কলকাতা : শ্বাসকষ্ট নিয়ে এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তবে আপাতত একটু স্থিতিশীল তাঁর অবস্থা ৷ তাও বয়সের কারণে আশঙ্কা কাটছে না ডাক্তারদের ৷ আজ অভিনেতাকে দেখতে এলেন প্রসেনজিৎ চ্যাটার্জি ৷
চিত্র পরিচালক শ্যামল বোস আমাদের জানান, "এখনও অবধি অবস্থা স্থিতিশীল, ভয়ের কিছু নেই ৷ তবে বয়সটা বেশি আর নিউমোনিয়া রয়েছে খুব বেশি, কাশতে খুব কষ্ট হচ্ছে ৷ তাই এখন হয়তো ভালো আছেন, হঠাৎ করে কিছু একটা হয়ে যেতে পারে ৷ আশঙ্কা থেকেই যাচ্ছে ৷"
শ্যামল বোস আরও বলেন, "আজ প্রসেনজিৎ চ্যাটার্জি এসেছিলেন ৷ তিনি নিজের সোর্স খাটিয়ে যা যা টেস্ট করানোর করিয়েছেন ৷ ডাক্তাররাও খুব তৎপরতার সঙ্গে সবরকম ব্যবস্থা নিয়েছেন ৷ তাও বয়সের জন্য ফাঁড়া কাটছে না এখনও ৷"
বেশ কয়েকদিন ধরেই শরীর ভালো ছিল না সৌমিত্রর । আজ সকাল সাড়ে ন'টায় তাঁকে ভরতি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ।