নয়াদিল্লি, 26 মার্চ: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নকল প্রেসক্রিপশন দেখিয়ে তাঁকে মাদক পেতে সুবিধে করে দিয়েছিলেন ৷ অভিনেত্রী রিয়া চক্রবর্তীর এই অভিযোগের ভিত্তিতে সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল মুম্বই পুলিশ ৷ তা খারিজ করে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ তবে তাঁর পিটিশন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷
প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বিচারপতি এএস বোপান্না ও ভি রামসুব্রহ্মণ্যমের বেঞ্চ জানিয়েছে, "এই পিটিশন আমরা মেনে নিচ্ছি না ৷" এই রায়ের পর উচ্ছ্বসিত রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে ৷ তিনি বলেছেন, "সুপ্রিম কোর্টের এই রায়ে আমরা দারুণ খুশি ৷ ভারতে ন্যায়বিচার হয় ৷ দেশের বিচারব্যবস্থার প্রতি আমার আস্থা আছে ৷"
আরও পড়ুন:সুশান্তের দিদির বিরুদ্ধে রিয়ার মামলা খারিজ করল হাইকোর্ট
রিয়া তাঁর অভিযোগে জানিয়েছিলেন, প্রয়াত অভিনেতা যাতে নিষিদ্ধ ওষুধ পেতে পারেন, সে জন্য জনৈক ডাক্তার তরুণ কুমারের সঙ্গে ষড়যন্ত্র করে জাল প্রেসক্রিপশন তৈরি করিয়েছিলেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা ৷