ETV Bharat / sitara

প্রথমবার টেলিভিশনে প্রিমিয়ার হবে প্রসেনজিতের ছবি - prosenjit film nirantar

OTT নয় বা হলেও নয় । ছবি মুক্তির মাধ্যম হিসেবে টেলিভিশনকেই বেছে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । প্রথমবার তাঁর কোনও ছবির প্রিমিয়ার হতে চলেছে টেলিভিশনে । নাম 'নিরন্তর'। পরিচালনায় চন্দ্রাশিস রায় ।

asd
asd
author img

By

Published : Jun 17, 2020, 4:17 PM IST

কলকাতা : এই প্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনও ছবি সরাসরি সম্প্রচারিত হতে চলেছে শুধুমাত্র টেলিভিশনে । আসলে ছবির প্রিমিয়ার হচ্ছে টেলিভিশনে । ছবির নাম 'নিরন্তর'। পরিচালনায় চন্দ্রাশিস রায় ।

যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি 'নিরন্তর'। মধ্যবয়সী সিভিল ইঞ্জিনিয়র বিপ্লব ও তার অল্প বয়সি সহকারি ভাস্কর দূর পাহাড়ের একটি নিরিবিলি জায়গায় নতুন রিসর্ট তৈরির লোকেশন খুঁজতে যায় । সেখানে মোবাইলের নেটওয়ার্ক নেই । বিপ্লব ও ভাস্কর দু'জনে দুই মেরুর মানুষ । এই পরিস্থিতিতে তাদের দু'জনের যোগাযোগের আর কোনও পথ খোলা নেই । এই পরিস্থিতিতে কীভাবে কাটিয়ে উঠবে তাই নিয়েই তৈরি 'নিরন্তর'-এর গল্প ।

asd
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

কলকাতায় জন্ম চন্দ্রাশিসের । এই শহরেই বেড়ে ওঠা । তবে পরিচালক হিসেবে 'নিরন্তর' ছবিতেই হাতেখড়ি হচ্ছে তাঁর । ছবির গল্পও তাঁরই । 2017-তে চন্দ্রাশিসের 'দুগ্গা' শর্ট ফিল্মটি বহু চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয় । গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগেও দেখান হয়েছিল সেটি ।

চন্দ্রাশিস বলেন, "সংগীতে উৎসাহ পেতাম বলেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি হয় । আমার মনে হয়, আমার শহরই আমাকে ছবি তৈরি করার বিষয়ে খুব উৎসাহ দিয়েছে । আমি কামনা করি, জীবনের ছোটো ছোটো বিষয়গুলো থেকেই মানুষ উৎসাহ পাক ।"

dsf
সত্যম ভট্টাচার্য

'নিরন্তর'-এর মুখ্যচরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কিতা মাঝি এবং সত্যম ভট্টাচার্য । বাংলা থিয়েটার থেকে উঠে আসা অঙ্কিতা ও সত্যমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বুম্বা দা । 'অদ্য শেষ রজনী', 'রাজার লিয়ার', 'মেফিসতো', 'দেবী সর্পমস্তা'-র মতো নাটকের অনবদ্য অভিনয়ের মাধ্যমে ছাপ ফেলেছেন অঙ্কিতা । অন্যদিকে সত্যম 15 বছর থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন । 'হিপোক্রিটস' নামের একটি নাট্যদল তৈরি করেছেন । শুধু তাই নয়, চলচ্চিত্র জগতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন ।

ujk
অঙ্কিতা মাঝি

'নিরন্তর'-এর সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার, ফিল্ম মিক্স করেছেন অনিন্দিত রায় ও আদিপ সিং মানকি । সংগীত করেছেন অভিজিৎ কুণ্ডু ।

কলকাতা : এই প্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনও ছবি সরাসরি সম্প্রচারিত হতে চলেছে শুধুমাত্র টেলিভিশনে । আসলে ছবির প্রিমিয়ার হচ্ছে টেলিভিশনে । ছবির নাম 'নিরন্তর'। পরিচালনায় চন্দ্রাশিস রায় ।

যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে তৈরি 'নিরন্তর'। মধ্যবয়সী সিভিল ইঞ্জিনিয়র বিপ্লব ও তার অল্প বয়সি সহকারি ভাস্কর দূর পাহাড়ের একটি নিরিবিলি জায়গায় নতুন রিসর্ট তৈরির লোকেশন খুঁজতে যায় । সেখানে মোবাইলের নেটওয়ার্ক নেই । বিপ্লব ও ভাস্কর দু'জনে দুই মেরুর মানুষ । এই পরিস্থিতিতে তাদের দু'জনের যোগাযোগের আর কোনও পথ খোলা নেই । এই পরিস্থিতিতে কীভাবে কাটিয়ে উঠবে তাই নিয়েই তৈরি 'নিরন্তর'-এর গল্প ।

asd
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

কলকাতায় জন্ম চন্দ্রাশিসের । এই শহরেই বেড়ে ওঠা । তবে পরিচালক হিসেবে 'নিরন্তর' ছবিতেই হাতেখড়ি হচ্ছে তাঁর । ছবির গল্পও তাঁরই । 2017-তে চন্দ্রাশিসের 'দুগ্গা' শর্ট ফিল্মটি বহু চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয় । গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগেও দেখান হয়েছিল সেটি ।

চন্দ্রাশিস বলেন, "সংগীতে উৎসাহ পেতাম বলেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি হয় । আমার মনে হয়, আমার শহরই আমাকে ছবি তৈরি করার বিষয়ে খুব উৎসাহ দিয়েছে । আমি কামনা করি, জীবনের ছোটো ছোটো বিষয়গুলো থেকেই মানুষ উৎসাহ পাক ।"

dsf
সত্যম ভট্টাচার্য

'নিরন্তর'-এর মুখ্যচরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কিতা মাঝি এবং সত্যম ভট্টাচার্য । বাংলা থিয়েটার থেকে উঠে আসা অঙ্কিতা ও সত্যমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বুম্বা দা । 'অদ্য শেষ রজনী', 'রাজার লিয়ার', 'মেফিসতো', 'দেবী সর্পমস্তা'-র মতো নাটকের অনবদ্য অভিনয়ের মাধ্যমে ছাপ ফেলেছেন অঙ্কিতা । অন্যদিকে সত্যম 15 বছর থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন । 'হিপোক্রিটস' নামের একটি নাট্যদল তৈরি করেছেন । শুধু তাই নয়, চলচ্চিত্র জগতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন ।

ujk
অঙ্কিতা মাঝি

'নিরন্তর'-এর সিনেমাটোগ্রাফার সৌমিক হালদার, ফিল্ম মিক্স করেছেন অনিন্দিত রায় ও আদিপ সিং মানকি । সংগীত করেছেন অভিজিৎ কুণ্ডু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.