ETV Bharat / sitara

প্রকাশ্যে 'গোয়েন্দা জুনিয়র'-র পোস্টার - thriller

বয়সে ছোটো হলেও গোয়েন্দাগিরির শখ তার রয়েছে । তাই কাকুর সঙ্গে বিভিন্নি জটিল ক্রিমিনাল মামলার সমাধান করে সে । পর্যবেক্ষণ ক্ষমতা তুখর । এরকমই একজনকে কেন্দ্র করে তৈরি মৈনাক ভৌমিকের ছবি 'গোয়েন্দা জুনিয়র' । সামনে এল ছবির পোস্টার ।

গোয়েন্দা জুনিয়র
author img

By

Published : Aug 25, 2019, 12:45 PM IST

কলকাতা : মুক্তি পেল মৈনাক ভৌমিকের পরিচালনায় নতুন গোয়েন্দা ছবি 'গোয়েন্দা জুনিয়র'-র পোস্টার । ছবিতে ঋতব্রত মুখার্জিকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে ।

পোস্টারটিতে দেখা গেল কোনও রহস্যের সন্ধানে রয়েছে ঋতব্রত । হাতে টর্চ নিয়ে সমাধানের চেষ্টায় সে ।

রহস্য গল্প মানুষের বরাবর পছন্দের । বিশেষ করে বাঙালিদের কাছে রহস্য গল্পর একটা আলাদা জায়গা আছে । বিশ্বের বিভিন্ন তাবড় তাবড় গোয়েন্দা চরিত্রর সঙ্গে এক অদ্ভুত সম্পর্কও রয়েছে বাংলার । বর্তমানে সেই সম্পর্ককে আরও মজবুত করতেই 'গোয়েন্দা জুনিয়র' ।

একজন অনাথ ছেলে বিক্রমের চরিত্রে দেখা যাবে ঋতব্রতকে । 16 বছরের বিক্রম তাঁর একজন কাকুর সঙ্গে থাকেন, যিনি পেশায় পুলিশ । তাঁর বিভিন্ন ক্রিমিনাল মামলাগুলিতে তাঁকে সাহায্য করে বিক্রম এবং নিজের পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে সেগুলিকে সমাধান করে । বুদ্ধিমান ছেলে বিক্রম । সে পড়াশোনাতেও ভালো । ক্রাইম থ্রিলার পড়তে ভীষণ ভালোবাসে ।

ছবিটি সেপ্টেম্বরে মুক্তি পাবে বলেও আভাস দেওয়া হয় পোস্টারে ।

কলকাতা : মুক্তি পেল মৈনাক ভৌমিকের পরিচালনায় নতুন গোয়েন্দা ছবি 'গোয়েন্দা জুনিয়র'-র পোস্টার । ছবিতে ঋতব্রত মুখার্জিকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে ।

পোস্টারটিতে দেখা গেল কোনও রহস্যের সন্ধানে রয়েছে ঋতব্রত । হাতে টর্চ নিয়ে সমাধানের চেষ্টায় সে ।

রহস্য গল্প মানুষের বরাবর পছন্দের । বিশেষ করে বাঙালিদের কাছে রহস্য গল্পর একটা আলাদা জায়গা আছে । বিশ্বের বিভিন্ন তাবড় তাবড় গোয়েন্দা চরিত্রর সঙ্গে এক অদ্ভুত সম্পর্কও রয়েছে বাংলার । বর্তমানে সেই সম্পর্ককে আরও মজবুত করতেই 'গোয়েন্দা জুনিয়র' ।

একজন অনাথ ছেলে বিক্রমের চরিত্রে দেখা যাবে ঋতব্রতকে । 16 বছরের বিক্রম তাঁর একজন কাকুর সঙ্গে থাকেন, যিনি পেশায় পুলিশ । তাঁর বিভিন্ন ক্রিমিনাল মামলাগুলিতে তাঁকে সাহায্য করে বিক্রম এবং নিজের পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে সেগুলিকে সমাধান করে । বুদ্ধিমান ছেলে বিক্রম । সে পড়াশোনাতেও ভালো । ক্রাইম থ্রিলার পড়তে ভীষণ ভালোবাসে ।

ছবিটি সেপ্টেম্বরে মুক্তি পাবে বলেও আভাস দেওয়া হয় পোস্টারে ।

Intro:Body:

Goyenda Junior


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.