জানুয়ারি মাস থেকেই পঞ্জাবে শুরু হয়ে গেছে ছবির শুটিং। এই ছবি সম্পর্কে বাদশা বলেন, "ছবিতে আমার চরিত্র অনেকটা বাস্তবের আমির মতোই। অনেকটা সময় নেওয়ার পরেই আমি এই ছবিটি করতে রাজি হয়েছি। ছবিটি বেশ আলাদা ও ইউনিক।"
ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, মহাবীর জৈন, মৃগদীপ সিং লাম্বা। এই ছবির চিত্রনাট্য় লিখেছেন গৌতম মেহরা। বাদশার বিপরীতে দেখা যাবে সোনাক্ষী সিনহা, বরুণ শর্মা, অন্নু কাপুর, কুলভূষণ খরবন্দা ও নাদিরা বব্বরকে। চলতি বছরের অগাস্টে মুক্তি পেতে পারে এই ছবি।