- ETV : লকডাউনে কোনও লেখালেখি করেছেন ?
পদ্মনাভ : লকডাউনে মূলত আমি একটি উপন্যাস লিখেছি । এটা কোনও ফরমায়েশি লেখা নয় । নিজের জন্য বা সবার জন্য লিখেছি । এবং একটি বিদেশি নাটক অনুবাদ করেছি । এই দুটো কাজই করেছি । প্রচুর বই পড়েছি ।
- ETV : উপন্যাসটির নাম কী ?
পদ্মনাভ : 'মহাপ্রস্থান'। এটা পরিযায়ী শ্রমিকদের নিয়ে লেখা । লকডাউনে তাঁদের বাড়ি ফেরা নিয়ে লিখেছি । এখনও খসড়া হিসেবেই রয়েছে । এক প্রকাশনীর সঙ্গে কথাও হয়েছে । ওঁরা আগে পান্ডুলিপিটি পড়ুন ।
- ETV : পরিযায়ী শ্রমিকদের নিয়েই বা লিখলেন কেন ?
পদ্মনাভ : ওই সময় আর কোনও কিছু নিয়ে লিখতে পারছিলাম না । এমন একটা পরিস্থিতি, আর কিছু নজরে আসছিল না । আমাদের এই ইন্ডাস্ট্রির কী পরিস্থিতি হবে তা জানতাম না।
- ETV : পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার টানাপোড়েন তাহলে আপনাকে লেখার বিষয় খুঁজে এনে দিল ?
পদ্মনাভ : একদমই তাই। পরিযায়ী পরিশ্রমীদের পরিস্থিতি আমাকে খুব ভাবিয়ে তুলেছিল । এই লেখা লকডাউনের ডকুমেন্টেশন বলতে পারেন । আজ থেকে 40 বছর পর যদি কেউ এই সময় সম্পর্কে কিছু জানতে চান তাহলে এই লেখাটা তাঁদের কাজে লাগতে পারে ।
- ETV : কোনও পরিচালক যদি ছবি করতে চান, গল্পটা দেবেন নিশ্চয়ই...
পদ্মনাভ : নিশ্চয়ই, কেন নয় । এটা একটা জার্নি ।
- ETV : পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন ?
পদ্মনাভ : বলেছি । পরিযায়ী শ্রমিকদের বিষয়ে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে খবর আসছিল । থ্রেটগুলো পড়ছিলাম । আমার অনেক বন্ধু বান্ধব যাঁরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের ফেরাচ্ছিলেন, তাঁদের থেকে বিভিন্ন ঘটনা শুনেছি । আমি এবং আমার নাটকের দলও ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়েছি । এভাবেই বিভিন্ন তথ্য সামনে আসছিল । সেটা থেকেই এই উপন্যাস লিখলাম ।