ETV Bharat / sitara

Anirban Chakraborty on Narayan Debnath : 7 দেশে মুক্তি পাচ্ছে নন্টে ফন্টে, দেখে যেতে পারলেন না নারায়ণ দেবনাথ - নারায়ণ দেবনাথের জীবনাবসান

7 দেশে মুক্তি পাচ্ছে নন্টে ফন্টে (Narayan Debnath passes away before Nonte Phonte release)৷ তাঁর সৃষ্টি পর্দায় রক্তমাংসের শরীরে আসছে প্রথমবার ৷ তবে তা দেখে যেতে পারলেন না নারায়ণ দেবনাথ ৷ আক্ষেপ ধরা পড়ল পরিচালক অনির্বাণ চক্রবর্তীর (Anirban Chakraborty on Narayan Debnath) গলায় ৷

narayan debnath passes away before his Nonte Phonte release, regrets director Anirban Chakraborty
7 দেশে মুক্তি পাচ্ছে নন্টে ফন্টে, দেখে যেতে পারলেন না নারায়ণ দেবনাথ
author img

By

Published : Jan 18, 2022, 1:36 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : হারিয়ে গেল শৈশব । 96 বছর বয়সে চলে গেলেন বাঙালির ছোটবেলার জাদুকর নারায়ণ দেবনাথ (Narayan Debnath passes away before Nonte Phonte release)। 'হাঁদা ভোঁদা', 'নন্টে ফন্টে', 'বাঁটুল দি গ্রেট', 'বাহাদুর বেড়াল', 'ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু'র মতো অনবদ্য সব কমিক্স তাঁর কাছ থেকেই উপহার পেয়েছে বাঙালি । নারায়ণ দেবনাথের কমিক্স চরিত্র নন্টে ফন্টেকে রক্তমাংসের মানুষের রূপ দিয়ে পর্দায় আনছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty on Narayan Debnath)। তবে স্রষ্টা তা আর দেখে যেতে পারলেন না বলে আক্ষেপ ঝরে পড়ল পরিচালকের গলায় ৷

নারায়ণ দেবনাথের (Narayan Debnath passes away) অনবদ্য সৃষ্টি 'নন্টে ফন্টে' আসছে পর্দায় ৷ প্রথমবার কার্টুন হিসেবে নয়, রক্তমাংসে গড়া মানুষদের নিয়ে পর্দায় আসছে কার্টুন চরিত্র নন্টে এবং ফন্টে । ছবি বানানোর আগে লেখকের সঙ্গে রীতিমতো কথা বলে কাজ এগিয়েছেন অনির্বাণ । গতকাল রাতেও তাঁর সহকারীর সঙ্গে কথা হয়েছে অনির্বাণের । এ দিন ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অনির্বাণ জানান, "সকালে ঘুম থেকে উঠে ইটিভি ভারতের কাছ থেকেই পেলাম খবরটা । খারাপ তো লাগছেই, একইসঙ্গে আফসোস হচ্ছে তাঁকে ছবিটা দেখাতে পারলাম না । খুব শখ ছিল, যে ভাবে হোক একটা স্ক্রিনিং তাঁকে দেখাব । সাতটা দেশে একইদিনে অ্যামাজন প্রাইমে রিলিজ করবে তাঁর সৃষ্টি 'নন্টে ফন্টে'। তিনি দেখে যেতে পারলেন না । খুব যত্ন নিয়ে বানানোর চেষ্টা করেছি তাঁর সৃষ্টিকে । কেমন বানালাম, তা তাঁর কাছ থেকেই জানার ইচ্ছা ছিল আমার । পূরণ হল না ।"

আরও পড়ুন: Narayan Debnath : প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ

narayan debnath passes away before his Nonte Phonte release, regrets director Anirban Chakraborty
অনির্বাণ চক্রবর্তী

নন্টে এবং ফন্টে এই দুই চরিত্রে আছেন সোহম রায়চৌধুরী এবং সোহম বসু । অন্যান্য চরিত্রে আছেন শুভাশিস মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, পুলকিতা ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে । মিউজিক করেছেন অনুপম রায় ।

নারায়ণ দেবনাথ প্রসঙ্গে বলতে গিয়ে অনির্বাণ জানান, "হারিয়ে গেল আমাদের শৈশব । নারায়ণ দেবনাথ নামটা বাঙালির সেন্টিমেন্ট । শৈশব যেন তাঁর দ্বারাই আষ্টেপৃষ্টে জড়িয়ে ছিল আমাদের । শুধু আমাদের কেন, আজকের বাচ্চাদের শৈশবও তাঁর সৃষ্টিতেই বাঁধা । তাঁর সৃষ্ট কমিক্স টিভিতে, নেট মাধ্যমে রাজ করে বেড়ায় এবং বেড়াবে চিরকাল । এ হেন এক সম্পদকে হারিয়ে সাহিত্য জগত আজ ফের দেউলিয়া হল । আমার বড় ক্ষতি হয়ে গেল আজ । আর কিছু বলার নেই ।"

কলকাতা, 18 জানুয়ারি : হারিয়ে গেল শৈশব । 96 বছর বয়সে চলে গেলেন বাঙালির ছোটবেলার জাদুকর নারায়ণ দেবনাথ (Narayan Debnath passes away before Nonte Phonte release)। 'হাঁদা ভোঁদা', 'নন্টে ফন্টে', 'বাঁটুল দি গ্রেট', 'বাহাদুর বেড়াল', 'ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু'র মতো অনবদ্য সব কমিক্স তাঁর কাছ থেকেই উপহার পেয়েছে বাঙালি । নারায়ণ দেবনাথের কমিক্স চরিত্র নন্টে ফন্টেকে রক্তমাংসের মানুষের রূপ দিয়ে পর্দায় আনছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty on Narayan Debnath)। তবে স্রষ্টা তা আর দেখে যেতে পারলেন না বলে আক্ষেপ ঝরে পড়ল পরিচালকের গলায় ৷

নারায়ণ দেবনাথের (Narayan Debnath passes away) অনবদ্য সৃষ্টি 'নন্টে ফন্টে' আসছে পর্দায় ৷ প্রথমবার কার্টুন হিসেবে নয়, রক্তমাংসে গড়া মানুষদের নিয়ে পর্দায় আসছে কার্টুন চরিত্র নন্টে এবং ফন্টে । ছবি বানানোর আগে লেখকের সঙ্গে রীতিমতো কথা বলে কাজ এগিয়েছেন অনির্বাণ । গতকাল রাতেও তাঁর সহকারীর সঙ্গে কথা হয়েছে অনির্বাণের । এ দিন ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে অনির্বাণ জানান, "সকালে ঘুম থেকে উঠে ইটিভি ভারতের কাছ থেকেই পেলাম খবরটা । খারাপ তো লাগছেই, একইসঙ্গে আফসোস হচ্ছে তাঁকে ছবিটা দেখাতে পারলাম না । খুব শখ ছিল, যে ভাবে হোক একটা স্ক্রিনিং তাঁকে দেখাব । সাতটা দেশে একইদিনে অ্যামাজন প্রাইমে রিলিজ করবে তাঁর সৃষ্টি 'নন্টে ফন্টে'। তিনি দেখে যেতে পারলেন না । খুব যত্ন নিয়ে বানানোর চেষ্টা করেছি তাঁর সৃষ্টিকে । কেমন বানালাম, তা তাঁর কাছ থেকেই জানার ইচ্ছা ছিল আমার । পূরণ হল না ।"

আরও পড়ুন: Narayan Debnath : প্রয়াত নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ

narayan debnath passes away before his Nonte Phonte release, regrets director Anirban Chakraborty
অনির্বাণ চক্রবর্তী

নন্টে এবং ফন্টে এই দুই চরিত্রে আছেন সোহম রায়চৌধুরী এবং সোহম বসু । অন্যান্য চরিত্রে আছেন শুভাশিস মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, পুলকিতা ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে । মিউজিক করেছেন অনুপম রায় ।

নারায়ণ দেবনাথ প্রসঙ্গে বলতে গিয়ে অনির্বাণ জানান, "হারিয়ে গেল আমাদের শৈশব । নারায়ণ দেবনাথ নামটা বাঙালির সেন্টিমেন্ট । শৈশব যেন তাঁর দ্বারাই আষ্টেপৃষ্টে জড়িয়ে ছিল আমাদের । শুধু আমাদের কেন, আজকের বাচ্চাদের শৈশবও তাঁর সৃষ্টিতেই বাঁধা । তাঁর সৃষ্ট কমিক্স টিভিতে, নেট মাধ্যমে রাজ করে বেড়ায় এবং বেড়াবে চিরকাল । এ হেন এক সম্পদকে হারিয়ে সাহিত্য জগত আজ ফের দেউলিয়া হল । আমার বড় ক্ষতি হয়ে গেল আজ । আর কিছু বলার নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.