ETV Bharat / sitara

বিলেতের মাটিতেও নুসরতের শাড়িপ্রীতি গেল না - নুসরত জাহানের খবর

লন্ডনের মাটিতে দাঁড়িয়েও নুসরত জাহানের শাড়িপ্রীতি গেল না । ঠান্ডা আবহাওয়ায় ওভারকোট পরেও সেই শাড়িতে মন বসে অভিনেত্রীর ।

nusrat jahan london street
nusrat jahan london street
author img

By

Published : Oct 8, 2020, 10:14 PM IST

লন্ডন : পরবর্তী ছবি 'স্বস্তিক সংকেত'-এর জন্য লন্ডনে পাড়ি দিয়েছেন নুসরত জাহান । কয়েকদিন আগেই সেখানে যান তিনি । আর যাওয়ার পর থেকেই একের পর এক ছবিতে নেটিজেনদের মনোরঞ্জন করছেন নুসরত ।

সম্প্রতি আরও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি । কালো ওভারকোটের তলায় সাদা খেশের শাড়ি পরে বিলেতের মাটিতে একটুকরো বাংলা হয়ে উঠেছেন তিনি । লন্ডনে এখন বেশ ঠান্ডা পড়ে গেছে । আর সেটা বেশ উপভোগ করছেন অভিনেত্রী ।

ক্যাপশনে লিখেছেন, "সোয়েটার পরার ওয়েদারটা বেটার ওয়েদার" । অর্থাৎ গরমের থেকে শীতকালটাই বেশি পছন্দ অভিনেত্রীর । দেখে নিন তাঁর পোস্ট...

'স্বস্তিক সংকেত' ছবিটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল । নুসরত ছাড়াও সেখানে রয়েছেন গৌরব চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, শতফ ফিগারের মতো অভিনেতারা ।

লন্ডন : পরবর্তী ছবি 'স্বস্তিক সংকেত'-এর জন্য লন্ডনে পাড়ি দিয়েছেন নুসরত জাহান । কয়েকদিন আগেই সেখানে যান তিনি । আর যাওয়ার পর থেকেই একের পর এক ছবিতে নেটিজেনদের মনোরঞ্জন করছেন নুসরত ।

সম্প্রতি আরও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি । কালো ওভারকোটের তলায় সাদা খেশের শাড়ি পরে বিলেতের মাটিতে একটুকরো বাংলা হয়ে উঠেছেন তিনি । লন্ডনে এখন বেশ ঠান্ডা পড়ে গেছে । আর সেটা বেশ উপভোগ করছেন অভিনেত্রী ।

ক্যাপশনে লিখেছেন, "সোয়েটার পরার ওয়েদারটা বেটার ওয়েদার" । অর্থাৎ গরমের থেকে শীতকালটাই বেশি পছন্দ অভিনেত্রীর । দেখে নিন তাঁর পোস্ট...

'স্বস্তিক সংকেত' ছবিটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল । নুসরত ছাড়াও সেখানে রয়েছেন গৌরব চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, শতফ ফিগারের মতো অভিনেতারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.