কলকাতা : তাঁর সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । মেয়ের চরিত্রেও অভিনয় করেছেন । শুধু একজন সহ-অভিনেতা নন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন ঋতুপর্ণার অভিভাবকও । 'শ্বেত পাথরের থালা', 'পারমিতা একদিন', ' বসু পরিবার', 'বেলাশেষে' পিতৃতুল্য এই মানুষটিকে হারিয়ে আজ বড় অসহায় বোধ করছেন টলিকুইন ।
ঋতুপর্ণা বলেন, "কোনও কাছের মানুষ চলে গেলে, মানুষ যেমন অসহায় হয়ে যায় আমারও ঠিক সেই রকমই একটা অবস্থা হয়েছে । ঠিক বুঝতে পারছি না কী বলব । নিজেকে কীভাবে সামলাব বুঝতে পারছি না । মনটা অনেক দিন ধরেই খারাপ ছিল । সৌমিত্রকাকু অসুস্থ ছিলেন । অসুস্থতার খবর পেলেই প্রার্থনা করতাম, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান । জীবনের লম্বা পরিসরে অনেকবারই অসুস্থ হয়েছেন সৌমিত্রকাকু । বারবার আমাদের হাসিয়ে ফিরে এসেছেন । আমাদের কখনওই নিরাশ করেননি । কিন্তু আজকে একেবারেই নিরাশ হয়ে গেলাম ।"
তিনি আরও বলেন, "আজ থেকে পঁচিশ-ছাব্বিশ বছর আগে যখন অভিনয় করতে এসেছিলাম, সেই দিন থেকেই সৌমিত্রকাকুর আদরের স্পর্শ পেয়েছিলাম । এত ভালোবাসা, এত আবেগ, এত শিক্ষা - জানি না খুব একটা অন্য কারও কাছে পেয়েছি কি না । কত বছর ধরে দেখেছি সৌমিত্রকাকুকে । সে যেন এক অদ্ভুত সম্পর্ক । সৌমিত্রকাকুর সঙ্গে ভয়ে ভয়ে অভিনয় করা, সেই শুরুটা হয়েছিল 'শ্বেত পাথরের থালা'-র সঙ্গে । 'শেষচিঠি' বলে একটা ছবি করেছিলাম তনুজা আন্টি আর সৌমিত্রকাকুর সঙ্গে । পরিচালক ছিলেন শিশির মজুমদার, সেটা আমার জন্য একটা সাংঘাতিক অভিজ্ঞতা । সৌমিত্রকাকু তখন অনেক কম বয়স্ক ছিলেন । পরবর্তীকালে আমি সৌমিত্রকাকুকে বলেছিলাম, 'আপনার মতো এত হ্যান্ডসাম কাউকে দেখিনি ।' রঙিন শার্ট পরতেন সৌমিত্রকাকু । আমি জিজ্ঞেস করতাম, 'এইটা তোমার কোনও গার্লফ্রেন্ড দিয়েছে ?' বলতেন, 'এইটা আমার গার্লফ্রেন্ড জার্মানি থেকে পাঠিয়েছে ।' অদ্ভুত সব সময় কাটিয়েছে এই মানুষগুলোর সঙ্গে । আজ অনেক স্মৃতি ভিড় করে আসছে । কী বলব আমি জানি না ।"
তবে শুধু ঋতুপর্ণাই নন । শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা ।
রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (নাট্যব্যক্তিত্ব) : চলচিত্র এবং মঞ্চাভিনেতা হিসেবেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের জনমানসে । কিন্তু এর বাইরে তিনি ছিলেন একজন পরিপূর্ণ সৃজনশীল মানুষ । তাঁর আচার- ব্যবহার, খাওয়াদাওয়া, পোশাকআশাক, আড্ডা মারা এবং বন্ধুত্ব, এই সব কিছুর মধ্যেই ছিল তাঁর সৃজনশীলতা । আর অভিনয় ছাড়াও তাঁর অনেক ব্যাপারে বিশেষ আগ্রহ ছিল । অভিনয়ের ব্যাপারে যতটা তিনি ডেডিকেটেড ছিলেন ততটাই সিরিয়াস ছিলেন কবিতা লেখা বা সম্পাদনার ব্যাপারে । তিনি ছিলেন প্রকৃতপক্ষে একজন জীবনশিল্পী ।
সৃজিত মুখার্জি : ভালো থেকো ।
-
Bhalo theko. pic.twitter.com/5TNckvWjBz
— Srijit Mukherji (@srijitspeaketh) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bhalo theko. pic.twitter.com/5TNckvWjBz
— Srijit Mukherji (@srijitspeaketh) November 15, 2020Bhalo theko. pic.twitter.com/5TNckvWjBz
— Srijit Mukherji (@srijitspeaketh) November 15, 2020
আবির চ্যাটার্জি : আমরা তোমাকে খুব মিস করব, সিনেমা তোমাকে খুব মিস করবে
-
The legend says goodbye...We will miss you..Cinema will miss you..
— Abir Chatterjee (@itsmeabir) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
ভালো থেকো......
">The legend says goodbye...We will miss you..Cinema will miss you..
— Abir Chatterjee (@itsmeabir) November 15, 2020
ভালো থেকো......The legend says goodbye...We will miss you..Cinema will miss you..
— Abir Chatterjee (@itsmeabir) November 15, 2020
ভালো থেকো......
জিৎ : একটা যুগের অবসান হল ।
-
Demise of the legend, the King Of Bangla cinema Soumitra chatterjee. It’s end of an Era. He will always remain in our hearts through his immense body of work. Had a fantastic bonding with him. Will miss you!!! #Restinpeacelegend. 🙏 pic.twitter.com/P30wDrq6To
— Jeet (@jeet30) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Demise of the legend, the King Of Bangla cinema Soumitra chatterjee. It’s end of an Era. He will always remain in our hearts through his immense body of work. Had a fantastic bonding with him. Will miss you!!! #Restinpeacelegend. 🙏 pic.twitter.com/P30wDrq6To
— Jeet (@jeet30) November 15, 2020Demise of the legend, the King Of Bangla cinema Soumitra chatterjee. It’s end of an Era. He will always remain in our hearts through his immense body of work. Had a fantastic bonding with him. Will miss you!!! #Restinpeacelegend. 🙏 pic.twitter.com/P30wDrq6To
— Jeet (@jeet30) November 15, 2020