ETV Bharat / sitara

রুমা গুহ ঠাকুরতাকে শ্রদ্ধা জানালো 'ক্যালকাটা ইয়ুথ কয়্যার'

৩ জুন ভোররাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম সংগীত শিল্পী, অভিনেত্রী রুমা গুহঠাকুরতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর দিন কয়েক আগে মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন নাতবউকে দেখতে। ২ জুন বাড়ির সকলের সঙ্গে আনন্দ করেছিলেন রুমা। এই সেটাই ছিল তাঁর শেষ আনন্দ। রুমা গুহ ঠাকুরতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে চলচ্চিত্র এবং সংগীত জগৎ। দীর্ঘদিন সংগীত জগতের সঙ্গে যুক্ত এই কিংবদন্তি শিল্পী নিজে হাতে তৈরি করেছিলেন 'ক্যালকাটা ইয়ুথ কয়্যার'। আজ তাঁকে শ্রদ্ধা জানাতে ক্যালকাটা ইয়ুথ কয়্যার একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল মধ্য কলকাতার ICCR প্রেক্ষাগৃহে। সেখানে উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, উষা উত্থুপের মতো সঙ্গীত শিল্পীরা। উপস্থিত ছিল ETV ভারতও।

রুমা গুহ ঠাকুরতা
author img

By

Published : Jun 7, 2019, 4:45 PM IST


কলকাতা : স্মৃতির সাগরে ভেসে যেতে যেতে ঊষা উত্থুপ বললেন, "রুমাদি নিজেই একজন ইনস্টিটিউশন। ভালো গায়িকা কিনা বিচার করতে চাই না। রুমাদি একজন অরিজিনাল সিংগার। ক্যালকাটা ইয়ুথ কয়্যারের পায়ওনিয়ার তিনি। রুমাদি চলে গেলেও ক্যালকাটা ইয়ুথ কয়্যার যেন থেমে না থাকে। এই ঐতিহ্য যেন বয়ে নিয়ে যায় পরবর্তী প্রজন্ম।"

স্মৃতি রোমন্থন করলেন ঊষা। বললেন, "রুমাদি যখন মুম্বইতে ছিলেন, আমাকে ফোন করতেন। আমরা দুজনেই ফোনে খুব কথা বলতাম। আমরা একই পাড়ার মেয়ে। আমার মাথার এই ফুল রুমাদিরই জন্য। যেখানেই গিয়েছি, প্যাকিংয়ের আগে ফুল নিয়েছি। আমি বলতে চাই, রুমাদি থ্যাঙ্ক ইউ। আমাকে এতো আনন্দ দেওয়ার জন্য।" রুমা গুহ ঠাকুরতাকে মিস করবেন উষা, জানালেন তিনি।


একদল তরুণ তরুণীকে পাশে পেয়ে, সত্যজিৎ রায় এবং সলিল চৌধুরিকে সঙ্গে নিয়ে ১৯৫৮ সালে রুমা গুহ ঠাকুরতা তৈরি করেন ক্যালকাটা ইয়ুথ কয়্যার। সেই সময় যাঁরা যাঁরা সেই কয়্যারের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা আজ সকলেই ICCR'এ পারফর্ম করলেন রুমা গুহ ঠাকুরতা নির্দেশিত কিছু গান। দেখুন ভিডিয়োতে..

স্মরণসভায়...


কলকাতা : স্মৃতির সাগরে ভেসে যেতে যেতে ঊষা উত্থুপ বললেন, "রুমাদি নিজেই একজন ইনস্টিটিউশন। ভালো গায়িকা কিনা বিচার করতে চাই না। রুমাদি একজন অরিজিনাল সিংগার। ক্যালকাটা ইয়ুথ কয়্যারের পায়ওনিয়ার তিনি। রুমাদি চলে গেলেও ক্যালকাটা ইয়ুথ কয়্যার যেন থেমে না থাকে। এই ঐতিহ্য যেন বয়ে নিয়ে যায় পরবর্তী প্রজন্ম।"

স্মৃতি রোমন্থন করলেন ঊষা। বললেন, "রুমাদি যখন মুম্বইতে ছিলেন, আমাকে ফোন করতেন। আমরা দুজনেই ফোনে খুব কথা বলতাম। আমরা একই পাড়ার মেয়ে। আমার মাথার এই ফুল রুমাদিরই জন্য। যেখানেই গিয়েছি, প্যাকিংয়ের আগে ফুল নিয়েছি। আমি বলতে চাই, রুমাদি থ্যাঙ্ক ইউ। আমাকে এতো আনন্দ দেওয়ার জন্য।" রুমা গুহ ঠাকুরতাকে মিস করবেন উষা, জানালেন তিনি।


একদল তরুণ তরুণীকে পাশে পেয়ে, সত্যজিৎ রায় এবং সলিল চৌধুরিকে সঙ্গে নিয়ে ১৯৫৮ সালে রুমা গুহ ঠাকুরতা তৈরি করেন ক্যালকাটা ইয়ুথ কয়্যার। সেই সময় যাঁরা যাঁরা সেই কয়্যারের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা আজ সকলেই ICCR'এ পারফর্ম করলেন রুমা গুহ ঠাকুরতা নির্দেশিত কিছু গান। দেখুন ভিডিয়োতে..

স্মরণসভায়...
Intro:৩ জুন ভোররাতে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম সংগীত শিল্পী, অভিনেত্রী রুমা গুহঠাকুরতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর দিন কয়েক আগে মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন নাত বউকে দেখতে। ২ জুন বাড়ির সকলের সঙ্গে আনন্দ করেছিলেন রুমা। এই তাঁর শেষ আনন্দ। রুমা গুহ ঠাকুরতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে চলচ্চিত্র এবং সংগীত জগৎ। দীর্ঘদিন সংগীত জগতের সঙ্গে যুক্ত এই কিংবদন্তি শিল্পী নিজে হাতে তৈরি করেছিলেন ক্যালকাটা ইয়ুথ কয়্যার। আজ তাঁকে শ্রদ্ধা জানাতে ক্যালকাটা ইয়ুথ কয়্যার একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল মধ্য কলকাতার ICCR'এর প্রেক্ষাগৃহে। সেখানে উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, উষা উত্থুপের মতো সঙ্গীত শিল্পীরাও। উপস্থিত ছিল ETV ভারতও।


Body:স্মৃতির সাগরে ভেসে যেতে যেতে ঊষা উথুপ বললেন, "রুমা দিয়ে নিজেই একজন ইনস্টিটিউশন। ভালো গায়িকা কিনা বিচার করতে চাই না। রুমা দিয়ে একজন অরিজিনাল সিংগার। ক্যালকাটা ইয়ুথ কয়্যারের পায়ওনিয়ার তিনি। আজ রুনাদি চলে গেলেন। ক্যালকাটা ইয়ুথ কয়্যার যেন থেমে না থাকে। এই ঐতিহ্য যেন বয়ে নিয়ে যায় পরবর্তী প্রজন্ম।"

স্মৃতি রোমন্থন করলেন ঊষা, "রুমাদি যখন মুম্বইতে ছিলেন, আমাকে ফোন করতেন। আমরা দুজনই ফোনে খুব কথা বলতাম। আমরা একই পাড়ার মেয়ে। আমার মাথার এই ফুল রুমাদিরই জন্য। যেখানেই গিয়েছি, প্যাকিংয়ের আগে ফুল নিয়েছি। আমি বলতে চাই, রুমাদি থ্যাঙ্ক ইউ। আমাকে এতো আনন্দ দেওয়ার জন্য। পুজোর সময় রুমাদি খুব মন খারাপ করতেন। আমার পুজো লিস্টে একেবারে প্রথমে থাকতেন রুমাদি। থাকতেন কেন বলছি। এখনও থাকবেন। এবছর পুজোতেও আমি রুমা দিকে শাড়ি দেব। আমার দেওয়া শাড়ি রুমাদি খুব পছন্দ করতেন। আমরা একসঙ্গে অনেক মিউজিক করেছি। অনেক গসিপ করেছি। উনি খুব ডিগনিফায়েড, ওয়ান্ডারফুল লেডি। আই উইল মিস ইউ রুমাদি।"






Conclusion:একদল তরুণ তরুণীকে পাশে পেয়ে, সত্যজিৎ রায় এবং সলিল চৌধুরীকে সঙ্গে নিয়ে ১৯৫৮ সালে রুমা গুহ ঠাকুরতা তৈরি করেন ক্যালকাটা ইয়ুথ কয়্যার। সেই সময় যাঁরা যাঁরা সেই কয়্যারের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা আজ সকলেই ICCR'এ পারফর্ম করলেন রুমা গুহ ঠাকুরতা নির্দেশিত কিছু গান গেয়ে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.