ETV Bharat / sitara

শুটিং শেষ 'রাইফেল'-এর, আবেগতাড়িত পরিচালক - Tollywood

ছবির শুটিং করতে করতে পুরো ইউনিট একটা পরিবারের মতো হয়ে ওঠে। পুরো প্রসেসটা একটা জার্নি হয়ে ওঠে যেন। তাই শুটিং শেষে মন খারাপ হয়ে যায় ছবির কলাকুশলীদের। 'রাইফেল'-এর শুটিং শেষে এরকমই অনুভূতি পরিচালক রাজর্ষি দে সহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের।

রাইফেল
author img

By

Published : Jul 3, 2019, 4:06 PM IST

কলকাতা : অর্পিতা চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, পূজারিণী ঘোষের মতো অভিনেতাদের নিয়ে 'রাইফেল' ছবির শুটিংয়ে এতদিন ভীষণ ব্যস্ত ছিলেন পরিচালক রাজর্ষি দে। সদ্য শেষ হল ছবির শুটিং। শুটিং শেষে আবেগতাড়িত হয়ে পড়েছেন পরিচালক রাজর্ষি দে।

রাইফেল
পরিচালকের সঙ্গে ছবির টিম মেম্বাররা

প্রযোজকদের ধন্যবাদ জানিয়ে রাজর্ষি বললেন, "স্মৃতিমেদুর হয়ে থাকবে রাইফেলের জার্নি। যেসব প্রযোজকরা সিনেমার প্রতি দূরদর্শিতা রাখেন, যাঁরা সিনেমাকে ভালোবাসেন, তাঁরা সবসময় শীর্ষে পৌঁছে যান। এরকম বহু উদাহরণ আছে। সুচন্দা ভানিয়া, অক্ষত পান্ডে আমাদের এই জার্নিকে সহজ করে তুলেছেন। আমি সুস্মিতা শীলকেও বিশেষ ধন্যবাদ জানাতে চাই।"বেআইনিভাবে অস্ত্র পাচারের গল্প বলবে রাইফেল। একেবারে আনকোড়া বিষয়বস্তু। সেখানে একজন আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। আর এক পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেছেন পূজারিণী ঘোষ। এবং অসৎ ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এই ছবিতে অভিনয় করেছেন। তিনিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

দেখুন 'রাইফেল'-এর ব়্যাপআপের মুহূর্ত...

রাইফেল
বেআইনি অস্ত্র পাচারের গল্প বলবে 'রাইফেল'
রাইফেল
সেলিব্রেশনের মুহূর্তে
রাইফেল
রাজর্ষি ও পূজারিণী
রাইফেল
ছবির কলাকুশলীরা

কলকাতা : অর্পিতা চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, পূজারিণী ঘোষের মতো অভিনেতাদের নিয়ে 'রাইফেল' ছবির শুটিংয়ে এতদিন ভীষণ ব্যস্ত ছিলেন পরিচালক রাজর্ষি দে। সদ্য শেষ হল ছবির শুটিং। শুটিং শেষে আবেগতাড়িত হয়ে পড়েছেন পরিচালক রাজর্ষি দে।

রাইফেল
পরিচালকের সঙ্গে ছবির টিম মেম্বাররা

প্রযোজকদের ধন্যবাদ জানিয়ে রাজর্ষি বললেন, "স্মৃতিমেদুর হয়ে থাকবে রাইফেলের জার্নি। যেসব প্রযোজকরা সিনেমার প্রতি দূরদর্শিতা রাখেন, যাঁরা সিনেমাকে ভালোবাসেন, তাঁরা সবসময় শীর্ষে পৌঁছে যান। এরকম বহু উদাহরণ আছে। সুচন্দা ভানিয়া, অক্ষত পান্ডে আমাদের এই জার্নিকে সহজ করে তুলেছেন। আমি সুস্মিতা শীলকেও বিশেষ ধন্যবাদ জানাতে চাই।"বেআইনিভাবে অস্ত্র পাচারের গল্প বলবে রাইফেল। একেবারে আনকোড়া বিষয়বস্তু। সেখানে একজন আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। আর এক পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেছেন পূজারিণী ঘোষ। এবং অসৎ ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এই ছবিতে অভিনয় করেছেন। তিনিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

দেখুন 'রাইফেল'-এর ব়্যাপআপের মুহূর্ত...

রাইফেল
বেআইনি অস্ত্র পাচারের গল্প বলবে 'রাইফেল'
রাইফেল
সেলিব্রেশনের মুহূর্তে
রাইফেল
রাজর্ষি ও পূজারিণী
রাইফেল
ছবির কলাকুশলীরা
Intro:অর্পিতা চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়, পূজারিণী ঘোষের মতো কলাকুশলীদের নিয়ে 'রাইফেল' ছবির শুটিংয়ে এতদিন ভীষণ ব্যস্ত ছিলেন পরিচালক রাজর্ষি দে। সদ্য শেষ হল ছবির শুটিং। শুটিং শেষে আবেগতাড়িত হয়ে পড়েছেন পরিচালক রাজর্ষি দে।


Body:প্রযোজকদের ধন্যবাদ জানিয়ে রাজর্ষি বললেন, "স্মৃতিমেদুর হয়ে থাকবে রাইফেলের জার্নি। যেসব প্রযোজকদের সিনেমার প্রতি দূরদর্শিতা রাখেন, যাঁরা সিনেমাকে ভালোবাসেন, তাঁরা সবসময় শীর্ষে পৌঁছে যান। এরকম উদাহরণ ভূরি ভূরি আছে। সুচন্দা ভানিয়া, অক্ষত পান্ডে আমাদের এই জার্নিকে সহজ করে তুলেছেন। আমি সুস্মিতা শীলকেও বিশেষ ধন্যবাদ জানাতে চাই।"

বেআইনিভাবে অস্ত্রপাচারের গল্প বলবে রাইফেল। একেবারে আনকোড়া নতুন বিষয়বস্তু। সেখানে একজন আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। আরেক পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেছেন পূজারিণী ঘোষ। একজন দুষ্টু লোকের চরিত্রে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এই ছবিতে অভিনয় করেছেন। তিনিও উল্লেখযোগ্য।


Conclusion:দেখুন রাইফেলের wrapup ছবি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.