ETV Bharat / sitara

এবার বকেয়া পারিশ্রমিকের দাবিতে পরিচালকরা... - Films in Kolkata

শিল্পী, টিকনিশিয়ান, সিনে সাপ্লায়ারদের পর এবার পরিচালক। প্রাপ্য পারশ্রমিক বকেয়া থাকার তালিকায় জুড়ছে একটার পর একটা গোষ্ঠীর নাম। কতদিন চলবে এই অরাজকতা? উত্তর নেই কারো কাছে।

বাংলা সিনেমা
author img

By

Published : Jul 15, 2019, 11:06 PM IST

কলকাতা : শিল্পী, টেকনিশিয়ান ও সাপ্লায়ারদের সমস্যা মিটতে না মিটতেই এবার পরিচালকদের সমস্য়া শুরু। বিতর্ক তৈরি হচ্ছে পরিচালকদের পাওনা পারশ্রমিক নিয়ে। বহু পরিচালকেরই অভিযোগ যে তাঁরা দিনের পর দিন কাজ করেও টাকা পাচ্ছেন না। এই অভিযোগকে কেন্দ্র করে গত রবিবার 'ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন'-এর পক্ষ থেকে এক জেনারেল বডি মিটিং এর আহ্বান করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথন, অনিন্দ্য সরকার,সুব্রত সেন, সুদেষ্ণা রায়, শ্রীজিৎ রায়, সুন্দরা বসু সহ আরও অনেকে।

প্রায় ১০০ জন পরিচালকের উপস্থিতিতে এই মিটিং সংঘটিত হয়। সেখানে বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়। যেমন প্রযোজকের সঙ্গে পরিচালকের চুক্তি, যেটা কখনই কাজের আগে তৈরি হয়না। ফলে কাজের আগে টাকার অঙ্কটা একরকম থাকলেও পরে সংখ্যাটা বদলে যায়। এছাড়াও জানানো হয় আরও একটি দাবি। যেখানে বলা হয় কোনও পরিচালককে প্রোজেক্ট থেকে সরাতে গেলে অন্তত ১৫ দিন আগে তাঁকে জানানোটা বাধ্যতামূলক।

বাংলা সিনেমা
মিটিং চলাকালীন

অশোক বিশ্বনাথন মিটিং প্রসঙ্গে বলেন, "শুধুমাত্র যে শিল্পী ও টেকনিশিয়ানরা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পাননি এমন নয়। বেশ কিছু পরিচালক রয়েছেন যাঁদের টাকা এখনও বাকি রয়েছে। এবং এর পাশাপাশি আমরা দাবি জানিয়েছি, আমাদের সঙ্গে যেন প্রযোজকরা কাজের আগে লিখিত চুক্তি করেন। কারণ চুক্তি না হওয়ার দরুন, তারা আমাদের প্রাপ্ত পারিশ্রমিক নিয়ে টালবাহানা শুরু করেন। এমন অনেক প্রযোজক রয়েছেন যাঁরা আমাদের পারিশ্রমিক মিটিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের টিডিএস-এর টাকা অ্যাকাউন্টে জমা করেননি। আবার এমন কিছু প্রযোজকও আছেন, যারা টাকা দিতে টালবাহানা শুরু করেছেন। আমরা নতুন করে বেশ কিছু দাবি-দাওয়া জানিয়েছি যেটা তাদের মেনে কাজ করতে হবে।"

এই দিনের মিটিংয়ে করা দাবী-দাওয়া কি মেনে নেবেন প্রযোজকরা? উত্তর দেবে সময়।

কলকাতা : শিল্পী, টেকনিশিয়ান ও সাপ্লায়ারদের সমস্যা মিটতে না মিটতেই এবার পরিচালকদের সমস্য়া শুরু। বিতর্ক তৈরি হচ্ছে পরিচালকদের পাওনা পারশ্রমিক নিয়ে। বহু পরিচালকেরই অভিযোগ যে তাঁরা দিনের পর দিন কাজ করেও টাকা পাচ্ছেন না। এই অভিযোগকে কেন্দ্র করে গত রবিবার 'ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন'-এর পক্ষ থেকে এক জেনারেল বডি মিটিং এর আহ্বান করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথন, অনিন্দ্য সরকার,সুব্রত সেন, সুদেষ্ণা রায়, শ্রীজিৎ রায়, সুন্দরা বসু সহ আরও অনেকে।

প্রায় ১০০ জন পরিচালকের উপস্থিতিতে এই মিটিং সংঘটিত হয়। সেখানে বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি আরও কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়। যেমন প্রযোজকের সঙ্গে পরিচালকের চুক্তি, যেটা কখনই কাজের আগে তৈরি হয়না। ফলে কাজের আগে টাকার অঙ্কটা একরকম থাকলেও পরে সংখ্যাটা বদলে যায়। এছাড়াও জানানো হয় আরও একটি দাবি। যেখানে বলা হয় কোনও পরিচালককে প্রোজেক্ট থেকে সরাতে গেলে অন্তত ১৫ দিন আগে তাঁকে জানানোটা বাধ্যতামূলক।

বাংলা সিনেমা
মিটিং চলাকালীন

অশোক বিশ্বনাথন মিটিং প্রসঙ্গে বলেন, "শুধুমাত্র যে শিল্পী ও টেকনিশিয়ানরা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পাননি এমন নয়। বেশ কিছু পরিচালক রয়েছেন যাঁদের টাকা এখনও বাকি রয়েছে। এবং এর পাশাপাশি আমরা দাবি জানিয়েছি, আমাদের সঙ্গে যেন প্রযোজকরা কাজের আগে লিখিত চুক্তি করেন। কারণ চুক্তি না হওয়ার দরুন, তারা আমাদের প্রাপ্ত পারিশ্রমিক নিয়ে টালবাহানা শুরু করেন। এমন অনেক প্রযোজক রয়েছেন যাঁরা আমাদের পারিশ্রমিক মিটিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের টিডিএস-এর টাকা অ্যাকাউন্টে জমা করেননি। আবার এমন কিছু প্রযোজকও আছেন, যারা টাকা দিতে টালবাহানা শুরু করেছেন। আমরা নতুন করে বেশ কিছু দাবি-দাওয়া জানিয়েছি যেটা তাদের মেনে কাজ করতে হবে।"

এই দিনের মিটিংয়ে করা দাবী-দাওয়া কি মেনে নেবেন প্রযোজকরা? উত্তর দেবে সময়।

Intro:বকেয়া পারিশ্রমিকের দাবিতে এবার বৈঠকে বসলেন পরিচালকদের সংগঠন

অমিত চক্রবর্তী,কলকাতা: এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল যে বাংলা ধারাবাহিকের শিল্পী, টেকনিশিয়ান ও সিনে সাপ্লায়াররা দীর্ঘদিন ধরে কাজ করবার পরও তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না।এই নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা ও আন্দোলন করার পর অবশেষে কিছু শিল্পী টেকনিশিয়ান ও সিনে সাপ্লায়াররা তাদের টাকা পেতে শুরু করেছেন। যদিও বা সেই সংখ্যা খুবই কম এখনো প্রচুর শিল্পী ও টেকনিশিয়ান রয়েছেন যারা তাদের ন্যায্য পারিশ্রমিক পান নি গত কয়েক মাস ধরে। যদিও বা এরপর ফেডারেশন ,আর্টিস্ট ফোরাম ও রাজ্য সরকারের উদ্যোগে কিছুটা কাজ হয়েছে। তবে এবার বিতর্ক বেধেছে পরিচালকদের পাওনা পারিশ্রমিক নিয়ে। যে সংখ্যা প্রায় 100। এই ক্ষেত্রেও সেই একই অভিযোগ সময় মত কাজ করে তারা টাকা পাচ্ছেন না। এবং এর পাশাপাশি কাজের আগে তাদের সঙ্গে কোনো রকমের চুক্তি স্বাক্ষরিত হয় না, যে কারণে প্রথমে একরকম টাকার কথা বলে কাজ শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে সংখ্যাটা পাল্টে যায়।

আর এই বিষয়কে কেন্দ্র করে গত রবিবার ডাইরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া ফিল্ম এন্ড টেলিভিশন এর পক্ষ থেকে এক জেনারেল বডি মিটিং এর আহবান করা হয়েছিল। সেই মিটিং-এ বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি, পরিচালকদের সঙ্গে প্রযোজকদের চুক্তি ও কোন পরিচালক কে সরাতে হলে 15 দিন আগে জানানো বাধ্যতামূলক এমন বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রবিবারের এই পরিচালকদের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট অশোক বিশ্বনাথন, অনিন্দ্য সরকার,সুব্রত সেন, সুদেষ্ণা রায়, শ্রীজিৎ রায়, সুন্দরা বাসু সহ আরো অনেকে।

তাদের এই মিটিং প্রসঙ্গে অশোক বিশ্বনাথন জানালেন, "শুধুমাত্র যে শিল্পী ও টেকনিশিয়ানরা তাদের প্রাপ্য পারিশ্রমিক পান নি এমন নয়। বেশ কিছু পরিচালক রয়েছেন যাদের এখনও টাকা বাকি রয়েছে। এবং এর পাশাপাশি আমরা দাবি জানিয়েছি, আমাদের সঙ্গে প্রযোজকরা কাজ শুরুর আগে লিখিত চুক্তি করবেন। কারণ চুক্তি না হওয়ার দরুন, তারা আমাদের প্রাপ্ত পারিশ্রমিক নিয়ে টালবাহানা শুরু করেন। এমন অনেক প্রয়োজন রয়েছেন যারা আমাদের পারিশ্রমিক মিটিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের টিডিএস এর টাকা একাউন্টে জমা করেন নি। তবে এমন এখনো বেশ কিছু প্রযোজক রয়েছেন, যারা তাদের প্রাপ্য টাকা দিতে তালবাহানা শুরু করেছেন। এবং আমরা নতুন করে বেশ কিছু দাবি-দাওয়া জানিয়েছি যেটা তাদেরকে মেনে কাজ করতে হবে।"




Body:স্টিল কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.