ETV Bharat / sitara

অভিনেতা হিসাবে ডেবিউ করছেন ব়্য়াপার বাদশা

একাধিক হিট গান উপহার দেওয়ার পর এবার অভিনয়ে মন দিয়েছেন ব়্য়াপার বাদশা। শোনা যাচ্ছে, বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেতা হিসাবে। ডেবিউটেন্ট পরিচালক শিল্পী দাশগুপ্তের নতুন ছবিতে দেখা যাবে তাঁকে।

badshah
author img

By

Published : Feb 12, 2019, 8:26 AM IST

জানুয়ারি মাস থেকেই পঞ্জাবে শুরু হয়ে গেছে ছবির শুটিং। এই ছবি সম্পর্কে বাদশা বলেন, "ছবিতে আমার চরিত্র অনেকটা বাস্তবের আমির মতোই। অনেকটা সময় নেওয়ার পরেই আমি এই ছবিটি করতে রাজি হয়েছি। ছবিটি বেশ আলাদা ও ইউনিক।"

ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, মহাবীর জৈন, মৃগদীপ সিং লাম্বা। এই ছবির চিত্রনাট্য় লিখেছেন গৌতম মেহরা। বাদশার বিপরীতে দেখা যাবে সোনাক্ষী সিনহা, বরুণ শর্মা, অন্নু কাপুর, কুলভূষণ খরবন্দা ও নাদিরা বব্বরকে। চলতি বছরের অগাস্টে মুক্তি পেতে পারে এই ছবি।


জানুয়ারি মাস থেকেই পঞ্জাবে শুরু হয়ে গেছে ছবির শুটিং। এই ছবি সম্পর্কে বাদশা বলেন, "ছবিতে আমার চরিত্র অনেকটা বাস্তবের আমির মতোই। অনেকটা সময় নেওয়ার পরেই আমি এই ছবিটি করতে রাজি হয়েছি। ছবিটি বেশ আলাদা ও ইউনিক।"

ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, মহাবীর জৈন, মৃগদীপ সিং লাম্বা। এই ছবির চিত্রনাট্য় লিখেছেন গৌতম মেহরা। বাদশার বিপরীতে দেখা যাবে সোনাক্ষী সিনহা, বরুণ শর্মা, অন্নু কাপুর, কুলভূষণ খরবন্দা ও নাদিরা বব্বরকে। চলতি বছরের অগাস্টে মুক্তি পেতে পারে এই ছবি।


Intro:Body:

একাধিক হিট গান উপহার দেওয়ার পর এবার অভিনয়ে মন দিয়েছেন ব়্য়াপার বাদশা। শোনা যাচ্ছে, বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেতা হিসাবে। ডেবিউটেন্ট পরিচালক শিল্পী দাশগুপ্তের নতুন ছবিতে দেখা যাবে তাঁকে।



জানুয়ারি মাস থেকেই পঞ্জাবে শুরু হয়ে গেছে ছবির শুটিং। এই ছবি সম্পর্কে বাদশা বলেন, "ছবিতে আমার চরিত্র অনেকটা বাস্তবের আমির মতোই। অনেকটা সময় নেওয়ার পরেই আমি এই ছবিটি করতে রাজি হয়েছি। ছবিটি বেশ আলাদা ও ইউনিক।"



ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, মহাবীর জৈন, মৃগদীপ সিং লাম্বা। এই ছবির চিত্রনাট্য় লিখেছেন গৌতম মেহরা। বাদশার বিপরীতে দেখা যাবে সোনাক্ষী সিনহা, বরুণ শর্মা, অন্নু কাপুর, কুলভূষণ খরবন্দা ও নাদিরা বব্বরকে। চলতি বছরের অগাস্টে মুক্তি পেতে পারে এই ছবি।




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.