ETV Bharat / sitara

Nusrat Jahan: সাতসকালে হাসপাতাল থেকে ছবি পোস্ট, সন্তানের অপেক্ষায় নুসরত - অন্তঃসত্ত্বা নুসরত জাহান

আর কিছুক্ষণের অপেক্ষা ৷ সব ঠিক থাকলে আজই প্রথম সন্তান আসতে চলেছে অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)৷ আজ সকালে হাসাপাতাল থেকে নিজের ছবি পোস্ট করেছেন তিনি ৷

pregnant-nusrat-jahan-shares-picture-from-hospital-she-likely-to-deliver-her-first-child-today
সাতসকালে হাসপাতাল থেকে ছবি পোস্ট, সন্তানের অপেক্ষায় নুসরত
author img

By

Published : Aug 26, 2021, 12:18 PM IST

Updated : Aug 26, 2021, 12:40 PM IST

কলকাতা, 26 অগস্ট: দোরগোড়ায় সেই মাহেন্দ্রক্ষণ ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আজই মা হতে চলেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)৷ তাঁর হাসপাতালে ভর্তি নিয়ে গতকাল দিনভর চলে জল্পনা ৷ অবশেষে তিনি রাতে পার্ক স্ট্রিটের হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সূত্রের খবর ৷ আজ সাতসকালে তাজা লুকে হাসপাতাল থেকেই নিজের একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ৷

মেক-আপবিহীন সেই ছবিতে ঠিকরে বেরোচ্ছে মাতৃত্বের জেল্লা ৷ আর চোখে ধরা পড়েছেন সন্তানের জন্য মায়ের প্রতীক্ষা ৷ ইতিবাচক বার্তা দিয়ে নুসরত বুঝিয়ে দিয়েছেন, ভয় সরিয়ে এখন বিশ্বাসেই আস্থা রেখেছেন তিনি ৷

আরও পড়ুন: Nusrat Jahan : আজ রাতেই হাসপাতালে ভর্তি হতে পারেন নুসরত

নুসরত যে ছবিটি পোস্ট করেছেন, তাতে তাঁকে খুব সাধারণ লুকে দেখা গিয়েছে ৷ পরনে ক্যাজুয়াল টি-শার্ট, খোলা চুল, মেক-আপবিহীন মুখ ও চোখে বড় ফ্রেমের কালো চশমা ৷ একেবারে সাদামাটা হলেও ঝকঝকে সেই মুখে ধরা পড়েছে সন্তানের জন্য তীব্র প্রতীক্ষা ৷ তাঁকে নিয়ে নানা জল্পনা, সমালোচনা সব ভুলে তিনি যে নিজেকে এই বিশেষ দিনে দারুণ পজিটিভ রেখেছেন, সেই বার্তাও দিয়েছেন নুসরত ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "ফেইথ ওভার ফিয়ার ৷" অর্থাৎ ভয়কে জয় করেছে বিশ্বাস ৷ সেই বিশ্বাসে আস্থা রেখেই ছোট্ট একটা প্রাণকে পৃথিবীর আলো দেখাতে চেয়েছেন তিনি ৷

আরও পড়ুন: বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

জানা গিয়েছে, নুসরতের শারীরিক কোনও সমস্যা আপাতত নেই ৷ তার সঙ্গে রয়েছেন তাঁর সঙ্গী যশ দাশগুপ্ত ৷ পরিবারের লোকজনেরাও রয়েছেন হাসপাতালে ৷ অস্ত্রোপচার করেই তিনি সন্তানের জন্ম দেবেন বলে খবর ৷

আরও পড়ুন, Nusrat Jahan: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

বুধবার নুসরত জাহানের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে দিনভর কানাঘুষো চলে নানা মহলে ৷ সকালেই খবর রটে যে, অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে বিকেলের দিকে তাঁর পরবর্তী ছবি 'চিনেবাদাম'-এর শুভ মহরতে এসে নুসরতের চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত জানান, অভিনেত্রীর হাসপাতালে ভর্তির খবর ভুয়ো ৷ এরপর রাত 10.40-এ পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ঢোকে দুটি সাদা গাড়ি ৷ সেই গাড়ির কালো কাচের পেছনে অভিনেত্রীই ছিলেন বলে জানা যায় ৷ তাঁকে হাসপাতালে ভর্তির সময়েও তাঁর পাশে ছিলেন বন্ধু যশ ৷

আরও পড়ুন: বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

কলকাতা, 26 অগস্ট: দোরগোড়ায় সেই মাহেন্দ্রক্ষণ ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আজই মা হতে চলেছেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)৷ তাঁর হাসপাতালে ভর্তি নিয়ে গতকাল দিনভর চলে জল্পনা ৷ অবশেষে তিনি রাতে পার্ক স্ট্রিটের হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সূত্রের খবর ৷ আজ সাতসকালে তাজা লুকে হাসপাতাল থেকেই নিজের একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ৷

মেক-আপবিহীন সেই ছবিতে ঠিকরে বেরোচ্ছে মাতৃত্বের জেল্লা ৷ আর চোখে ধরা পড়েছেন সন্তানের জন্য মায়ের প্রতীক্ষা ৷ ইতিবাচক বার্তা দিয়ে নুসরত বুঝিয়ে দিয়েছেন, ভয় সরিয়ে এখন বিশ্বাসেই আস্থা রেখেছেন তিনি ৷

আরও পড়ুন: Nusrat Jahan : আজ রাতেই হাসপাতালে ভর্তি হতে পারেন নুসরত

নুসরত যে ছবিটি পোস্ট করেছেন, তাতে তাঁকে খুব সাধারণ লুকে দেখা গিয়েছে ৷ পরনে ক্যাজুয়াল টি-শার্ট, খোলা চুল, মেক-আপবিহীন মুখ ও চোখে বড় ফ্রেমের কালো চশমা ৷ একেবারে সাদামাটা হলেও ঝকঝকে সেই মুখে ধরা পড়েছে সন্তানের জন্য তীব্র প্রতীক্ষা ৷ তাঁকে নিয়ে নানা জল্পনা, সমালোচনা সব ভুলে তিনি যে নিজেকে এই বিশেষ দিনে দারুণ পজিটিভ রেখেছেন, সেই বার্তাও দিয়েছেন নুসরত ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "ফেইথ ওভার ফিয়ার ৷" অর্থাৎ ভয়কে জয় করেছে বিশ্বাস ৷ সেই বিশ্বাসে আস্থা রেখেই ছোট্ট একটা প্রাণকে পৃথিবীর আলো দেখাতে চেয়েছেন তিনি ৷

আরও পড়ুন: বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

জানা গিয়েছে, নুসরতের শারীরিক কোনও সমস্যা আপাতত নেই ৷ তার সঙ্গে রয়েছেন তাঁর সঙ্গী যশ দাশগুপ্ত ৷ পরিবারের লোকজনেরাও রয়েছেন হাসপাতালে ৷ অস্ত্রোপচার করেই তিনি সন্তানের জন্ম দেবেন বলে খবর ৷

আরও পড়ুন, Nusrat Jahan: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

বুধবার নুসরত জাহানের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে দিনভর কানাঘুষো চলে নানা মহলে ৷ সকালেই খবর রটে যে, অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে বিকেলের দিকে তাঁর পরবর্তী ছবি 'চিনেবাদাম'-এর শুভ মহরতে এসে নুসরতের চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত জানান, অভিনেত্রীর হাসপাতালে ভর্তির খবর ভুয়ো ৷ এরপর রাত 10.40-এ পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ঢোকে দুটি সাদা গাড়ি ৷ সেই গাড়ির কালো কাচের পেছনে অভিনেত্রীই ছিলেন বলে জানা যায় ৷ তাঁকে হাসপাতালে ভর্তির সময়েও তাঁর পাশে ছিলেন বন্ধু যশ ৷

আরও পড়ুন: বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

Last Updated : Aug 26, 2021, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.