ETV Bharat / sitara

পুজোর ভোগ খেতে ভালোবাসেন রুক্মিনী, শপিংয়ে মন নেই দেবের - rukmini moitro

কেমনভাবে পুজো কাটাবেন রুক্মিনী ও দেব ? শেয়ার করলেন ETV ভারত সিতারার সঙ্গে ।

রুক্মিনী-দেব
author img

By

Published : Sep 23, 2019, 7:44 PM IST

কলকাতা : আর কয়েকদিন পরই মহালয়া । তার সঙ্গেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব । ইতিমধ্যেই পুজোর প্ল্যানিং করে ফেলেছেন অনেকেই । বাদ যাননি তারকারাও । তবে আপকামিং ছবির প্রমোশন নিয়েই পুজোতে ব্যস্ত থাকবেন রুক্মিনী ও দেব।

পুজোর প্ল্যানিং সম্পর্কে রুক্মিনী মৈত্র বললেন, "পাসওয়ার্ডের অনেক প্রমোশন চলবে । তাই সেটা নিয়েই ব্যস্ত থাকব । এছাড়া পরিবার ও বন্ধুদের সঙ্গেও সময় কাটাব । আর খাওয়া-দাওয়া তো রয়েছেই ।"

পাসওয়ার্ড নিয়ে ব্যস্ত থাকবেন দেবও । বললেন, "পাসওয়ার্ডের প্রমোশন নিয়েই ব্যস্ত থাকব ।" আর শপিংয়ের কথা জিজ্ঞাসা করা হলে বলেন, "শপিং করতে ভালো লাগে না । ওসব টাইমও পাই না । আর অতটা ভালো লাগে না ।"

ভিডিয়োয় শুনে নিন তাঁদের বক্তব্য...

দেখুন ভিডিয়ো

কলকাতা : আর কয়েকদিন পরই মহালয়া । তার সঙ্গেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব । ইতিমধ্যেই পুজোর প্ল্যানিং করে ফেলেছেন অনেকেই । বাদ যাননি তারকারাও । তবে আপকামিং ছবির প্রমোশন নিয়েই পুজোতে ব্যস্ত থাকবেন রুক্মিনী ও দেব।

পুজোর প্ল্যানিং সম্পর্কে রুক্মিনী মৈত্র বললেন, "পাসওয়ার্ডের অনেক প্রমোশন চলবে । তাই সেটা নিয়েই ব্যস্ত থাকব । এছাড়া পরিবার ও বন্ধুদের সঙ্গেও সময় কাটাব । আর খাওয়া-দাওয়া তো রয়েছেই ।"

পাসওয়ার্ড নিয়ে ব্যস্ত থাকবেন দেবও । বললেন, "পাসওয়ার্ডের প্রমোশন নিয়েই ব্যস্ত থাকব ।" আর শপিংয়ের কথা জিজ্ঞাসা করা হলে বলেন, "শপিং করতে ভালো লাগে না । ওসব টাইমও পাই না । আর অতটা ভালো লাগে না ।"

ভিডিয়োয় শুনে নিন তাঁদের বক্তব্য...

দেখুন ভিডিয়ো
Intro:ভিডিও


Body:ভিডিও


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.