নিয়েছিলেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ।

asd
asd
author img

By

Published : Jan 19, 2021, 9:55 PM IST

কলকাতা : "গ্রো ওল্ড অ্যালং উইথ মি ! দা বেস্ট ইজ় ইয়েট টু বি, দা লাস্ট অফ লাইফ, ফর হুইচ দা ফার্স্ট ওয়াজ় মেড ।" কবিতার এই লাইনগুলি দিয়েই শুরু হয় টিজ়ার । সেখানে লাইনগুলি আউড়াতে শোনা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে । ভিডিয়োর শুরুতেই লং শটে তুলে ধরা হয়েছে কলকাতা শহরের ছবি । আর তারপরই স্ক্রিনে ভেসে ওঠে সৌমিত্রবাবুর মুখ ।

আজ তাঁর জন্মদিন । বেঁচে থাকলে আজ 86-তে পা দিতেন তিনি । কিন্তু, তা আর সম্ভব হয়নি । গতবছর নভেম্বরেই থেমে যায় তাঁর যাত্রা । আর তাঁর শেষ ছবি 'অভিযান'-এর টিজ়ার মুক্তির জন্য আজকের দিনটিকেই বেছে নেন পরমব্রত চট্টোপাধ্যায় ।

এই ছবির মাধ্যমে বড় পরদায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের গল্প তুলে ধরা হবে । সেখানে তরুণ সৌমিত্রর চরিত্রে অভিনয় করেছেন জিশু সেনগুপ্ত ।

এছাড়াও রয়েছেন পরমব্রত, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তসহ আরও অনেকে । টিজ়ারে কিংবদন্তি অভিনেতার কর্মজীবনের একটা ঝলক তুলে ধরা হয়েছে । যেখানে সংলাপের মাধ্যমে বলা হয়েছে, "আপনি তো শুধু অভিনেতা নন, আপনি কবি, আপনি নাট্যকার, একজন পলিটিকাল অ্যাক্টিভিস্ট"।

এর পাশাপাশি তিনি যে যে ছবিতে অভিনয় করেছিলেন সেগুলির বিভিন্ন অংশও তুলে ধরা হবে ছবিতে । তারই কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছে টিজ়ারের মাধ্যমে । আসলে কিংবদন্তি অভিনেতার নস্টালজিয়া ফিরে এসেছে এই টিজ়ারের মাধ্যমে ।

ফেলুদা নস্টালজিয়াকেও উসকে দিয়েছে এই টিজ়ার । সত্যজিৎ রায়ের পরিচালনায় ওই চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । টিজ়ারের শেষ সংলাপে ফেলুদার কণ্ঠ শোনা গিয়েছে । যেখানে এক ব্যক্তিকে "ফেলুদা"-র উচ্চারণ শেখাতে দেখা গিয়েছে তাঁকে ।

সোশাল মিডিয়ায় টিজ়ার শেয়ার করে পরমব্রত লেখেন, "একজন প্রকৃত শিল্পীর অভিযান উপলব্ধির চেষ্টা করেছি আমরা । জন্মদিনের প্রণাম, সৌমিত্র জ্যেঠু ! তোমার মত আর কেউ হবে না ।" এর পাশাপাশি এই পোস্টের মাধ্যমে ছবির সব কলাকুশলীকে ধন্যবাদ জানান তিনি ।

খুব শীঘ্রই ছবির ট্রেলার মুক্তি পাবে বলে জানিয়েছেন পরমব্রত । তবে ছবিটি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানাননি তিনি । এদিকে শেষবারের মতো সৌমিত্র চট্টোপাধ্যায়কে বড় পরদায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ।

কলকাতা : "গ্রো ওল্ড অ্যালং উইথ মি ! দা বেস্ট ইজ় ইয়েট টু বি, দা লাস্ট অফ লাইফ, ফর হুইচ দা ফার্স্ট ওয়াজ় মেড ।" কবিতার এই লাইনগুলি দিয়েই শুরু হয় টিজ়ার । সেখানে লাইনগুলি আউড়াতে শোনা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে । ভিডিয়োর শুরুতেই লং শটে তুলে ধরা হয়েছে কলকাতা শহরের ছবি । আর তারপরই স্ক্রিনে ভেসে ওঠে সৌমিত্রবাবুর মুখ ।

আজ তাঁর জন্মদিন । বেঁচে থাকলে আজ 86-তে পা দিতেন তিনি । কিন্তু, তা আর সম্ভব হয়নি । গতবছর নভেম্বরেই থেমে যায় তাঁর যাত্রা । আর তাঁর শেষ ছবি 'অভিযান'-এর টিজ়ার মুক্তির জন্য আজকের দিনটিকেই বেছে নেন পরমব্রত চট্টোপাধ্যায় ।

এই ছবির মাধ্যমে বড় পরদায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের গল্প তুলে ধরা হবে । সেখানে তরুণ সৌমিত্রর চরিত্রে অভিনয় করেছেন জিশু সেনগুপ্ত ।

এছাড়াও রয়েছেন পরমব্রত, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তসহ আরও অনেকে । টিজ়ারে কিংবদন্তি অভিনেতার কর্মজীবনের একটা ঝলক তুলে ধরা হয়েছে । যেখানে সংলাপের মাধ্যমে বলা হয়েছে, "আপনি তো শুধু অভিনেতা নন, আপনি কবি, আপনি নাট্যকার, একজন পলিটিকাল অ্যাক্টিভিস্ট"।

এর পাশাপাশি তিনি যে যে ছবিতে অভিনয় করেছিলেন সেগুলির বিভিন্ন অংশও তুলে ধরা হবে ছবিতে । তারই কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছে টিজ়ারের মাধ্যমে । আসলে কিংবদন্তি অভিনেতার নস্টালজিয়া ফিরে এসেছে এই টিজ়ারের মাধ্যমে ।

ফেলুদা নস্টালজিয়াকেও উসকে দিয়েছে এই টিজ়ার । সত্যজিৎ রায়ের পরিচালনায় ওই চরিত্রকে জীবন্ত করে তুলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । টিজ়ারের শেষ সংলাপে ফেলুদার কণ্ঠ শোনা গিয়েছে । যেখানে এক ব্যক্তিকে "ফেলুদা"-র উচ্চারণ শেখাতে দেখা গিয়েছে তাঁকে ।

সোশাল মিডিয়ায় টিজ়ার শেয়ার করে পরমব্রত লেখেন, "একজন প্রকৃত শিল্পীর অভিযান উপলব্ধির চেষ্টা করেছি আমরা । জন্মদিনের প্রণাম, সৌমিত্র জ্যেঠু ! তোমার মত আর কেউ হবে না ।" এর পাশাপাশি এই পোস্টের মাধ্যমে ছবির সব কলাকুশলীকে ধন্যবাদ জানান তিনি ।

খুব শীঘ্রই ছবির ট্রেলার মুক্তি পাবে বলে জানিয়েছেন পরমব্রত । তবে ছবিটি কবে মুক্তি পাবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানাননি তিনি । এদিকে শেষবারের মতো সৌমিত্র চট্টোপাধ্যায়কে বড় পরদায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.