ETV Bharat / sitara

এবার পরিচালনায় রাহুল ? - rahul_banerjee

চলছে রাহুলের একটি নতুন ভেঞ্চারের কাজও । এবার পরিচালনায় মন দিয়েছেন তিনি ।

্ি
ে্ি
author img

By

Published : Feb 4, 2020, 11:54 PM IST

কলকাতা : বাংলা ছবির জগতে প্রতিষ্ঠিত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় । ছোটোপরদায়-বড়পরদায় সমানতালে অভিনয় করেন তিনি । এই মুহূর্তে তিনি কাজ করছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্যর 'মায়াভয়' ছবিতে । এছাড়াও কাজ করছেন প্রদীপ্ত ভট্টাচার্যের একটি শর্টফিল্মে । কিন্তু, এর ফাঁকেই চলছে রাহুলের একটি নতুন ভেঞ্চারের কাজও । এবার পরিচালনায় মন দিয়েছেন তিনি । নিজেই সেই কথা জানালেন ETV ভারত সিতারাকে ।

রাহুল বলেন, "পরিচালনার কাজে যুক্ত হতে চলেছি । উল্লাস মল্লিকের একটি গল্প নিয়ে ছবি বানাব । সেরকম ইচ্ছে রয়েছে । ইতিমধ্যেই ছবি নিয়ে চিত্রনাট্যর কাজ করছি । ভূতের ছবি হবে । যদিও কারা কাজ করবে এখনও চূড়ান্ত হয়নি । কিন্তু কোন গল্প নিয়ে ছবি হবে সেটা এখনই বলা যাবে না । আমি উল্লাসদার থেকে গল্পটা নিয়ে রেখেছি ।"

এর পাশাপাশি এবার দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাহুলকে । তাও আবার গুপি ও বাঘার চরিত্রে । ছবির নাম 'গুপী বাঘা ইন হাফগানিস্তান'। পরিচালনায় রঙ্গন চক্রবর্তী ।

কলকাতা : বাংলা ছবির জগতে প্রতিষ্ঠিত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় । ছোটোপরদায়-বড়পরদায় সমানতালে অভিনয় করেন তিনি । এই মুহূর্তে তিনি কাজ করছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্যর 'মায়াভয়' ছবিতে । এছাড়াও কাজ করছেন প্রদীপ্ত ভট্টাচার্যের একটি শর্টফিল্মে । কিন্তু, এর ফাঁকেই চলছে রাহুলের একটি নতুন ভেঞ্চারের কাজও । এবার পরিচালনায় মন দিয়েছেন তিনি । নিজেই সেই কথা জানালেন ETV ভারত সিতারাকে ।

রাহুল বলেন, "পরিচালনার কাজে যুক্ত হতে চলেছি । উল্লাস মল্লিকের একটি গল্প নিয়ে ছবি বানাব । সেরকম ইচ্ছে রয়েছে । ইতিমধ্যেই ছবি নিয়ে চিত্রনাট্যর কাজ করছি । ভূতের ছবি হবে । যদিও কারা কাজ করবে এখনও চূড়ান্ত হয়নি । কিন্তু কোন গল্প নিয়ে ছবি হবে সেটা এখনই বলা যাবে না । আমি উল্লাসদার থেকে গল্পটা নিয়ে রেখেছি ।"

এর পাশাপাশি এবার দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাহুলকে । তাও আবার গুপি ও বাঘার চরিত্রে । ছবির নাম 'গুপী বাঘা ইন হাফগানিস্তান'। পরিচালনায় রঙ্গন চক্রবর্তী ।

Intro:বাংলা ছবির জগতে প্রতিষ্ঠিত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দায়-বড়পর্দায় সমানতালে অভিনয় করেন তিনি। এই মুহূর্তে তিনি কাজ করছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্যর 'মায়াভয়' ছবিতে। কাজ করছেন প্রদীপ্ত ভট্টাচার্যের একটি শর্টফিল্মেও। কিন্তু এর ফাঁকেই চলছে রাহুলের একটি নতুন ভেঞ্চারের কাজও। এবার পরিচালনায় মন দিয়েছেন রাহুল। নিজেই সেই কথা জানালেন ETV ভারত সিতারার সঙ্গে।


Body:তাহলে আমাদের বলেছেন, "পরিচালনার কাজে যুক্ত হতে চলেছি। উল্লাস মল্লিকের একটি গল্প নিয়ে ছবি বানাব। সেরকম ইচ্ছে রয়েছে। ইতিমধ্যেই ছবি নিয়ে চিত্রনাট্যর কাজ করছি। ভূতের ছবি হবে। যদিও কারা কাজ করবে এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু কোন গল্প নিয়ে ছবি হবে সেটা এখনই বলা যাবে না। আমি উল্লাসদার থেকে গল্পটা নিয়ে রেখেছি।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.