ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুর বর্ষপূর্তিতে পাহাড়ে নিভৃতবাসে দিদি শ্বেতা - সুশান্ত সিং রাজপুত

সামনেই সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী ৷ সেই সময়টায় পাহাড়ে নিভৃতবাসে কাটাবেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি ৷ তাঁর কাছে থাকবে না ইন্টারনেটও ৷

on-sushant-singh-rajputs-first-death-anniversary-sister-shweta-singh-kirti-to-go-on-month-long-solitary-retreat
সুশান্তের মৃত্যুর বর্ষপূর্তিতে পাহাড়ে নিভৃতবাসে দিদি শ্বেতা
author img

By

Published : May 27, 2021, 1:17 PM IST

মুম্বই, 26 মে : দেখতে দেখতে এক বছর হতে চলল ৷ আগামী 14 জুন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী ৷ সেই উপলক্ষে টানা একমাস পাহাড়ে সম্পূর্ণ নির্জনে সময় কাটাবেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি ৷ সংস্পর্শে থাকবেন না ইন্টারনেটেরও ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা ঘোষণা করলেন শ্বেতা ৷

বুদ্ধ পূর্ণিমার দিনে সুশান্তের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন তাঁর দিদি ৷ পোস্ট করেন পাহাড়ের কোলে একটি কাঠের কেবিন ও গৌতম বুদ্ধের একটি ছবিও ৷ ক্যাপশনে শ্বেতা লেখেন, "গোটা জুন মাস ধরে আমি পাহাড়ে নির্জনে থাকব ৷ সেখানে ইন্টারনেট বা মোবাইল পরিষেবা আমার কাছে থাকবে না ৷ ভাইয়ের মৃত্যুর বর্ষপূর্তি নীরবে ওর মিষ্টি স্মৃতিচারণাতেই কাটাব ৷ যদিও প্রায় এক বছর আগে ওর শরীর আমাদের ছেড়ে চলে গিয়েছে, তবে যে মূল্যবোধ নিয়ে ও বাঁচত তা এখনও জীবন্ত ৷ সবাইকে বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা জানাই ৷"

আরও পড়ুন: দ্য ফ্যামিলি ম্যান 2 ব্যানের দাবি তামিলনাড়ুর, ভুল ভাঙালেন মনোজ ও পরিচালক

গত বছর জুনে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল ছিঁছোরে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ৷ মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ ৷ তাঁর মত্যুর তদন্ত করতে গিয়ে মাদক মামলায় জড়িয়ে পড়ে বলিউডের একের পর এক অভিনেতার নাম ৷

মুম্বই, 26 মে : দেখতে দেখতে এক বছর হতে চলল ৷ আগামী 14 জুন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী ৷ সেই উপলক্ষে টানা একমাস পাহাড়ে সম্পূর্ণ নির্জনে সময় কাটাবেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি ৷ সংস্পর্শে থাকবেন না ইন্টারনেটেরও ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা ঘোষণা করলেন শ্বেতা ৷

বুদ্ধ পূর্ণিমার দিনে সুশান্তের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন তাঁর দিদি ৷ পোস্ট করেন পাহাড়ের কোলে একটি কাঠের কেবিন ও গৌতম বুদ্ধের একটি ছবিও ৷ ক্যাপশনে শ্বেতা লেখেন, "গোটা জুন মাস ধরে আমি পাহাড়ে নির্জনে থাকব ৷ সেখানে ইন্টারনেট বা মোবাইল পরিষেবা আমার কাছে থাকবে না ৷ ভাইয়ের মৃত্যুর বর্ষপূর্তি নীরবে ওর মিষ্টি স্মৃতিচারণাতেই কাটাব ৷ যদিও প্রায় এক বছর আগে ওর শরীর আমাদের ছেড়ে চলে গিয়েছে, তবে যে মূল্যবোধ নিয়ে ও বাঁচত তা এখনও জীবন্ত ৷ সবাইকে বুদ্ধ পূর্ণিমায় শুভেচ্ছা জানাই ৷"

আরও পড়ুন: দ্য ফ্যামিলি ম্যান 2 ব্যানের দাবি তামিলনাড়ুর, ভুল ভাঙালেন মনোজ ও পরিচালক

গত বছর জুনে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল ছিঁছোরে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ৷ মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ ৷ তাঁর মত্যুর তদন্ত করতে গিয়ে মাদক মামলায় জড়িয়ে পড়ে বলিউডের একের পর এক অভিনেতার নাম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.