কলকাতা : কোরোনা পরিস্থিতির মধ্যেই শুটিং শুরু করে দিয়েছিলেন নুসরত জাহান । সম্প্রতি লন্ডনে 'স্বস্তিক সংকেত' ছবির শুটিং করছিলেন তিনি । গতকালই দেশে ফিরেছেন । তবে কোরোনা পরিস্থিতির মধ্যে শুটিং করার অভিজ্ঞতা কেমন ছিল ? নিউ নর্মালে লন্ডনের চেহারাই বা কেমন ছিল ? এসবই ETV ভারতের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি ।
লকডাউন শিথিল হওয়ার পর সরকারের তরফে শুটিংয়ের অনুমতি পাওয়ার পরই শুটিং শুরু করেছিলেন নুসরত । 'SOS কলকাতা'-র মাধ্যমে শুটিং ফ্লোরে ফিরেছিলেন তিনি । সেখানে মিমি চক্রবর্তী ও যশ দাশগুপ্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর সেই ছবির শুটিং শেষ করেই 'স্বস্তিক সংকেত'-এর জন্য লন্ডনে পাড়ি দেন তিনি ।
লন্ডনে পাড়ি দেওয়ার পর থেকেই একের পর এক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করছিলেন নুসরত । কখনও বিমানবন্দরে দাঁড়িয়ে, কখনও লন্ডনের রাস্তায় শাড়ি পরে আবার কখনও পার্কে ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে । শুটিং শেষ করে গতকালই কলকাতায় ফিরেছেন তিনি । তবে নিউ নর্মালে লন্ডনে শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ""ওখানেও সকলে সতর্ক । মাস্ক পরে থাকেন সবাই । আমাদের আরও বেশি সতর্কতা পালন করতে হয়েছে । আমরা শুধু শটের সময় মাস্ক খুলতাম ।" যদিও এই পরিস্থিতির মধ্যে সেখানে গিয়ে শুটিং করতে খুবই কষ্ট হয়েছে বলে জানিয়েছেন তিনি ।