ETV Bharat / sitara

Nusrat Jahan: মা হলেন নুসরত জাহান - Nusrat Jahan hot pic

মা হলেন নুসরত জাহান (Nusrat Jahan)৷ পুত্রসন্তানের জন্ম দিলেন সাংসদ- অভিনেত্রী ৷ আজ দুপুর 12.30টা নাগাদ তিনি সন্তানের জন্ম দেন ৷ মা ও সন্তান দু‘জনেই ভাল আছেন বলে জানা গিয়েছে ৷ তবে তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা ৷

Nusrat Jahan gives birth to a baby boy
মা হলেন নুসরত জাহান
author img

By

Published : Aug 26, 2021, 1:10 PM IST

Updated : Aug 26, 2021, 2:00 PM IST

কলকাতা, 26 অগস্ট: মা হলেন নুসরত জাহান ৷ পুত্র সন্তানের জন্ম দিলেন সাংসদ-অভিনেত্রী ৷ আজ দুপুর 12.30টা নাগাদ তিনি সন্তানের জন্ম দেন ৷ মা ও সন্তান দু‘জনেই ভালো আছেন বলে জানা গিয়েছে ৷ তবে তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা ৷ হাসপাতালে নুসরত ও তাঁর সঙ্গী যশ দাশগুপ্তের (Yash Dasgupta) পরিবারের লোকজন উপস্থিত আছেন ৷

অবশেষে এসেই গেল সেই মাহেন্দ্রক্ষণ ৷ দীর্ঘদিনের জল্পনার অবসান হল ৷ মা হলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ৷ তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ হাসপাতাল সূত্রে খবর, মা ও সদ্যোজাত সুস্থ রয়েছে ৷ সন্তানধারণের সময় থেকে প্রসব পর্যন্ত আগাগোড়া অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত ৷ তিনি বা নুসরত কখনও এ বিষয়ে নিজেরা কিছু জানাননি ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের কাছাকাছি থাকার ইঙ্গিত মিলেছে ৷ ক্যামেরায় বন্দি হয়েছে তাঁদের একসঙ্গে ভাল সময় কাটানোর মুহূর্ত ৷ দিনকয়েক আগেও যশের হাত ধরেই রেস্তোরাঁয় নৈশভোজ খেতে যেতে দেখা গিয়েছে নুসরত জাহানকে ৷ বুধবার পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালেও তাঁকে নিয়ে যান যশ ৷ আজও সকাল থেকে তিনি হাসপাতালেই ছিলেন ৷ শুধু যশই নন, তাঁর পরিবারের লোকজনও নুসরতের জীবনের এই বিশেষ দিনে হাসপাতালে উপস্থিত থেকে তাঁকে সাহস জোগান ৷

আরও পড়ুন: নুসরত সন্তানসম্ভবা ? বাবা হতে চলেছেন যশ ?

নুসরত মা হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহচরী অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ তিনি শ্যুটিং-এর কাজে রাজ্যের বাইরে থাকলেও ফোনে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুকে ৷ এ ছাড়াও টলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও অভিনন্দন জানিয়েছেন নুসরত জাহানকে ৷

গত জুন মাসের শুরুর দিকে প্রথম ভেসে আসে নুসরত জাহানের সন্তানসম্ভবা হওয়ার খবর ৷ তবে কোনওদিন তা নিজে মুখে স্বীকার করেননি তিনি ৷ তাঁর দুই ঘনিষ্ঠ বান্ধবী তনুশ্রী চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে একসঙ্গে সময় কাটানোর ছবিতে প্রকাশ্যে আসে নুসরতের বেবি বাম্প ৷ নিশ্চিত হয় তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর ৷ এরই মাঝে তিনি আবার বিবৃতি দিয়ে জানিয়ে দেন, তিনি নিখিল জৈনকে বিয়েই করেননি ৷ তাঁরা কেবলমাত্র লিভ-ইন করেছেন ৷ নুসরতের সন্তানের বাবা তাহলে নিখিল নাকি যশ ? এই নিয়ে শোরগোল পড়ে যায় নেটমাধ্যমে ৷

আরও পড়ুন: Nusrat Jahan: সাতসকালে হাসপাতাল থেকে ছবি পোস্ট, সন্তানের অপেক্ষায় নুসরত

যদিও কোনও সমালোচনায় ভ্রুক্ষেপ না-করে নিজের শর্তেই জীবন এগিয়ে নিয়ে গিয়েছেন অভিনেত্রী ৷ উপভোগ করেছেন মাতৃত্বের স্বাদ ৷ মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল করে গিয়েছেন ৷ দাম্পত্য সম্পর্ক তেতো হয়ে উঠলে জোর করে সেই সম্পর্কে টিকে না-থেকে, সেখান থেকে বেরিয়ে এসে স্বাধীন ভাবে বাঁচার কথা বলেছেন ৷

আরও পড়ুন: বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

সন্তানের জন্ম দিয়ে দিলেও এখনও তিনি জানাননি তাঁর সন্তানের পিতা কে ৷ আপাতত সিঙ্গল মাদার হিসেবেই বলিষ্ঠরূপে নিজেকে তুলে ধরেছেন তৃণমূল সাংসদ ৷ সন্তানের জন্ম দেওয়ার ঠিক আগে আজ সাতসকালে হাসপাতাল থেকেও সেই পজিটিভিটির বার্তাই দিয়েছেন তিনি ৷ নিজের একটি ছবি পোস্ট করেন তিনি ৷ সেখানে তাঁকে খুব সাধারণ লুকে দেখা গিয়েছে ৷ পরনে ক্যাজুয়াল টি-শার্ট, খোলা চুল, মেক-আপবিহীন মুখ ও চোখে বড় ফ্রেমের কালো চশমা ৷ তাঁকে নিয়ে নানা জল্পনা, সমালোচনা সব ভুলে তিনি যে নিজেকে এই বিশেষ দিনে দারুণ পজিটিভ রেখেছেন, সেই বার্তাও দেন নুসরত ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "ফেইথ ওভার ফিয়ার ৷" অর্থাৎ ভয়কে জয় করেছে বিশ্বাস ৷ সেই বিশ্বাসে আস্থা রেখেই নতুন অতিথিকে পৃথিবীর আলো দেখালেন নুসরত জাহান ৷

আরও পড়ুন, Nusrat Jahan: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

কলকাতা, 26 অগস্ট: মা হলেন নুসরত জাহান ৷ পুত্র সন্তানের জন্ম দিলেন সাংসদ-অভিনেত্রী ৷ আজ দুপুর 12.30টা নাগাদ তিনি সন্তানের জন্ম দেন ৷ মা ও সন্তান দু‘জনেই ভালো আছেন বলে জানা গিয়েছে ৷ তবে তাঁদের পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা ৷ হাসপাতালে নুসরত ও তাঁর সঙ্গী যশ দাশগুপ্তের (Yash Dasgupta) পরিবারের লোকজন উপস্থিত আছেন ৷

অবশেষে এসেই গেল সেই মাহেন্দ্রক্ষণ ৷ দীর্ঘদিনের জল্পনার অবসান হল ৷ মা হলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ৷ তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ হাসপাতাল সূত্রে খবর, মা ও সদ্যোজাত সুস্থ রয়েছে ৷ সন্তানধারণের সময় থেকে প্রসব পর্যন্ত আগাগোড়া অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত ৷ তিনি বা নুসরত কখনও এ বিষয়ে নিজেরা কিছু জানাননি ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের কাছাকাছি থাকার ইঙ্গিত মিলেছে ৷ ক্যামেরায় বন্দি হয়েছে তাঁদের একসঙ্গে ভাল সময় কাটানোর মুহূর্ত ৷ দিনকয়েক আগেও যশের হাত ধরেই রেস্তোরাঁয় নৈশভোজ খেতে যেতে দেখা গিয়েছে নুসরত জাহানকে ৷ বুধবার পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালেও তাঁকে নিয়ে যান যশ ৷ আজও সকাল থেকে তিনি হাসপাতালেই ছিলেন ৷ শুধু যশই নন, তাঁর পরিবারের লোকজনও নুসরতের জীবনের এই বিশেষ দিনে হাসপাতালে উপস্থিত থেকে তাঁকে সাহস জোগান ৷

আরও পড়ুন: নুসরত সন্তানসম্ভবা ? বাবা হতে চলেছেন যশ ?

নুসরত মা হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহচরী অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ তিনি শ্যুটিং-এর কাজে রাজ্যের বাইরে থাকলেও ফোনে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুকে ৷ এ ছাড়াও টলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও অভিনন্দন জানিয়েছেন নুসরত জাহানকে ৷

গত জুন মাসের শুরুর দিকে প্রথম ভেসে আসে নুসরত জাহানের সন্তানসম্ভবা হওয়ার খবর ৷ তবে কোনওদিন তা নিজে মুখে স্বীকার করেননি তিনি ৷ তাঁর দুই ঘনিষ্ঠ বান্ধবী তনুশ্রী চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে একসঙ্গে সময় কাটানোর ছবিতে প্রকাশ্যে আসে নুসরতের বেবি বাম্প ৷ নিশ্চিত হয় তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর ৷ এরই মাঝে তিনি আবার বিবৃতি দিয়ে জানিয়ে দেন, তিনি নিখিল জৈনকে বিয়েই করেননি ৷ তাঁরা কেবলমাত্র লিভ-ইন করেছেন ৷ নুসরতের সন্তানের বাবা তাহলে নিখিল নাকি যশ ? এই নিয়ে শোরগোল পড়ে যায় নেটমাধ্যমে ৷

আরও পড়ুন: Nusrat Jahan: সাতসকালে হাসপাতাল থেকে ছবি পোস্ট, সন্তানের অপেক্ষায় নুসরত

যদিও কোনও সমালোচনায় ভ্রুক্ষেপ না-করে নিজের শর্তেই জীবন এগিয়ে নিয়ে গিয়েছেন অভিনেত্রী ৷ উপভোগ করেছেন মাতৃত্বের স্বাদ ৷ মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সওয়াল করে গিয়েছেন ৷ দাম্পত্য সম্পর্ক তেতো হয়ে উঠলে জোর করে সেই সম্পর্কে টিকে না-থেকে, সেখান থেকে বেরিয়ে এসে স্বাধীন ভাবে বাঁচার কথা বলেছেন ৷

আরও পড়ুন: বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

সন্তানের জন্ম দিয়ে দিলেও এখনও তিনি জানাননি তাঁর সন্তানের পিতা কে ৷ আপাতত সিঙ্গল মাদার হিসেবেই বলিষ্ঠরূপে নিজেকে তুলে ধরেছেন তৃণমূল সাংসদ ৷ সন্তানের জন্ম দেওয়ার ঠিক আগে আজ সাতসকালে হাসপাতাল থেকেও সেই পজিটিভিটির বার্তাই দিয়েছেন তিনি ৷ নিজের একটি ছবি পোস্ট করেন তিনি ৷ সেখানে তাঁকে খুব সাধারণ লুকে দেখা গিয়েছে ৷ পরনে ক্যাজুয়াল টি-শার্ট, খোলা চুল, মেক-আপবিহীন মুখ ও চোখে বড় ফ্রেমের কালো চশমা ৷ তাঁকে নিয়ে নানা জল্পনা, সমালোচনা সব ভুলে তিনি যে নিজেকে এই বিশেষ দিনে দারুণ পজিটিভ রেখেছেন, সেই বার্তাও দেন নুসরত ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "ফেইথ ওভার ফিয়ার ৷" অর্থাৎ ভয়কে জয় করেছে বিশ্বাস ৷ সেই বিশ্বাসে আস্থা রেখেই নতুন অতিথিকে পৃথিবীর আলো দেখালেন নুসরত জাহান ৷

আরও পড়ুন, Nusrat Jahan: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

Last Updated : Aug 26, 2021, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.