ETV Bharat / sitara

কোরোনা পরিস্থিতির মধ্যে বিদেশে পাড়ি শাশ্বতর - films shooting

কোরোনা পরিস্থিতির মধ্যেই বিদেশে পাড়ি দিতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায় । আর এই সফরে তাঁর সঙ্গী চূর্ণী গাঙ্গুলি, পায়েল সরকার ও ব্রাত্য বসু ।

োে্
োে্
author img

By

Published : Sep 4, 2020, 1:52 PM IST

কলকাতা : কোরোনা পরিস্থিতির মধ্যেই বিদেশে পাড়ি দিতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায় । যদিও একা যাচ্ছেন না তিনি । যদিও পরিবারের সঙ্গে ঘুরতে যাচ্ছেন না অভিনেতা । আসলে একটি ছবির জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন তিনি ।

আর এই সফরে শাশ্বতর সঙ্গী হিসেবে যাচ্ছেন চূর্ণী গাঙ্গুলি ও পায়েল সরকার । আর যাচ্ছেন ব্রাত্য বসু । এসকে মুভিজ়ের সঙ্গে এই প্রথম কাজ করছেন শাশ্বত । আর এসকে মুভিজ় মানে বিদেশে শুটিং থাকবেই । প্রযোজকই সব বন্দোবস্ত করে দিচ্ছেন । পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায় । সেই 'মেঘে ধাকা তারা' থেকে শুরু করে 'গুডনাইট সিটি', কমলেশ্বরের অত্যন্ত পছন্দের অভিনেতা শাশ্বত । তাই তাঁর 'অনুসন্ধান' ছবিতেও কমলেশ্বর কাস্ট করেছেন শুভেন্দু পুত্রকে ।

লকডাউনে অনেক অভিনেতাই বাড়িতে বসে সময় কাটিয়েছেন । তাই যতটা তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে চান সবাই । শ্বাশতও ব্যতিক্রম নন । এই ছবি প্রসঙ্গে তিনি ETV ভারতকে বলেন, "এই ছবির জন্যই আমি এই মাসে বিদেশে যাচ্ছি, মনে হয় লন্ডনে । এটা একটা থ্রিলার ধর্মী ছবি । আর এসকে মুভিজ়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ । ছবি নিয়ে খুব বেশি কিছু বলা যাবে না । তবে প্রচুর মিস্ট্রি আছে ।"

অনেকরকম নিয়ম পালন করে শুটিংয়ে যাচ্ছেন তাঁরা । লন্ডন থেকে ফিরে এসে আবার 14 দিনের হোম কোয়ারানটিনে থাকতে হবে তাঁদের । তারপর আরও একটি ছবিতে কাজ করা শুরু করবেন শাশ্বত । সেই ছবির পরিচালক সপ্তাশ্ব বসু । সেখানে আবার তাঁর সঙ্গী রুদ্রনীল ঘোষ ।

কলকাতা : কোরোনা পরিস্থিতির মধ্যেই বিদেশে পাড়ি দিতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায় । যদিও একা যাচ্ছেন না তিনি । যদিও পরিবারের সঙ্গে ঘুরতে যাচ্ছেন না অভিনেতা । আসলে একটি ছবির জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন তিনি ।

আর এই সফরে শাশ্বতর সঙ্গী হিসেবে যাচ্ছেন চূর্ণী গাঙ্গুলি ও পায়েল সরকার । আর যাচ্ছেন ব্রাত্য বসু । এসকে মুভিজ়ের সঙ্গে এই প্রথম কাজ করছেন শাশ্বত । আর এসকে মুভিজ় মানে বিদেশে শুটিং থাকবেই । প্রযোজকই সব বন্দোবস্ত করে দিচ্ছেন । পরিচালনায় কমলেশ্বর মুখোপাধ্যায় । সেই 'মেঘে ধাকা তারা' থেকে শুরু করে 'গুডনাইট সিটি', কমলেশ্বরের অত্যন্ত পছন্দের অভিনেতা শাশ্বত । তাই তাঁর 'অনুসন্ধান' ছবিতেও কমলেশ্বর কাস্ট করেছেন শুভেন্দু পুত্রকে ।

লকডাউনে অনেক অভিনেতাই বাড়িতে বসে সময় কাটিয়েছেন । তাই যতটা তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে চান সবাই । শ্বাশতও ব্যতিক্রম নন । এই ছবি প্রসঙ্গে তিনি ETV ভারতকে বলেন, "এই ছবির জন্যই আমি এই মাসে বিদেশে যাচ্ছি, মনে হয় লন্ডনে । এটা একটা থ্রিলার ধর্মী ছবি । আর এসকে মুভিজ়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ । ছবি নিয়ে খুব বেশি কিছু বলা যাবে না । তবে প্রচুর মিস্ট্রি আছে ।"

অনেকরকম নিয়ম পালন করে শুটিংয়ে যাচ্ছেন তাঁরা । লন্ডন থেকে ফিরে এসে আবার 14 দিনের হোম কোয়ারানটিনে থাকতে হবে তাঁদের । তারপর আরও একটি ছবিতে কাজ করা শুরু করবেন শাশ্বত । সেই ছবির পরিচালক সপ্তাশ্ব বসু । সেখানে আবার তাঁর সঙ্গী রুদ্রনীল ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.