ETV Bharat / sitara

মুক্তি পেল অনুপমের 'একলা চলো রে'

এই গান প্রসঙ্গে অনুপম বলেন, "আত্মবিশ্বাসের গান এটি । ছেলেবেলা থেকে এই গান শুনে বড় হয়েছি আমরা । রবীন্দ্রনাথের এই গানটি আমার ভীষণ ভালো লাগে । এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে । এটা সৌভাগ্যের ব্যাপার ।"

sdf
sdf
author img

By

Published : Aug 7, 2020, 8:10 PM IST

কলকাতা : প্যারা অ্যাথলিটদের উৎসাহকে উদযাপন করতে 22 শ্রাবণ দিনটিকে বেছে নিয়েছে SVF । তাদের আরও উৎসাহ দিতে একটি গান গেয়েছেন সংগীত শিল্পী এবং সংগীত পরিচালক অনুপম রায় । রবীন্দ্রনাথ ঠাকুরের 'একলা চলো রে' গানটি নিজের গলায় গেয়েছেন অনুপম । আর সেটাই মুক্তি পেল আজ ।

োে্
.

'একলা চলো রে' গানটিতে একা এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন রবীন্দ্রনাথ । যা এত বছর পরেও প্রাসঙ্গিক হয়ে থেকে গিয়েছে শ্রোতাদের কাছে ।

োে্
.

অনুপমের গলায় গাওয়া 'একলা চলো রে' মুক্তি পেয়েছে মিউজ়িক ভিডিয়ো হিসেবে । সেই ভিডিয়োতে রয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের খেলোয়াড়রাও রয়েছেন । উজ্জ্বল ঘোষ, সাহেব হোসেন, রুবিয়া চ্যাটার্জি, আজিবুর রহমান মোল্লা, সুফিয়া মোল্লা সহ আরও অনেকেই রয়েছেন ভিডিয়োতে ।

োে্
.

এই গান প্রসঙ্গে অনুপম বলেন, "আত্মবিশ্বাসের গান এটি । ছেলেবেলা থেকে এই গান শুনে বড় হয়েছি আমরা । রবীন্দ্রনাথের এই গানটি আমার ভীষণ ভালো লাগে । এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে । এটা সৌভাগ্যের ব্যাপার ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : প্যারা অ্যাথলিটদের উৎসাহকে উদযাপন করতে 22 শ্রাবণ দিনটিকে বেছে নিয়েছে SVF । তাদের আরও উৎসাহ দিতে একটি গান গেয়েছেন সংগীত শিল্পী এবং সংগীত পরিচালক অনুপম রায় । রবীন্দ্রনাথ ঠাকুরের 'একলা চলো রে' গানটি নিজের গলায় গেয়েছেন অনুপম । আর সেটাই মুক্তি পেল আজ ।

োে্
.

'একলা চলো রে' গানটিতে একা এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন রবীন্দ্রনাথ । যা এত বছর পরেও প্রাসঙ্গিক হয়ে থেকে গিয়েছে শ্রোতাদের কাছে ।

োে্
.

অনুপমের গলায় গাওয়া 'একলা চলো রে' মুক্তি পেয়েছে মিউজ়িক ভিডিয়ো হিসেবে । সেই ভিডিয়োতে রয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের খেলোয়াড়রাও রয়েছেন । উজ্জ্বল ঘোষ, সাহেব হোসেন, রুবিয়া চ্যাটার্জি, আজিবুর রহমান মোল্লা, সুফিয়া মোল্লা সহ আরও অনেকেই রয়েছেন ভিডিয়োতে ।

োে্
.

এই গান প্রসঙ্গে অনুপম বলেন, "আত্মবিশ্বাসের গান এটি । ছেলেবেলা থেকে এই গান শুনে বড় হয়েছি আমরা । রবীন্দ্রনাথের এই গানটি আমার ভীষণ ভালো লাগে । এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে । এটা সৌভাগ্যের ব্যাপার ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.