ETV Bharat / sitara

"ইতিহাসের অংশ হয়ে থাকবে আমাদের প্রিয় তাপসদা" - tapas pal death

ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাপস পালের । আজ ভোর 3 টে 51 মিনিটে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ।

্িু
্িু
author img

By

Published : Feb 18, 2020, 11:30 AM IST

কলকাতা : তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড । আজ ভোররাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 61 বছর । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ।

ঋতুপর্ণা বলেন, "তাপসদা চলে গেলেন । একটা যুগ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের অবসান । তাপসদার হাসি, অভিব্যক্তি আর অভাবনীয় অভিনয় ক্ষমতা বাঙালিকে চিরকাল বিস্মিত করে রাখবে । ইতিহাসের একটা বড় অংশ হয়ে থাকবে আমাদের সকলের প্রিয় তাপসদা । অনেক দুর্দিনে তিনি সুদিন দেখিয়েছিলেন বাংলা সিনেমাকে, বাঙালি দর্শককে । তাঁর ভুবনভোলানো হাসির ছোঁয়া সবার মনে জ্বলজ্বল করবে চিরদিন । অনেক স্নেহ, মমতা , ভালোবাসা পেয়েছি এই মানুষটির কাছে ও তাঁর স্ত্রী নন্দিনীর কাছে । হয়তো অনেক বড় অভিমান নিয়েই চলে গেলেন তিনি । সকলের অগোচরে নিঃশব্দে । তুমি যেখানেই থাকো ভালো থেকো । আমরা সবাই তোমাকে খুব মিস করব তাপসদা ।"

টুইট করেও শোকপ্রকাশ করেন ঋতুপর্ণা । লেখেন, "একজন বন্ধু, সহকারী ও সহ অভিনেতা...বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় ক্ষতি..."

28 জানুয়ারি মেয়ে সোহিনী পালের সঙ্গে দেখা করতে মুম্বই গিয়েছিলেন । ফেরার কথা ছিল 2 ফেব্রুয়ারি । ফেরার বিমান ধরার আগেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি । তারপর হাসপাতালে ভরতি হন । সেই থেকে হাসপাতালেই ছিলেন । আজ ভোর 3 টে 51 মিনিটে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর । বাঁচানো যায়নি 'দাদার কীর্তি'র অভিনেতাকে ৷

কলকাতা : তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড । আজ ভোররাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 61 বছর । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ।

ঋতুপর্ণা বলেন, "তাপসদা চলে গেলেন । একটা যুগ, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের অবসান । তাপসদার হাসি, অভিব্যক্তি আর অভাবনীয় অভিনয় ক্ষমতা বাঙালিকে চিরকাল বিস্মিত করে রাখবে । ইতিহাসের একটা বড় অংশ হয়ে থাকবে আমাদের সকলের প্রিয় তাপসদা । অনেক দুর্দিনে তিনি সুদিন দেখিয়েছিলেন বাংলা সিনেমাকে, বাঙালি দর্শককে । তাঁর ভুবনভোলানো হাসির ছোঁয়া সবার মনে জ্বলজ্বল করবে চিরদিন । অনেক স্নেহ, মমতা , ভালোবাসা পেয়েছি এই মানুষটির কাছে ও তাঁর স্ত্রী নন্দিনীর কাছে । হয়তো অনেক বড় অভিমান নিয়েই চলে গেলেন তিনি । সকলের অগোচরে নিঃশব্দে । তুমি যেখানেই থাকো ভালো থেকো । আমরা সবাই তোমাকে খুব মিস করব তাপসদা ।"

টুইট করেও শোকপ্রকাশ করেন ঋতুপর্ণা । লেখেন, "একজন বন্ধু, সহকারী ও সহ অভিনেতা...বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় ক্ষতি..."

28 জানুয়ারি মেয়ে সোহিনী পালের সঙ্গে দেখা করতে মুম্বই গিয়েছিলেন । ফেরার কথা ছিল 2 ফেব্রুয়ারি । ফেরার বিমান ধরার আগেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি । তারপর হাসপাতালে ভরতি হন । সেই থেকে হাসপাতালেই ছিলেন । আজ ভোর 3 টে 51 মিনিটে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর । বাঁচানো যায়নি 'দাদার কীর্তি'র অভিনেতাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.