কলকাতা : শিল্পী, টেকনিশিয়ান ও সাপ্লায়ারদের সমস্যা মিটতে না মিটতেই এবার পরিচালকদের সমস্য়া শুরু। বিতর্ক তৈরি হচ্ছে পরিচালকদের পাওনা পারশ্রমিক নিয়ে। বহু পরিচালকেরই অভিযোগ যে তাঁরা দিনের পর দিন কাজ করেও টাকা পাচ্ছেন না। এই অভিযোগকে কেন্দ্র করে গত রবিবার 'ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন'-এর পক্ষ থেকে এক জেনারেল বডি মিটিং এর আহ্বান করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথন, অনিন্দ্য সরকার,সুব্রত সেন, সুদেষ্ণা রায়, শ্রীজিৎ রায়, সুন্দরা বসু সহ আরও অনেকে।
প্রায় ১০০ জন পরিচালকের উপস্থিতিতে এই মিটিং সংঘটিত হয়। সেখানে বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়। যেমন প্রযোজকের সঙ্গে পরিচালকের চুক্তি, যেটা কখনই কাজের আগে তৈরি হয়না। ফলে কাজের আগে টাকার অঙ্কটা একরকম থাকলেও পরে সংখ্যাটা বদলে যায়। এছাড়াও জানানো হয় আরও একটি দাবি। যেখানে বলা হয় কোনও পরিচালককে প্রোজেক্ট থেকে সরাতে গেলে অন্তত ১৫ দিন আগে তাঁকে জানানোটা বাধ্যতামূলক।
অশোক বিশ্বনাথন মিটিং প্রসঙ্গে বলেন, "শুধুমাত্র যে শিল্পী ও টেকনিশিয়ানরা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পাননি এমন নয়। বেশ কিছু পরিচালক রয়েছেন যাঁদের টাকা এখনও বাকি রয়েছে। এবং এর পাশাপাশি আমরা দাবি জানিয়েছি, আমাদের সঙ্গে যেন প্রযোজকরা কাজের আগে লিখিত চুক্তি করেন। কারণ চুক্তি না হওয়ার দরুন, তারা আমাদের প্রাপ্ত পারিশ্রমিক নিয়ে টালবাহানা শুরু করেন। এমন অনেক প্রযোজক রয়েছেন যাঁরা আমাদের পারিশ্রমিক মিটিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের টিডিএস-এর টাকা অ্যাকাউন্টে জমা করেননি। আবার এমন কিছু প্রযোজকও আছেন, যারা টাকা দিতে টালবাহানা শুরু করেছেন। আমরা নতুন করে বেশ কিছু দাবি-দাওয়া জানিয়েছি যেটা তাদের মেনে কাজ করতে হবে।"
এই দিনের মিটিংয়ে করা দাবী-দাওয়া কি মেনে নেবেন প্রযোজকরা? উত্তর দেবে সময়।